Tag Archives: Auto

টোটোর জন্য বিরাট সমস্যা! বিরাটি-বেলঘড়িয়ায় ভোগান্তি কয়েক হাজার যাত্রীর

উত্তর ২৪ পরগনা: টোটোর দৌরাত্ম্যে বন্ধ বেলঘড়িয়া বিরাটি গুরুত্বপুর্ণ রুটে অটো চলাচল। ফলে ব্যস্ত এই রুটে পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়েছে বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার মানুষ।

জানা যায়, এদিন সকাল থেকে বেলঘড়িয়া স্টেশন থেকে বিরাটি স্টেশন পর্যন্ত প্রতিদিন যে অটো চলাচল করে, তা এদিন থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অটোচালকদের তরফে।

প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ এই অটো রুটের উপর নির্ভরশীল। ফলে চরম সমস্যায় পড়েছেন যাত্রীরা। অটোচালকদের তরফ থেকে জানা যায়, গতকাল রাত দশটা নাগাদ বিরাটি ব্রিজে ওঠার মুখে টোটো চালকরা আক্রমণ করে বেলঘড়িয়া বিরাটি রুটের অটোচালকদের উপর।

আরও পড়ুন- সরকারি চাকরির সুবর্ণ সুযোগ! প্রচুর শূন্য পদে নিয়োগ, বিশদে জেনে এখনই আবেদন করুন

এক টোটোচালকের হাতে আক্রান্ত হয় যাত্রী। সেই সময় অটো চালকেরা প্রতিবাদ করতে যান। তখন তাঁদের উপর টোটো চালকরা আক্রমণ চালায়। আক্রমণে ৬ থেকে ৭ জন অটোচালক আক্রান্ত হন।

আকাশ দে, রাকেশ দাস, রাহুল দাস, মিন্টু দাস-সহ আরও দুজন আক্রান্ত হন। তার মধ্যে দুজন অটোচালক গুরুতরভাবে আক্রান্ত হন, তাঁদের মাথা ফেটে যায়। এরই প্রতিবাদে এদিন সকাল থেকে বেলঘড়িয়া বিরাটি অটো রুটের চালকেরা অটো বন্ধ করে অবস্থান বিক্ষোভে সামিল হোন।

তাঁদের একটাই দাবি, টোটোচালকদের মেন রোডে ওঠা নিষিদ্ধ থাকলেও তারা সেই নিষেধ মেনে চলে না। ফলে টোটো চালকদের জন্য অটো চালানো দুষ্কর হয়ে পড়ছে। তাই যতদিন না এর কোনও বিহিত হচ্ছে ততদিন অটো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে প্রশাসনকে বলেও কোন ব্যবস্থা হয়নি বলেও অভিযোগ। তাই যতক্ষণ না পর্যন্ত এই সমস্যা সমাধান না হবে ততক্ষণ বেলঘড়িয়া-বিরাটি অটো রুট বন্ধ থাকবে বলেও জানিয়ে দেওয়া হয়। এখন দেখার, এই সমস্যা সমাধানে কী ভূমিকা পালন করে প্রশাসন!

