হায় হায় মাঠে এ কী করলেন বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল! Viral Video

#ঢাকা: গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের মান এতটাই উন্নত হয়েছে যে মাঠে ব্যাটিং -বোলিংয়ের পাশাপাশি যে জিনিসটা চোখ টানে তা হল মাঠে ফিল্ডিং৷ বিভিন্ন সময়ে মাঠে দারুণ ফিল্ডিং দেখার সুযোগ পাওয়া যায়৷ একাধিক ফিল্ডিং এমন দেখা গেছে যেখানে দর্শকরা নিজেদের নখ চিবিয়ে ফেলেছেন শিহরণে৷ ক্রিকেটারদের বডি ফিটনেস এখন অ্যাথলিটদের মতোই ঈর্ষণীয়৷ বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা ফিল্ডররা এমন সব ফিল্ডিং নেন সেগুলিকে কুর্নিশ করে গোটা বিশ্ব৷

কিন্তু এই সময়েই এ কী করে ফেললেন বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল (Tamim Iqbal)৷ তিনি ম্যাচ চলাকালীন যা কাণ্ড করলেন তা একেবারে ক্রিকেটে ক্ষমাকর অযোগ্য অপরাধ৷ বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার ঢাকা প্রিমিয়ার লিগে (DPL 2021) মহমেডান স্পোর্টিং ক্লাব বনাম প্রাইম ক্লাবের বিরুদ্ধে ম্যাচ হচ্ছিল৷ সেই ম্যাচ চলাকালীন তামিম ইকবাল ভুল করে ফেলেন৷ মহমেডান ইনিংসের ১৪ তম ওভারের সময় তামিন লং অনে ফিল্ডিং করছিলেন৷ ওভারের তৃতীয় বলে শাকিব আল হাসান নিজে খানিকটা রুম তৈরি করেন আর অফ স্পিনার নইম হসন লং অনে খেলেন৷

তামিম ইকবাল বাউন্ডারির ধারে বেশি নড়াচড়া করার দরকার ছিল না, আর শাকিব আল হাসান এর চেয়ে বেশি রান নিতেও পারতেন না৷ অভিজ্ঞ ক্রিকেটার বলটি ধরে ফেলেন কিন্তু যখন তিনি ছুঁড়বেন সেই বল সেই সময় বাউন্ডারি টপকে যান৷

সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷  তার বল ছুঁড়ে দেওয়ার সময় এভাবে বাউন্ডারি টপকে যাওয়া একদম ক্রিকেট শুরুর সময়ে যে ক্রিকেট পাঠ দেওয়া হয় সেটা অনুযায়ি কার্যত দণ্ডনীয় অপরাধ৷