Bangladesh Election Results 2024: বাংলাদেশে আওয়ামি ঝড়! চতুর্থ বারের মতো সরকার গড়ছেন মুজিবর কন্যা শেখ হাসিনা

বাংলাদেশ: টিকে থাকতে পারল না। বাংলাদেশে কার্যত আওয়ামি ঝড়ে উড়ে গেল বিরোধীরা। সব ঠিক থাকলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে চলেছে বঙ্গবন্ধু মুজিবর কন্যা শেখ হাসিনার আওয়ামি লিগ৷ সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ৩০০টি আসনের মধ্যে এখনও পর্যন্ত ২৬৭টি আসনের ফলাফল সামনে এসেছে৷ তার মধ্যে আওয়ামি লিগ পেয়েছে ১৯৯টি আসন৷ শাসকদলের পরেই সর্বোচ্চ আসন সংখ্যায় রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা৷ ৫৭টি আসনে জয় নির্দল প্রার্থীদের৷ অন্যদিকে, বিএনপি-র ঝুলিতে এখনও পর্যন্ত এসেছে মাত্র ১১টি আসন৷

রবিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ হয়। ৩০০টি সংসদীয় আসনের মধ্যে গতকাল ভোট হয় ২৯৯টি আসনে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে ভোট গ্রহণ স্থগিত ছিল। দিনভর ভোটগ্রহণ শেষে রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব মহম্মদ জাহাঙ্গির আলম ফল ঘোষণা করেন।

ভোররাতে জাহাঙ্গির মোট ২৯৮টি আসনের ফল ঘোষণা ভোট গণনার সমাপ্তি ঘোষণা করেন। তবে তখন পর্যন্ত সম্পূর্ণ তথ্য সরকারি ভাবে সামনে আসেনি।

আরও পড়ুন: ‘গোটা মাঠের দখল নেবে…’ ব্রিগেডে হুঙ্কার মীনাক্ষীর, তবে এল না স্পষ্ট কোনও বার্তা

বাংলাদেশ নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া কোটালিপাড়া) কেন্দ্র থেকে জয়ী হয়েছেন হাসিনা। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তাঁর প্রাপ্ত ভোটের ব্যবধান প্রায় আড়াই লক্ষ। ফলে তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিপুল অঙ্কের ব্যবধানে স্বভাবতই খুশি ক্ষমতাসীন আওয়ামি লিগ। আগামী ৫ বছরের জন্য ফের বাংলাদেশের ক্ষমতার রাশ থাকছে তাদের হাতেই।

আরও পড়ুন: সাদামাঠা পোশাক, বাইকে চড়েই ব্রিগেডে! মমতার ছবির সঙ্গে মীনাক্ষীর মিলের খোঁজ অনেকের

বাংলাদেশে মোট ৩০০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮টি রাজনৈতিক দলের ১ হাজার ৯৭০ জন প্রার্থী৷ তার মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন ৪৩৬ জন৷ কিন্তু, এই নির্দল প্রার্থীদের মধ্যে অধিকাংশই আওয়ামি লিগের বিক্ষুব্ধ নেতা৷ মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ৯৬ লক্ষ ৮৯ হাজার ২৮৯ জন৷