Tag Archives: Bangladesh Election 2024

Bangladesh Election 2023: “অভিনেত্রী ও সভানেত্রী আমার কাছে একই!” অপু বিশ্বাসের বিশেষ সাক্ষাৎকার

এবারও বাংলাদেশে নির্বাচনে জয়ী আওয়ামী লিগ৷ ৫বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা৷ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে খুবই ভাল সম্পর্ক অভিনেত্রী অপু বিশ্বাসের৷ তিনি নিজেও অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে পা রাখতে চান৷ নির্বাচনের ফল প্রকাশের পর তাঁর সঙ্গে কথা বললেন News18বাংলার পূজা বসু দত্ত৷

প্রশ্ন- জনপ্রিয় নায়িকা, entrepreneur-র পর কি এবার রাজনীতিবিদ?
উত্তর- হ্যাঁ৷ আমি মনে প্রাণে আমি বাংলাদেশ আওয়ামী লিগেই আছি৷

 

প্রশ্ন- ছবির জগতে তো এখনও অনেক কাজ বাকি, নিজের প্রোডাকশনে কাজ চলছে, তার মধ্যেই রাজনীতিকে কতটা সময় দিতে পারবেন?
উত্তর- একজন মহিলা অনেকদিক সামলাতে পারেন, আমিও পারব বলে আশা রাখি৷ রাজনীতির সঙ্গে অভিনয়ের কোনও দ্বন্দ্ব হবে না৷

 

প্রশ্ন- একজন রাজনীতিক হিসেবে নিজের যোগ্যতা কতটা বলে মনে করেন?
উত্তর- অভিনেত্রী ও সভানেত্রী আমার কাছে একই। পর্দায় যখন অভিনেত্রী হিসেবে কিছু করা সেটা মানুষের জন্যই করা। টিভিতে কিছু কথা বলছি সেটা মানুষের কাছেই পৌঁছায়। সভানেত্রীর দুঃখ তো একই জনমনে পৌঁছে যাওয়া।

আরও পড়ুনBangladesh Election 2024: ‘আমাদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু…’ ভোটের দিন ভারতকে দরাজ সার্টিফিকেট শেখ হাসিনার

 

প্রশ্ন- আওয়ামী লিগ নেত্রী, বাংলাদেশের ৫বার প্রধানমন্ত্রী হতে চলা শেখ হাসিনার সঙ্গে আপনার সম্পর্ক ভাল৷ রাজনীতিতে তিনিই কী আপনার আদর্শ?
উত্তর- আমাদের মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আমার আদর্শ। সঙ্গীতে তাঁর উৎসাহ , সংস্কৃতি ক্ষেত্রে তাঁর আগ্রহ অবদান এক কথায় অনবদ্য।

প্রশ্ন- কী কী শিখেছেন তাঁর কাছ থেকে?
উত্তর- সাংস্কৃতিক জগতের শিল্পী কলাকুশলীদের স্নেহশীল অভিভাবকের মতোই তিনি আগলে রাখেন। রাজনৈতিক অঙ্গনে অভিনয় জীবনে তাকেই অনুসরণ করি।

 

প্রশ্ন- ফিল্মের জগৎ থেকে অনেকেই এবার বাংলাদেশের নির্বাচনে জিতলেন৷ ফিরদৌস রয়েছেন তাঁদের মধ্যে৷
উত্তর- ফেরদৌস ভাই এর জন্য এবার আমি সরাসরি নির্বাচনের প্রচারে অংশ নিয়েছি। তিনি আমার খুব কাছের মানুষ৷ খুব খুশির ওঁর জয়৷ তবে তাঁর মানে আমি এখন রাজনীতিতে যোগদান করছি এমনটা নয়। মনে প্রাণে আমি বাংলাদেশ আওয়ামী লিগেই আছি।

প্রশ্ন- একজন মানুষের চারিত্রিক গঠনে রাজনীতির কতটা ভূমিকা থাকে বলে আপনি মনে করেন?
উত্তর- খুবই গুরুত্বপূর্ণ৷ নিজ নিজ চরিত্র গঠনে রাজনীতির ভূমিকা অনস্বীকার্য৷

Bangladesh Election: শেখ হাসিনা ফের বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেই খবরে জলপাইগুড়ির গ্রামে যা ঘটল, অবিশ্বাস্য!

