রোনাল্ডো একাই ‘১০০’, জাতীয় দলের জার্সিতে বিশ্ব ফুটবলে নজির, দেখুন দারুণ সেই গোল

#লিসবন: প্রথম ইউরোপিয়ান ফুটবলার হিসেবে নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ UEFA Nations League-এ সুইডেনের বিরুদ্ধে ম্যাচে দেশের জার্সি গায়ে শততম গোল করলেন তিনি৷  পৃথিবীতে দ্বিতীয় আন্তর্জাতিক ফুটবলার হিসেবে এই কৃতিত্ব অর্জন .করলেন সিআর সেভেন৷

৩৫ বছরের জুভেন্তাস ফরোয়ার্ডের আগে এই নজির ছিল ইরানের আলি দায়েইয়ের৷ তিমি ইরানের হয়ে ১০৯টি আন্তর্জাতিক গোল করেছিলেন৷ তিনি ১৬৫ টি ম্যাচে এই নজির গড়েছিলেন৷

রোনাল্ডো গত বছর নভেম্বর মাসে লুক্সেমবার্গের বিরুদ্ধে  নিজের ৯৯ তম গোলটি করেছিলেন৷ বক্সের বাইরে থেকে একটি শৈল্পিক শটে গোল করে যান পর্তুগিজ তারকা৷

পাঁচ বছরের ব্যালন ডি অর জয়ী-র ডিরেক্ট ফ্রি কিক থেকে এটি ৫৭ তম গোল৷ জাতীয় দলের জার্সি গায়ে তার মধ্যে এটি দশম ডিরেক্ট ফ্রি কিক থেকে গোল৷

রোনাল্ডো একাই ‘১০০’, জাতীয় দলের জার্সিতে বিশ্ব ফুটবলে নজির, দেখুন দারুণ সেই গোল ৷

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের হয়ে গোলের মধ্যে ১৭ টি এসেছে প্রীতি ম্যাচের মঞ্চে৷ বাকি সব গোলই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে৷  লিথুয়ানিয়ার বিরুদ্ধে তাঁর গোলের সংখ্যা ৭, সুইডেনের বিরুদ্ধে ৬ টি, অ্যান্ডোরার বিরুদ্ধে ৫ টি গোল৷  আর্মেনিয়া, লাতভিয়া, লুক্সেমবার্গের বিরুদ্ধেও তাঁর ৫ টি করে গোল রয়েছে৷

জাতীয় দলের জার্সিতে রোনাল্ডোর ৬ টি হ্যাটট্রিক রয়েছে৷ FIFA World Cup – তাঁর জাতীয় দলের জার্সিতে গোলের সংখ্যা ৭, UEFA Euros গোলের সংখ্যা ৯৷

এখনও পর্যন্ত ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাসের হয়ে খেলা রোনাল্ডোর সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতের সুনীল ছেত্রী ও আর্জেন্টিনার লিওনেল মেসি ৷ তাঁদের ২ জনের গোলের সংখ্যা যথাক্রমে ৭২ ও ৭০৷

এদিকে পুরুষদের ক্ষেত্রে যেখানে মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে যেখানে রোনাল্ডো ১০০ গোলের কৃতিত্ব অর্জন করলেন সেখানে মহিলাদের ফুটবলের ক্ষেত্রে ১৭ জন এই ১০০ গোলের মাইলস্টোন পেরিয়ে গেছেন৷ কানাডার ক্রিস্টিন সিনক্লেয়ারের জাতীয় দলের জার্সিতে গোলের সংখ্যা ১৮৬৷

জাতীয় দলের জার্সিতে রোনাল্ডোর প্রথম গোল ছিল  UEFA Euro 2004 -এ ৷ মাত্র ১৯ বছর বয়সে প্রছম গোল করেছিলেন তিনি৷ আর তার ১৬ বছর পর ইউসেবিও, পাউলেতাকে ছাপিয়ে দেশের সর্বকালীন সেরা হলেন সিআর সেভেন৷