বাহুবলী কুলার

AC: এসির সঙ্গে পাল্লা দিতে বাজারে ‘বাহুবলী’ কুলার! ১ মিনিটেই কনকনে ঠান্ডা ঘর, বিদ্যুৎ খরচ ৮০ শতাংশ কম

*গ্রীষ্মের মরশুমে এসি বা এয়ার কুলারের চাহিদা বৃদ্ধি পায়। প্রচণ্ড গরমে রাজস্থানের কারাউলিতে কুলারের চাহিদা সবচেয়ে বেশি। কুলারের চাহিদা এতটাই বেশি প্রচন্ড গরমের মধ্যে হাতে হাত রেখে কুলার বিক্রি হচ্ছে।
*গ্রীষ্মের মরশুমে এসি বা এয়ার কুলারের চাহিদা বৃদ্ধি পায়। প্রচণ্ড গরমে রাজস্থানের কারাউলিতে কুলারের চাহিদা সবচেয়ে বেশি। কুলারের চাহিদা এতটাই বেশি প্রচন্ড গরমের মধ্যে হাতে হাত রেখে কুলার বিক্রি হচ্ছে।
*গরমের মরশুমে কড়াউলির ইলেকট্রনিক মার্কেটে এসেছে বিশেষ কুলার। যার নাম বাহুবলী। বাজারে এই কুলারের প্রচুর চাহিদা। এটি এসির মতো শীতলতা দিচ্ছে। আর এতে কারেন্টের কোনও রিস্ক নেই।
*গরমের মরশুমে কড়াউলির ইলেকট্রনিক মার্কেটে এসেছে বিশেষ কুলার। যার নাম বাহুবলী। বাজারে এই কুলারের প্রচুর চাহিদা। এটি এসির মতো শীতলতা দিচ্ছে। আর এতে কারেন্টের কোনও রিস্ক নেই।
*বাহুবলী কুলারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য শীতলতা। কুলনেস এত ভাল যে এটি এসির মতো কাজ করে। কুলিংয়ের দিক থেকে এই কুলারটি এসির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।
*বাহুবলী কুলারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য শীতলতা। কুলনেস এত ভাল যে এটি এসির মতো কাজ করে। কুলিংয়ের দিক থেকে এই কুলারটি এসির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।
*ছোট-বড় আকারের চারটি মডেলের কুলার বাজারে এনেছে বাহুবলী কুলার। উচ্চতা ও আকার অনুযায়ী এই চারটি মডেল বাজারে বিক্রি হয়।
*ছোট-বড় আকারের চারটি মডেলের কুলার বাজারে এনেছে বাহুবলী কুলার। উচ্চতা ও আকার অনুযায়ী এই চারটি মডেল বাজারে বিক্রি হয়।
*বাহুবলী কুলারের দ্বিতীয় বৈশিষ্ট্য কারেন্টের কোনও ঝুঁকি নেই। এ কারণেই মানুষ এই কুলার বেশি পছন্দ করছে। শরীরে ফাইবার থাকায় এতে বিদ্যুৎ সংযোগের প্রয়োজন নেই।
*বাহুবলী কুলারের দ্বিতীয় বৈশিষ্ট্য কারেন্টের কোনও ঝুঁকি নেই। এ কারণেই মানুষ এই কুলার বেশি পছন্দ করছে। শরীরে ফাইবার থাকায় এতে বিদ্যুৎ সংযোগের প্রয়োজন নেই।
*কুলারটি আকারে ছোট। নামে বাহুবলী হলেও জায়গা কম লাগে। এই কারণেই বাজারে প্রচণ্ড গরমের মধ্যে ছোট বাহুবলী কুলারের চাহিদা অত্যন্ত বেশি।
*কুলারটি আকারে ছোট। নামে বাহুবলী হলেও জায়গা কম লাগে। এই কারণেই বাজারে প্রচণ্ড গরমের মধ্যে ছোট বাহুবলী কুলারের চাহিদা অত্যন্ত বেশি।
*ফাইবারের এই কুলার অত্যন্ত শক্তিশালী। রোদ-শীত-গ্রীষ্ম-বৃষ্টি যে কোনও ঋতুতেই এই কুলার কার্যকর। ফুল বডি ফাইবার থাকায় প্লাস্টিক বডির মতো ফাটল ধরার সমস্যা নেই। বাজারে বাহুবলী কুলারের দাম ৮০০০ টাকা থেকে ১৫০০০ টাকা পর্যন্ত।
*ফাইবারের এই কুলার অত্যন্ত শক্তিশালী। রোদ-শীত-গ্রীষ্ম-বৃষ্টি যে কোনও ঋতুতেই এই কুলার কার্যকর। ফুল বডি ফাইবার থাকায় প্লাস্টিক বডির মতো ফাটল ধরার সমস্যা নেই। বাজারে বাহুবলী কুলারের দাম ৮০০০ টাকা থেকে ১৫০০০ টাকা পর্যন্ত।