জলপাইগুড়ি: প্রতিবেশী দেশ তথা বাংলাদেশের সাধারণ নির্বাচনের ফলের প্রভাব পড়ল এপার বাংলাতেও। বাদ যায় নি জলপাইগুড়ি শহরও। শেখ হাসিনার জয়ের ফল ঘোষণার পর থেকেই আনন্দে মেতে উঠেছে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকা চাউল হাটির তশর পাড়ার বাসিন্দারা। অকাল আবির খেলায় মাতলেন তারা। ভারতের পতাকা হাতে নিয়ে আবির খেলার মধ্য দিয়ে বাংলাদেশের জয়কেও উদযাপন করতে দেখা গেল সেখানে।

রাজনৈতিক হিংসার মধ্যেও বাংলাদেশে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবেই মিটেছে। নির্বাচনের আগে সারাদেশে হিংসা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে, প্রধান বিরোধী দল তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (BNP) এই নির্বাচন বয়কট করায় চতুর্থ বারের মতো শেখ হাসিনার জয় সম্ভাব্য ছিলই। আর এই নির্বাচনের ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই আনন্দে মেতে ওঠে জলপাইগুড়ি বড় সংলগ্ন এলাকার মানুষেরাও।

আরও পড়ুন: ‘কুণাল ঘোষের সঙ্গে বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছে’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে তুঙ্গে শোরগোল

শেখ হাসিনার জয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর এবং মজবুত হবে বলেই মনে করছেন এপার বাংলার মানুষেরা। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই সীমান্ত গ্রামে সোমবার সকাল থেকেই উৎসবের আমেজ।নতুন প্রজন্মের সঙ্গে গ্রামের মানুষ আবির খেলায় মেতে ওঠে এদিন।আনন্দ উৎসবের কারন জানাতে গিয়ে গ্রামের যুবক পুলক রায় বলেন, “প্রতিবেশী দেশে পুনরায় ভারতের বন্ধু সরকার ক্ষমতায় আসার খবর পেয়েই সবাই মিলে এই আনন্দ উৎসবের সঙ্গে আবির খেলায় মেতে উঠেছি আমরা।”

আরও পড়ুন: রাজ্যের পড়ুয়াদের জন্য বিরাট ঘোষণা মমতার! আজ থেকে চালু যোগ্যশ্রী!

প্রসঙ্গত, শেখ হাসিনা অনেক আগেই ভারতকে বাংলাদেশের “বিশ্বস্ত বন্ধু” হিসেবে সম্বোধন করেছেন। হাসিনার এই জয় সেই বন্ধুত্বকেই আরও এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

—– সুরজিৎ দে

North Dinajpur News: বাংলাদেশের ভোটে প্রভাব রাধিকাপুরের ইমিগ্রেশন চেকপোস্টে

উত্তর দিনাজপুর: বাংলাদেশে ভোট হলেও, পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর সীমান্ত এলাকার বাসিন্দাদের মনে কোনও মাথাব্যথা নেই। কারণ একটাই এখানে আন্তর্জাতিক সীমানা থাকলেও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত কোনও সড়ক পথ এখানে চালু হয়নি। তবে এখানকার মানুষদের এই ভোটে একটাই প্রভাব দেখা যায় সেটা হল ইমিগ্রেশন চেকপোস্ট।

বাংলাদেশের ভোটের দরুন বাংলাদেশের নাগরিকরা ভারতে আসতে পারছেন এবং ভারতের নাগরিকরা বাংলাদেশে যেতে পারছে না। প্রতিদিন বাংলাদেশ থেকে বহু মানুষ এপারে আসেন তাদের বৈধ পাসপোর্ট নিয়ে । এছাড়াও ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে তারা আবার চলে যান বাংলাদেশ। কিন্তু বর্তমানে সেই ইমিগ্রেশন চেকপোস্টে বাংলাদেশের ভোটের দরুন বাংলাদেশের নাগরিকরা ভারতে আসতে পারছেন এবং ভারতের নাগরিকরা বাংলাদেশে যেতে পারছে না।

আরও পড়ুন, রেকর্ড-জয় হাসিনার! বাংলাদেশে ফের নৌকোর জয়যাত্রা! সর্বশেষ রিপোর্টে ৯৫ আসনে জয়ী আওয়ামি লিগ ও শরিক দল!

এদিকে রাধিকাপুর এলাকার বাসিন্দা তথা জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি জানান, বাংলাদেশে আজ ভোট হলেও এবারে রাধিকাপুরে বাসিন্দাদের কাছে ভোট নিয়ে তেমন কোন মাথা ব্যথা নেই অন্যান্য দিন যেমন তারা কৃষিকাজ বা অন্যান্য কাজে ব্যস্ত থাকেন আজও সমান ভাবে একক ভাবে তারা ব্যস্ত। জেলায় একমাত্র ইমিগ্রেশন চেকপোস্ট রাধিকাপুরে থাকলেও সীমান্ত সিল হওয়ায় আজ এই চেকপোস্ট দিয়ে যাতায়াত করতে দেখা যায়নি বাংলাদেশের কোন নাগরিকদের।

ভারত বাংলাদেশ এর মধ্যে পন্যবাহী ট্রেন অন্যান্য দিন চলাচল করলেও আজ দেখা যায়নি এই ট্রেন চলাচল করতে এই সীমান্ত দিয়ে।৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিপুল ভোটে জয়ী হয়েছে আওয়ামি লিগ। ভোটকে ঘিরে কড়া নিরাপত্তা চলছে উত্তর দিনাজপুর জেলার সীমান্তবর্তী।

পিয়া গুপ্তা

Bangladesh Election Results 2024: বাংলাদেশে আওয়ামি ঝড়! চতুর্থ বারের মতো সরকার গড়ছেন মুজিবর কন্যা শেখ হাসিনা

বাংলাদেশ: টিকে থাকতে পারল না। বাংলাদেশে কার্যত আওয়ামি ঝড়ে উড়ে গেল বিরোধীরা। সব ঠিক থাকলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে চলেছে বঙ্গবন্ধু মুজিবর কন্যা শেখ হাসিনার আওয়ামি লিগ৷ সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ৩০০টি আসনের মধ্যে এখনও পর্যন্ত ২৬৭টি আসনের ফলাফল সামনে এসেছে৷ তার মধ্যে আওয়ামি লিগ পেয়েছে ১৯৯টি আসন৷ শাসকদলের পরেই সর্বোচ্চ আসন সংখ্যায় রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা৷ ৫৭টি আসনে জয় নির্দল প্রার্থীদের৷ অন্যদিকে, বিএনপি-র ঝুলিতে এখনও পর্যন্ত এসেছে মাত্র ১১টি আসন৷

রবিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ হয়। ৩০০টি সংসদীয় আসনের মধ্যে গতকাল ভোট হয় ২৯৯টি আসনে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে ভোট গ্রহণ স্থগিত ছিল। দিনভর ভোটগ্রহণ শেষে রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব মহম্মদ জাহাঙ্গির আলম ফল ঘোষণা করেন।

ভোররাতে জাহাঙ্গির মোট ২৯৮টি আসনের ফল ঘোষণা ভোট গণনার সমাপ্তি ঘোষণা করেন। তবে তখন পর্যন্ত সম্পূর্ণ তথ্য সরকারি ভাবে সামনে আসেনি।

আরও পড়ুন: ‘গোটা মাঠের দখল নেবে…’ ব্রিগেডে হুঙ্কার মীনাক্ষীর, তবে এল না স্পষ্ট কোনও বার্তা

বাংলাদেশ নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া কোটালিপাড়া) কেন্দ্র থেকে জয়ী হয়েছেন হাসিনা। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তাঁর প্রাপ্ত ভোটের ব্যবধান প্রায় আড়াই লক্ষ। ফলে তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিপুল অঙ্কের ব্যবধানে স্বভাবতই খুশি ক্ষমতাসীন আওয়ামি লিগ। আগামী ৫ বছরের জন্য ফের বাংলাদেশের ক্ষমতার রাশ থাকছে তাদের হাতেই।

আরও পড়ুন: সাদামাঠা পোশাক, বাইকে চড়েই ব্রিগেডে! মমতার ছবির সঙ্গে মীনাক্ষীর মিলের খোঁজ অনেকের

বাংলাদেশে মোট ৩০০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮টি রাজনৈতিক দলের ১ হাজার ৯৭০ জন প্রার্থী৷ তার মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন ৪৩৬ জন৷ কিন্তু, এই নির্দল প্রার্থীদের মধ্যে অধিকাংশই আওয়ামি লিগের বিক্ষুব্ধ নেতা৷ মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ৯৬ লক্ষ ৮৯ হাজার ২৮৯ জন৷

Bangladesh Election Results 2024: রেকর্ড-জয় হাসিনার! বাংলাদেশে ফের নৌকোর জয়যাত্রা! সর্বশেষ রিপোর্টে ৯৫ আসনে জয়ী আওয়ামি লিগ ও শরিক দল!

ঢাকা : বাংলাদেশে বিএনপি-জামাতের সন্ত্রাস রুখে ফের বিপুল সমর্থন নিয়ে সরকার গঠনের পথে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। রবিবার সন্ধে সাড়ে ৭টার পরই ভোটের ফলাফল প্রকাশ্যে আসতে শুরু করে।

বাংলাদেশ নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া কোটালিপাড়া) কেন্দ্র থেকে জয়ী হয়েছেন হাসিনা। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তাঁর প্রাপ্ত ভোটের ব্যবধান প্রায় আড়াই লক্ষ। ফলে তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিপুল অঙ্কের ব্যবধানে স্বভাবতই খুশি ক্ষমতাসীন আওয়ামি লিগ। আগামী ৫ বছরের জন্য ফের বাংলাদেশের ক্ষমতার রাশ থাকছে তাদের হাতেই।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ বেসরকারি ফলাফল বলছে, আওয়ামি লিগ ও শরিক দলের প্রার্থী জয়ী হয়েছেন ৯৫আসনে। জাতীয় পার্টি ৭ স্বতন্ত্র 2৬ অন্যান্য ০। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনের মধ্যে তিনটিতে নৌকা ও একটিতে লাঙ্গল প্রতীকের প্রার্থী জয়ী হয়েছেন। অন্যদিকে সিলেটে পাঁচ‌টিতে আওয়ামি লিগ ও একটিতে স্বতন্ত্র দলের প্রার্থী জয়ী হয়েছেন। রোববার রাত সোয়া ১টার দিকে রিটার্নিং আধিকারিক সূত্রে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা হয়েছে।

ক্রিকেটার শাকিব এখন নেতা! রাজনীতিতে নেমেই চড় কষালেন ভক্তকে, শুরুতেই বিতর্ক!

শেখ হাসিনার দল আওয়ামি লিগের প্রার্থী হয়েছিলেন শাকিব আল হাসান৷ বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার, বাংলাদেশের ক্যাপ্টেন এবার নেতা।
শেখ হাসিনার দল আওয়ামি লিগের প্রার্থী হয়েছিলেন শাকিব আল হাসান৷ বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার, বাংলাদেশের ক্যাপ্টেন এবার নেতা।
শাকিব বলেই দিয়েছিলেন, তিনি জিতছেন! কত ভোটে জিতছেন তা নিয়েই চিন্তা ছিল তাঁর। শাকিব জিতলেন বিপুল ভোটে।  সাকিব মাগুরা-১ আসন থেকে বিপুল ভোটে জিতলেন তিনি।
শাকিব বলেই দিয়েছিলেন, তিনি জিতছেন! কত ভোটে জিতছেন তা নিয়েই চিন্তা ছিল তাঁর। শাকিব জিতলেন বিপুল ভোটে। সাকিব মাগুরা-১ আসন থেকে বিপুল ভোটে জিতলেন তিনি।
বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে সাংসদ হলেন তিনি। এর আগে নৈমুর এহসান দুর্জয় এবং মাশরফি মোর্তাজা সাংসদ হয়েছিলেন।
বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে সাংসদ হলেন তিনি। এর আগে নৈমুর এহসান দুর্জয় এবং মাশরফি মোর্তাজা সাংসদ হয়েছিলেন।
শাকিব কিন্তু ক্রিকেট খেলা ছাড়ছেন না এখনই। তিনি রাজনীতি ও ক্রিকেট একসঙ্গে সামলাবেন। ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়র লিগ। সেখানে রংপুর রাইডার্সের ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে তাঁকে।
শাকিব কিন্তু ক্রিকেট খেলা ছাড়ছেন না এখনই। তিনি রাজনীতি ও ক্রিকেট একসঙ্গে সামলাবেন। ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়র লিগ। সেখানে রংপুর রাইডার্সের ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে তাঁকে।
মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে লড়েছেন শাকিব। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন চারজন। বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়।
মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে লড়েছেন শাকিব। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন চারজন। বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়।
১,৮৫,৩৮৮টি ভোট পেয়েছেন শাকিব। ৫,৯৯৪ ভোট পেয়েছেন কাজী রেজাউল হোসেন। অর্থাৎ শাকিব জিতেছেন বিপুল ভোটে।
১,৮৫,৩৮৮টি ভোট পেয়েছেন শাকিব। ৫,৯৯৪ ভোট পেয়েছেন কাজী রেজাউল হোসেন। অর্থাৎ শাকিব জিতেছেন বিপুল ভোটে।
তবে জয়ের পরও বিতর্কে জড়ালেন শাকিব। রাজনীতির মাঠে নেমে মানুষের ধাক্কাধাক্কি সামলাতে হচ্ছে শাকিবকে। মানুষের ভিড় সব সময় ঘিরে থাকছে তাঁকে। কিছু সময়ে তিনি বিরক্ত হচ্ছেন। এদিন যেমন মেজাজ হারিয়ে এক ভক্তকে কষিয়ে চড় মারেন শাকিব।
তবে জয়ের পরও বিতর্কে জড়ালেন শাকিব। রাজনীতির মাঠে নেমে মানুষের ধাক্কাধাক্কি সামলাতে হচ্ছে শাকিবকে। মানুষের ভিড় সব সময় ঘিরে থাকছে তাঁকে। কিছু সময়ে তিনি বিরক্ত হচ্ছেন। এদিন যেমন মেজাজ হারিয়ে এক ভক্তকে কষিয়ে চড় মারেন শাকিব।

Bangladesh Election 2024: ভোট দিতে এসে বাবার নাম ভুলে গেলেন! ভোটারের কাণ্ডে হইচই বাংলাদেশে

ঢাকা: বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে হিংসার আবহ। ইতিমধ‍্যেই সম্পূর্ণ হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। শুরু হয়েছে গণণার কাজ। সকাল থেকেই ভোট গ্রহণকে কেন্দ্র করে জায়গায় জায়গায় অশান্তির আবহ বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে।

তবে, এই অশান্তির মাঝেই সিটি কলেজে ৩৩ নং কেন্দ্রে ঘটেছে একটি অদ্ভুত ঘটনা। ভোট দিতে এসে বাবার নাম ভুলে গেলেন ভোটদাতা। বাংলাদেশের একটি জাতীয় সংবাদমাধ‍্যমের খবর অনুযায়ী, সিটি কলেজে ৩৩ নং কেন্দ্রে দুপুর ২ টা ৩০ মিনিটে এই দৃশ‍্য ধরা পড়ে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোটগ্রহণকারী অফিসার এক ব‍্যক্তিকে প্রথমে তাঁর নাম জিজ্ঞেস করেন। পরে তাঁর বাবার নাম জিজ্ঞেস করেন। তারপরেই দেখা যায় বাবার নাম বলতে পারছেন না ওই ব‍্যক্তি।

আরও পড়ুন: শাসক দলের সমর্থককে কুপিয়ে খুন! ভোটের সকালে আরও উত্তপ্ত বাংলাদেশ

এসবের মাঝেই বিভিন্ন কেন্দ্রে হিংসাত্মক ঘটনারও খবর পাওয়া গিয়েছে। খোদ শিল্পমন্ত্রীর ছেলের বিরুদ্ধে উঠল ‘জাল ভোট’ দেওয়ার অভিযোগ! স্থানীয় সংবাদ সংস্থার খবর সূত্রে জানা যাচ্ছে ঘটনাটি ঘটেছে নরসিংদি-৪ আসনের একটি পোলিং বুথে। ইতিমধ্যেই ওই কেন্দ্রের ভোট বাতিল করেছে কমিশন।

পাশাপাশি, গোপালপুরে উপজেলায় একটি ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার-সহ ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। বাংলাদেশের প্রথম সারীর একটি সংবাদমাধ‍্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই ঘটনায় দুর্বৃত্তদের হামলায় তিন আনসার সদস্য আহত হন।

Bangladesh Election 2024: বেসরকারি ফলে ২ লক্ষের বেশি ভোটে জয়ী শেখ হাসিনা, বাংলাদেশে নৌকার বিজয়রথ

ঢাকা: বাংলাদেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশিত হতে শুরু করেছে৷ প্রথমেই খবর মিলেছে, বেসরকারি মতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের কেন্দ্র ঢাকা প্রশাসনিক বিভাগের অন্তর্গত গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ ৩ আসনে ২ লক্ষ ৪৯ হাজার ৯৬২ ভোটে জয় লাভ করেছেন৷ উল্লেখ্য, তিনিই আওয়ামী লিগের সভাপতি৷

রবিবারই ছিল বাংলাদেশের ভোটগ্রহণ প্রক্রিয়া৷ সেই ভোটগ্রহণ প্রক্রিয়ার শেষে রবিবার বিকেলের পর থেকেই শুরু হয় ভোটগ্রহণ প্রক্রিয়া৷ খবর পাওয়া গিয়েছে, গোপালগঞ্জ ৩ আসনের মোট কেন্দ্র ১০৮৷ সব কেন্দ্রেই বেসরকারি ভাবে ঘোষণা করা হয়েছে ফলাফল৷ সেখানে দেখা গিয়েছে, হাসিনা মোট ২ লক্ষ ৪৯ হাজার ৯৬২টি ভোট পেয়েছেন৷ অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ আবুল কালাম (আম-এমপিপি) পেয়েছেন মাত্র ৪৬০ ভোট৷

এ ছাড়া যে ফলাফলগুলি এসেছে, তাতে দেখা গিয়েছে, মেহেরপুর ১ আসনে আওয়ামী লিগ মনোনীত প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জয় পেয়েছেন৷ বেসরকারি ভাবে তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ৯৪ হাজার ৩০৩৷ অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মান্নান পেয়েছেন ৫৭ হাজার ৬৮২ ভোট৷

মেহেরপুর ২ আসনে নