লাইফস্টাইল Auto: কেন অটোতে ৪টি ‘চাকা’ নেই বলুন তো…? আপনি জানেন উত্তর? ‘আসল’ কারণ চমকে দেবে, গ্যারান্টি! Gallery October 17, 2024 Bangla Digital Desk সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ প্রায় সময়ই আমাদের অবাক করে। কারণ এই সাধারণ জ্ঞানের পরিধিতে এমন অনেক কিছুই থাকে যা আমাদের চেনা-জানা বিষয়কেই নতুন করে চেনায়। তাই বেশিরভাগ সময়ই এই জিকে প্রশ্নগুলি আমাদের যেমন বিভ্রান্ত করে, ঠিক তেমনই উত্তর জানতে পারলে মজাও হয়। বর্তমানে সাধারণ জ্ঞানের চর্চা বই পত্র পত্রিকার বাইরেও দেদার চলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা ধাঁধা ও প্রশ্নত্তরমূলক খেলায়। এমনই একটি প্রশ্ন এই মুহূর্তে দারুণ ট্রেন্ড করছে সমাজ মাধ্যমে। আচ্ছা বলুন তো অটোতে কেন কখনোই চারটি চাকা থাকে না? ভারতে উল্লেখযোগ্য সংখ্যক লোক অটো ব্যবহার করে থাকেন। আমাদের মধ্যে অনেকেই হয়ত প্রায় রোজই দিনের কোনও না কোনও সময় অটোতে চড়েন। কিন্তু এই অদ্ভুত প্রশ্নটা বোধ করি কারও মাথাতেই আসেনি। বস্তুত, ট্যাক্সির চেয়ে অপেক্ষাকৃত কম খরচে যাত্রা এবং বেশিরভাগ জায়গায় যথেচ্ছ সহজলভ্যতার কারণে অটো রিকশায় ভ্রমণ জনসাধারণের কাছে আকর্ষণীয় পাবলিক ট্রান্সপোর্ট। বাস, ট্রেন এবং ব্যক্তিগত যানবাহনের মতো পাবলিক ট্রান্সপোর্টের ব্যবহার যেমন বেড়েছে, তেমনি অটোর সংখ্যাও বেড়েছে দিনের পর দিন। আচ্ছা বলুন তো কেন অটোতে অন্যান্য গাড়ি এবং যানের মতো ৪ চাকা নেই? মাত্র ৩টি চাকা ব্যবহার করার কারণ কি আপনি তা জানেন? কারণটি জানলে অবাক হবেন নিঃসন্দেহে। আসলে চার চাকার গাড়ির পরিবর্তে তিন চাকার গাড়ির নকশা বা ডিজাইন তৈরি করা অনেকটাই সাশ্রয়ী। একটি ৩-হুইলার একটি ৪-হুইলারের চেয়ে ছোট, তাই এটি সংকীর্ণ এলাকায় বেশ সহজেই চলতে পারে। আবার এই ধরণের গাড়ির পার্কিংও দারুণ সহজ। যানজটপূর্ণ এলাকায়, গাড়ি এবং বাসের মতো যানবাহনের তুলনায় অটোগুলি চলাচল করা সহজ। আর জানলে আশ্চর্য হবেন যে এই সহজ ও কম সময়ে সংকীর্ণ জায়গায় চলাচলের প্রধান কারণই হল অটোর এই থ্রি হুইল সিস্টেম। শুধু তাই নয়, পাশাপাশি এই তিন চাকা বিশিষ্ট অটোগুলির ছোট আকারের কারণে, অটো ইঞ্জিনগুলিতে অন্যান্য যানবাহনের তুলনায় কম জ্বালানীর প্রয়োজন হয়। একটি থ্রি-হুইলার সাধারণত যাত্রী বা পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হয়। সেক্ষেত্রে সব ধরনের যানজটে গাড়ি দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া যায় বেশ সহজেই। অটোগুলি মূলত সাধারণ মানুষের জন্য ডিজাইন করা হয়েছে। এর উদ্দেশ্য একটাই, কম খরচে বেশি লাভ পাওয়া। আর এই লক্ষ্যের ভিত্তিতেই অটোগুলি ৩টি চাকার সঙ্গে ডিজাইন করা হয়েছে। ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।