Bangla News: চাষের মাঠে কাকতাড়ুয়াই মানুষ! হঠাৎ এমন কেন কাণ্ড ঘটছে এখানে?

ফসল ফলানো থেকে শস্য দিয়ে উৎপাদন, চাষের সামগ্রী বা ফসল পাখি, নানান পোকা মাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য কাকতাড়ুয়ার দরকার, সকাল থেকে রাত পর্যন্ত অর্থাৎ সূর্যের আলোর যখনই পাওয়া যায় তখনই যাঁরা চাষ করেন তাঁরাই কাক তাড়াছেন থালা, বাটি বাজিয়ে ৷