সাধারণ মানুষ এই ঘটনায় এতটাই ক্ষুব্ধ হয়ে যায়, যে শেষ পর্যন্ত এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হয়৷ (Photo Credits: Reddit)

Bengaluru Police Detains: হেলমেট ছাড়া ব্যস্ত রাস্তায় বাইক নিয়ে কারসাজি, গ্রেফতার ৪৪

একের পর এক পথ দুর্ঘটনা৷ যার একটা কারণ যেমন রাস্তার বেহাল অবস্থা, আর একটা কারণ বাইক আরোহীদের সচেতনতার অভাব৷ হেলমেট ছাড়া বাইক চালানোর ফলে বাইক দুর্ঘটনা হওয়া খুব নতুন কিছু নয়৷

বেঙ্গালুরুর ব্যস্ত রাস্তায় বেশ কয়েকজন বাইকআরোহী নানারকম কারসাজি দেখাতে থাকে৷ একটা ভাইরাল ভিডিও প্রকাশিত হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে কয়েকজন বাইকের গাড়ির সামনের চাকা তুলে বিপজ্জনক ভাবে চালাচ্ছে৷

আরও পড়ুন: চিকিৎসক তরুণীকে অপহরণ করে যৌন হেনস্থার অভিযোগ, শুরু পুলিশি তদন্ত, ফের নারী নিগ্রহ দেশে

তাদের কারওর মাথায় হেলমেটও নেই৷ এই ঘটনা সামনে আসার সঙ্গে সঙ্গেই সমালোচনার ঝড় ওঠে৷ অনেকেই অভিযোগ করেন ব্যস্ত রাস্তায় এই ধরনের কিছু বাইকআরোহীর জন্য প্রচণ্ড সমস্যা হয়৷

আরও পড়ুন:স্ত্রী নিখোঁজ দশ বছরেরও বেশি! প্রতি সপ্তাহে জলে ডুব স্বামীর, ভালবাসার এক বিরল নজির!

এই ভিডিও একজন শেয়ার করে লিখেছেন, ‘‘এই ইডিয়টদের গ্রেফতার করে জেলে রাখা হোক৷ এদের জন্য সাধারণ মানুষদের বাইক চালানো দুঃসাধ্য হয়ে যাচ্ছে৷

সাধারণ মানুষ এই ঘটনায় এতটাই ক্ষুব্ধ হয়ে যায়, যে শেষ পর্যন্ত এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হয়৷

হেব্বাল ট্রাফিক থানার রিপোর্ট অনুযায়ী, এই ঘটনার প্রেক্ষিতে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে৷ এখনও পর্যন্ত ৪৪ জনকে তাদের বাইক-সহ আটক করা হয়৷