Rudra Narayan Roy

টোটোর পর এবার অটো! নতুন নিয়ম জেলায়! না মানলেই এবার বড় শাস্তি

কোচবিহারে ইতিমধ্যেই একাধিক নতুন নিয়ম চালু করা হয়েছিল টোটো গাড়িকে কেন্দ্র করে। এই সমস্ত নিয়মের কারণে বেশ অনেকটাই সুবিধা হয়েছে সাধারণ মানুষের।এবার অটো গাড়িকে কেন্দ্র করেও শুরু হল একাধিক বিশেষ নিয়ম। এই নিয়মগুলি শুরু হওয়ার ফলে বেশ অনেকটাই সুবিধা হবে অটল চলাচল করা যাত্রীদের এবং পথচারীদের। এছাড়াও যানজট অনেকটাই কমানো সম্ভব হবে বলে মনে করছেন জেলা প্রশাসনের আধিকারিকেরা।
কোচবিহারে ইতিমধ্যেই একাধিক নতুন নিয়ম চালু করা হয়েছিল টোটো গাড়িকে কেন্দ্র করে। এই সমস্ত নিয়মের কারণে বেশ অনেকটাই সুবিধা হয়েছে সাধারণ মানুষের।এবার অটো গাড়িকে কেন্দ্র করেও শুরু হল একাধিক বিশেষ নিয়ম। এই নিয়মগুলি শুরু হওয়ার ফলে বেশ অনেকটাই সুবিধা হবে অটল চলাচল করা যাত্রীদের এবং পথচারীদের। এছাড়াও যানজট অনেকটাই কমানো সম্ভব হবে বলে মনে করছেন জেলা প্রশাসনের আধিকারিকেরা।
কোচবিহারের দুই অটোচালক হারাধন দে এবং মুকুল হক জানান, "দীর্ঘ সময় ধরে তাঁরা অটো চালিয়ে সংসার চালান। অটোই একমাত্র ভরসা তাঁদের উপার্জনের। তবে বর্তমানে এই নতুন নিয়ম শুরু করার ফলে বেশ অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। তাদের ভাড়ার সংখ্যা অনেকটাই কমেছে। এছাড়া প্যাসেঞ্জারও পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন না তাঁরা। তবে রোড সেফটির নিয়ম অনুযায়ী এই নিয়ম বেশ ভাল। এতে সড়ক দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমানো যাবে বলে মনে করছেন তাঁরাও। তবে মুনাফা কমে যাওয়ায় বেশ কিছুটা চিন্তায় পড়েছেন অটো চালকেরা।"
কোচবিহারের দুই অটোচালক হারাধন দে এবং মুকুল হক জানান, “দীর্ঘ সময় ধরে তাঁরা অটো চালিয়ে সংসার চালান। অটোই একমাত্র ভরসা তাঁদের উপার্জনের। তবে বর্তমানে এই নতুন নিয়ম শুরু করার ফলে বেশ অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। তাদের ভাড়ার সংখ্যা অনেকটাই কমেছে। এছাড়া প্যাসেঞ্জারও পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন না তাঁরা। তবে রোড সেফটির নিয়ম অনুযায়ী এই নিয়ম বেশ ভাল। এতে সড়ক দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমানো যাবে বলে মনে করছেন তাঁরাও। তবে মুনাফা কমে যাওয়ায় বেশ কিছুটা চিন্তায় পড়েছেন অটো চালকেরা।”
অটো গাড়ির এক প্যাসেঞ্জার প্রাণকৃষ্ণ পাল জানান, দীর্ঘ সময় ধরে তিনি অটো দিয়েই চলাচল করেন। তবে অটো যে নিয়মগুলি ছিল তার রদবদল প্রয়োজন ছিল। বর্তমানে আনা নতুন নিয়ম বেশ অনেকটাই সুবিধা করে দেবে সাধারণ মানুষকে। তবে এই নিয়মের কারনে অটোর প্যাসেঞ্জার কমার কোনও কারণ নেই।
অটো গাড়ির এক প্যাসেঞ্জার প্রাণকৃষ্ণ পাল জানান, দীর্ঘ সময় ধরে তিনি অটো দিয়েই চলাচল করেন। তবে অটো যে নিয়মগুলি ছিল তার রদবদল প্রয়োজন ছিল। বর্তমানে আনা নতুন নিয়ম বেশ অনেকটাই সুবিধা করে দেবে সাধারণ মানুষকে। তবে এই নিয়মের কারনে অটোর প্যাসেঞ্জার কমার কোনও কারণ নেই।
অনিয়ন্ত্রিত যান চলাচল এবং বিপদজনকভাবে প্যাসেঞ্জার বহন বর্তমান সময়ের এই নিয়মের কারণে বন্ধ হবে। এতে উপকৃত হবেন সাধারণ মানুষ। নির্দেশে রুটের পারমিট ছাড়া যেকোনো রাস্তায় চলাচল করা যাবে না এই নিয়মটি ও সকলের জন্য ভাল বলে মত অনেকের।
অনিয়ন্ত্রিত যান চলাচল এবং বিপদজনকভাবে প্যাসেঞ্জার বহন বর্তমান সময়ের এই নিয়মের কারণে বন্ধ হবে। এতে উপকৃত হবেন সাধারণ মানুষ। নির্দেশে রুটের পারমিট ছাড়া যেকোনো রাস্তায় চলাচল করা যাবে না এই নিয়মটি ও সকলের জন্য ভাল বলে মত অনেকের।
বর্তমান সময়ে জেলা কোচবিহারের অটো চালকেরা কিছুটা হলেও অসন্তুষ্ট এই সমস্ত নতুন নিয়মের কারণে। তবেই নতুন নিয়ম গুলির কারণে বর্তমানের রাস্তায় যানজটের পরিমাণ কমেছে অনেকটাই। ভবিষ্যতে আরও সড়ক দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে এই নিয়ম মেনে চলার ফলে। ইতিমধ্যেই এই নতুন নিয়ম গুলির প্রশংসা করেছেন বহু সাধারণ মানুষ।
বর্তমান সময়ে জেলা কোচবিহারের অটো চালকেরা কিছুটা হলেও অসন্তুষ্ট এই সমস্ত নতুন নিয়মের কারণে। তবেই নতুন নিয়ম গুলির কারণে বর্তমানের রাস্তায় যানজটের পরিমাণ কমেছে অনেকটাই। ভবিষ্যতে আরও সড়ক দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে এই নিয়ম মেনে চলার ফলে। ইতিমধ্যেই এই নতুন নিয়ম গুলির প্রশংসা করেছেন বহু সাধারণ মানুষ। -Sarthak Pandit

