ENG vs AUS: তৃতীয় ম্যাচে ৫ উইকেটে জয়, টি টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ফের শীর্ষে অস্ট্রেলিয়া

ইংল্যান্ড: ১৪৫/৬
অস্ট্রেলিয়া: ১৪৬/৫
৩ বল বাকী থাকতেই ৫ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া

#সাউদাম্পটন: সিরিজ হারলেও মঙ্গলবার শেষ টি টোয়েন্টি ম্যাচ ৫ উইকেটে জিতে আইসিসি টি টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ফের শীর্ষস্থান ফিরে পেল অস্ট্রেলিয়া ৷ এর আগে অবশ্য সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে হারার পরেই টি টোয়েন্টি ক্রম তালিকায় দু’নম্বরে নেমে গিয়েছিল অজিরা ৷ কিন্তু সাউদাম্পটনে মঙ্গলবার রাতে সিরিজের শেষ ম্যাচ জিতে ফের নিজেদের পুরনো স্থান ফিরে পেল ক্যাঙারু বাহিনী ৷

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৷ ওপেনার জনি বেয়ারস্টো (৫৫), মালান (২১), অধিনায়ক মইন আলি (২৩) এবং ডেনলি (অপরাজিত ২৯) বাদে এদিন বলার মতো রান পাননি ইংল্যান্ডের কোনও ব্যাটসম্যানই ৷ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে ইংল্যান্ড ৷ অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে জাম্পা নেন ২টি উইকেট ৷ বাকীরা পান একটি করে উইকেট ৷ ১৪৬ রানের টার্গেট তাড়া করতে নেমে অধিনায়ক ফিঞ্চ (৩৯), স্টয়নিস (২৬) এবং মিচেল মার্শ (৩৯)-এর ব্যাটে ভর করে সহজেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া ৷ শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ৷