ট্যুইটে ‘টাইপো’! বাবুলের ভুল ধরালেন বিহারী, অশ্বিন লিখলেন ROFLMAX

#ব্রিসবেন: সিডনি টেস্ট ড্র করার জন্য বাইশ গজ কুর্নিশ জানিয়েছে হনুমা বিহারী এবং আর অশ্বিনকে৷ তাঁদের ক্রিজ কামড়ে বুক চিতিয়ে লড়াইকে সাধুবাদ জানিয়ে দেশ-বিদেশের ক্রিকেটার ও এই খেলার সমর্থকরা৷ কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বিহারীর ব্যাটিংয়ের কড়া সমালোচনা করেছিলেন৷ বাবুলের মতে, হনুমা সিডনিতে শুধুই ভারতের জয়ের আশা শেষ করেননি, ক্রিকেটকেও হত্যা করেছিলেন! বাবুলের এই ট্যুইটে ঝড় উঠে গিয়েছিল৷ বুধবার বাবুলকে ‘মিষ্টি’ করে পাল্টা দিলেন বিহারী৷

বিহারী শ্লথ ইনিংসের সমালোচনা করে বাবুল তাঁর ট্যুইটে লিখেছিলেন, “১০৯ বল খেলে ৭ রান! এটা কোনও ভাবে মেনে নেওয়া যায় না৷ হনুমা বিহারী ভারতের ঐতিহাসিক জয়ের সম্ভাবনাকেই শেষ করে দেয়নি, ক্রিকেটকেও খুন করেছে৷ ক্ষীণ সম্ভাবনা থাকলেও জেতার চেষ্টা না করাটা অপরাধ৷” যদিও বাবুল নিচে বিশেষ দ্রষ্টব্যের মতো জুড়ে দেন, “আমি জানি আমি ক্রিকেট সম্পর্কে কিছুই জানি না৷” বাবুল এই ট্যুইটে বিহারীর নামের আগে একটি কালো ডট বসিয়ে ফেলেন৷ সেই ‘টাইপো’টাই সংশোধন করে দেন বিহারী৷

সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার ৪০১ রানের টার্গেট মাথায় নিয়ে একসময় ৫ উইকেট খুইয়ে ধুঁকছিল ভারত৷ কিন্তু সেখান থেকেই অশ্বিনকে সঙ্গে নিয়ে ভারতের হার রুখে দেন বিহারী৷ দুই ব্যাটসম্যান মিলে ৪২ ওভারেরও বেশি ব্যাট করেন৷ জুটিতে ওঠে মাত্র ৬২ রান৷ কিন্তু ভারতের হার বাঁচাতে সেটাই প্রয়োজন ছিল৷ হনুমা বিহারী নিজে ১৬১ বল খেলে ২৩ রানে অপরাজিত থাকেন৷ কিন্তু পরিস্থিতির বিচারে তাঁর এই ইনিংসই অমূল্য হয়ে ওঠে৷