৬০০ ‘বুড়ো’ অটো বাতিল! ১৫ বছরের পুরনো অটোর ভবিষ্যত নিয়ে বড় ঘোষণা

দক্ষিণ ২৪ পরগনা : যে সব গাড়ির বয়স ১৫ বছর পেরিয়ে গিয়েছে, সেগুলি রাস্তা থেকে তুলে নিতে নির্দেশ দিয়েছিল আদালত। ফলে দক্ষিণ ২৪ পরগনায় বসে গিয়েছে প্রায় ৬০০ ‘বুড়ো’ অটো।

পাশাপাশি বয়সের গেঁরোয় বেশ কিছু বাসকেও রুট থেকে তুলে নিতে বাধ্য হয়েছেন মালিকরা। এদিকে, নতুন এবং পুরনো যেসব রুটে নতুন অটো নামানোর কথা ছিল, সেই প্রক্রিয়াতেও জট তৈরি হয়েছে।

পুরনো অটোচালকরাই এ নিয়ে আপত্তি তুলে জেলা প্রশাসনের উপর চাপ বাড়িয়েছেন বলে অভিযোগ। ফলে এ বিষয়ে ধীরে চলার নীতি নিয়েছে প্রশাসন। জেলা সূত্রে জানা গিয়েছে, ১৫ বছর পেরিয়ে গিয়েছে, এমন অটোর তালিকা আসতে শুরু করেছে জেলার পরিবহণ বিভাগের কাছে। সেই সংখ্যা এখনই প্রায় ছ’শোয় গিয়ে ঠেকেছে।

আরও পড়ুন- কৌশিকী অমাবস্যায় বিরাট উদ্যোগ! এ দিনের অনেক মাহাত্ম্য! তারাপীঠ মন্দিরে যাচ্ছেন?

এই সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। তবে রাস্তা থেকে অটোর একাংশ উঠে গেলেও গণপরিবহণে খুব একটা প্রভাব পড়বে না বলে মনে করা হচ্ছে। কারণ যাঁদের অটো বাতিল হয়েছে, তাঁদের বড় অংশই ইতিমধ্যে নতুন অটো কিনে রাস্তায় নামাতে শুরু করেছেন। সমস্যা এখানেই।

পুরনো ও নতুন রুটে নয়া অটো নামানো নিয়ে যে জট তৈরি হয়েছে, তা কবে কাটবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আধিকারিকদের কথায়, নতুন করে অটো নামানোর জন্য একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতারা চাপ দিচ্ছেন। আবার পুরনো চালকদের তরফ থেকেও আসছে নানা বাধা।

আরও পড়ুন- হাত বদল হচ্ছে ব্যাগের, দৌড়ল পুলিশ! ধরতেই যা বেরল ব্যাগ থেকে, আঁতকে উঠল বর্ধমান

এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে। এ নিয়ে বিস্তারিত আলোচনা না করে সিদ্ধান্তে আসা যাবে না। তাই এই সংক্রান্ত কাজকর্ম আপাতত স্থগিত রাখা হয়েছে।

সুমন সাহা

Illegal Auto Stands Remove: বারুইপুরে কঠোর পুলিশ, থাকবে না অবৈধ অটো স্ট্যান্ড ও পার্কিং

দক্ষিণ ২৪ পরগনা: রাস্তা দখল করে থাকা অবৈধ অটো স্ট্যান্ড অবিলম্বে সরাতে হবে ইউনিয়নকে। এই নির্দেশ দিল বারুইপুর থানা ও ট্রাফিক পুলিশ। পাশাপাশি পুলিশ জানিয়েছে, যত্রতত্র বাইক রাখলেই জরিমানা হবে। বারুইপুর থানায় অটো ইউনিয়নের নেতাদের এবং চালকদের নিয়ে আলোচনায় বসেছিল পুলিশ।

অটোচালকদের নিয়ে আয়োজিত মিটিংয়ে উপস্থিত ছিলেন বারুইপুর থানা ও ট্রাফিক পুলিসের আধিকারিকরা। বারুইপুরের পুরপ্রধান ও উপ-পুরপ্রধান‌ও ছিলেন। অটো চালকদের জানানো হয়, বারুইপুর রেলগেট সংলগ্ন কালীতলা মোড়ের আশপাশে চরণ, ধপধপি, ক্যানিং, কুমোরহাটগামী অটো স্ট্যান্ড সদ্য গজিয়ে উঠেছে। তা অবিলম্বে সরাতে হবে। কোনও রুটের অটো ওই জায়গায় দাঁড় করানো যাবে না। পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় যাত্রী নামিয়ে চলে যেতে হবে। পাশাপাশি কালীতলা থেকে বারুইপুর স্টেশন, নজরুল সরণির মোড়ের আগে পর্যন্ত ও রেলগেট থেকে স্টেশন এলাকা পর্যন্ত যত্রতত্র বাইক, টোটো রাখলেই জরিমানা হবে। এর পাশাপাশি ক্যানিং শহরেও কড়া পদক্ষেপ নিতে চলেছে পুলিশ। জুলাইয়ের পর রাস্তা, ফুটপাথ ইত্যাদি জায়গায় কোনও হকার বসতে পারবে না। ক্যানিং বাজারের ভিতর নির্দিষ্ট সময়ের বাইরে কোনও দোকানে সামগ্রী নামাতে গাড়ি ঢুকতে পারবে না বলেও সিদ্ধান্ত হয়।

আর‌ও পড়ুন: বর্ষার শুরুতেই গত বছরকে ছাপিয়ে গেল ডেঙ্গি আক্রান্তের সংখ্যা! পূর্ব মেদিনীপুর নিয়ে চিন্তা

ক্যানিং বাস স্ট্যান্ড, বাজার, স্টেশন চত্বর ইত্যাদি এলাকায় মাইকিং করে অবৈধ অটো স্ট্যান্ড ও পার্কিং তুলে দেওয়ার কথা প্রচার করেন স্থানীয় বিধায়ক। তিনি বলেন, জুলাই পর্যন্ত হকারদের সময় দেওয়া হয়েছে। তারপর কেউ কোথাও রাস্তায় বসতে পারবেন না। না হলে সবকিছু বাজেয়াপ্ত করে তুলে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি সমস্ত বাস, টোটো, অটো সহ অন্যান্য যানবাহন ক্যানিং বাস স্ট্যান্ড থেকেই ছাড়বে। এখন যত্রতত্র স্ট্যান্ড গজিয়ে উঠেছে। সেটা তুলে দেওয়া হবে। এর ফলে রাস্তাঘাটে যানজট যেমন কমবে তেমনই মানুষের চলাফেরায় সমস্যা আর হবে না।

সুমন সাহা

Digha: রণক্ষেত্র দিঘা, রক্তারক্তি কাণ্ড! ছোটাছুটি হাসপাতালে, আঁতকে উঠলেন পর্যটকরা!

পঙ্কজ দাশ রথী, দিঘা: অটো ও ইঞ্জিন ভ্যান চালকদের মধ্যে হাতাহাতি সৈকত শহর দিঘাতে। ইঞ্জিন ভ্যান অবৈধভাবে চালানোর অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন অটোচালকরা।

অটো ও ইঞ্জিন ভ্যান চালকদের মধ্যে হাতাহাতিতে একজন আহত হয়ে দিঘা হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে। অভিযোগ, নিউ দিঘা অটো স্ট্যান্ড থেকে ইঞ্জিন ভ্যানে যাত্রীদের চাপিয়ে নিয়ে যাওয়ার সময় অটো চালক অতনু কর বাধা দিলে ইঞ্জিন ভ্যানের চালক সনাতন জানা, চন্দন পাত্র তাকে মারধর করে বলে অভিযোগ।

আরও পড়ুন: রমরমিয়ে নকল সোনার কারবার..ডাকাতি, খুন! ধরতে গেলে সুড়ঙ্গপথে হয়েছিল উধাও, সেই সাদ্দামকে অবশষে গ্রেফতার করল পুলিশ

খবর পেয়ে দিঘা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন অটো চালকেরা। সেই সঙ্গে অটো ইউনিয়নের পক্ষ থেকে অভিজিতদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অটো চলবে নাকি টোটো? চালকদের বিবাদের জেরে বন্ধ দুই পরিষেবা!

অটোতে উঠবে যাত্রী না টোটোতে এই বিবাদের জেরে মহেশতলার ২৩ নম্বর ওয়ার্ডের ডাকঘর অটো স্ট্যান্ডে বন্ধই হয়ে গেল যাত্রী পরিষেবা। যার জেরে সমস্যায় পড়লেন নিত্যযাত্রীরা। অটো চালকরা দীর্ঘদিন ধরে অভিযোগ করেছিলেন এলাকায় বেআইনি ভাবে টোটো চলছে।

আগেও এই নিয়ে একাধিকবার বিক্ষোভ হয়েছিল। কিন্তু পরিস্থিতি আগের মতো রয়েই গিয়েছে। এদিকে টোটো চালকদের দাবি তারা এলাকায় নিয়ম মেনেই টোটো চালান। বাইরে থেকে অনেকে এসে অসুবিধা সৃষ্টি করে। দুই পক্ষের এই বাদানুবাদে বন্ধ হয়ে যায় পরিষেবা।

Auto-Toto: অটো চলবে নাকি টোটো? চালকদের বিবাদের জেরে বন্ধ দুই পরিষেবা! বড় সমস‍্যায় নিত‍্যযাত্রীরা

মহেশতলা: অটোতে উঠবে যাত্রী না টোটোতে এই বিবাদের জেরে মহেশতলার ২৩ নম্বর ওয়ার্ডের ডাকঘর অটো স্ট্যান্ডে বন্ধই হয়ে গেল যাত্রী পরিষেবা। যার জেরে সমস্যায় পড়লেন নিত্যযাত্রীরা। অটো চালকরা দীর্ঘদিন ধরে অভিযোগ করেছিলেন এলাকায় বেআইনি ভাবে টোটো চলছে।

আগেও এই নিয়ে একাধিকবার বিক্ষোভ হয়েছিল। কিন্তু পরিস্থিতি আগের মতো রয়েই গিয়েছে। এদিকে টোটো চালকদের দাবি তারা এলাকায় নিয়ম মেনেই টোটো চালান। বাইরে থেকে অনেকে এসে অসুবিধা সৃষ্টি করে। দুই পক্ষের এই বাদানুবাদে বন্ধ হয়ে যায় পরিষেবা।

আরও পড়ুন: ভাত রান্নার আগে করুন এই ছোট্ট কাজ! হাতের মুঠোয় ব্লাড সুগার, একলাফে বেড়ে যাবে পুষ্টিগুণ

প্রথমে অটো চালকরা একত্রিত হয়ে টোটো থেকে প্যাসেঞ্জার নামিয়ে দেয়। এরপর টোটো চালকরাও একত্রিত হয়ে চট্টা পঞ্চায়েতের সামনে অটো চালকদের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

আরও পড়ুন: বাজারে দেখেও কিনছেন না? টক, মিষ্টি ফলেই কুপোকাত ইউরিক‍ অ‍্যাসিডের সমস‍্যা! শরীরে অন্দরে জমে থাকা ময়লাও দূর হবে

এদিকে এই ঘটনার জেরে বন্ধ হয়ে যায় ডাকঘর থেকে চট্টা হয়ে মহিষগোট পর্যন্ত অটো ও টোটো পরিষেবা। ফলে অসুবিধায় পড়েন নিত্যযাত্রীরা। দ্রুত এই সমস্যার সমাধান হোক এখন এটাই চাইছেন সকলে। বর্তমানে অটো ও টোটো চালকদের এই বিবাদে কেন সাধারণ মানুষ অসুবিধায় পড়বেন এই নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। এখন দেখার কবে এই সমস্যার সমাধান হয়।

নবাব মল্লিক

Shop Collapse: চলন্ত অটোর উপর ভেঙে পড়ল নির্মীয়মান দোকান! গুরুতর জখম ৫

দক্ষিণ ২৪ পরগনা: সাত সকালে অটোর উপর ভেঙে পড়ল নির্মীয়মান দোকান। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচ জন। ক্যানিং-বারুইপুর রোডের পাশে একটি নির্মীয়মান দোকান এদিন সকালে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

দোকান ভেঙে পথ চলতি মানুষ ও একটি অটোর ওপর এসে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে জখম পাঁচ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। এই দোকানটি বেশ কিছুদিন ধরে তৈরি হচ্ছিল বলে জানা গিয়েছে। সম্প্রতি এলাকায় রাস্তা সম্প্রসারণ ও নিকাশি নালার কাজ চলার কারণে রাস্তার পাশে নির্মীয়মান দোকানগুলিকে ভাঙার কাজ শুরু করে প্রশাসন। তার ফলেই ওই নির্মীয়মান দোকানটির ভিত নড়বড়ে হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বুধবার সকালে হঠাৎই সেই দোতলা দোকানটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

আরও পড়ুন: কাঁচাগোল্লার হারিয়ে যাওয়া স্বাদ আবার ফিরবে? মিষ্টি দোকানের বিরাট কাণ্ড

ব্যস্ততম রাস্তা হওয়ার কারণে সেই সময় ওই দোকানের কাছ দিয়ে বহু যানবাহন ও পথচারীরা যাতায়াত করছিলেন। হঠাৎই দোকানটি ভেঙে পড়ে একটি চলন্ত অটো ও ভ্যানের উপর। এই ঘটনায় জখম হয় অটো ও ভ্যানে থাকা যাত্রীরা। এর পাশাপাশি দোকানের দু’জন আহত হন। আহতদের যুদ্ধকালীন তৎপরতায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করেন স্থানীয়রা। ক্যানিং হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক তিনজনকে সেখানে ভর্তি করে চিকিৎসা শুরু হয়। অন্য দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ।

সুমন সাহা

Heat Wave Death: তীব্র গরমে রাস্তাতেই মৃত্যু বৃদ্ধার, অটোয় করে যাচ্ছিলেন

দক্ষিণ ২৪ পরগনা: তীব্র গরমের বলি হলেন এক বৃদ্ধা। শেখ শাকিলা বিবি (৬২) নামে ওই বৃদ্ধা অটোয় করে যাওয়ার সময় গরমে অসুস্থ হয়ে পড়েন। অটোচালক দায়িত্ব নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়। সোনারপুরের ঘটনা।

জানা গিয়েছে, সোনারপুরের দক্ষিণ জগদ্দল এলাকার বাসিন্দা ওই বৃদ্ধা এদিন অটোয় করে চোহাটি যাচ্ছিলেন। তিনি পেয়ারা বাগান এলাকা থেকে অটোতে চাপেন। এই প্রবল গরমে অটোর মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অটোচালক ও সহযাত্রীরা তাঁকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। খবর দেওয়া হয় সোনারপুর থানাতেও। এদিকে চিকিৎসকরা ওই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন।

আর‌ও পড়ুন: একটা স্কুটি ও ২২ হাজার টাকার সম্বল নিয়ে লোকসভার লড়াইয়ে ‘কমরেড’ সুস্মিতা

প্রাথমিকভাবে ওই বৃদ্ধার পরিচয় জানা যায়নি তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় সেখান থেকেই ওই বৃদ্ধার পরিচয় বেরিয়ে আসে। এদিকে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে নিয়মমাফিক তাঁর দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

উল্লেখ্য, দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন ধরে গরমের তীব্রতা বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাপ প্রবাহ বইবে কয়েক জায়গায়। এই পরিস্থিতিতে চিকিৎসকরা বলছেন, নিতান্তই প্রয়োজন না থাকলে দুপুরের সময়টায় বাড়িতে বা কোনও ঘেরা জায়গায় থাকা উচিত। বয়স্কদের বিশেষ করে বাইরে না বেরোনোর কথা বলা হয়েছে।

সুমন সাহা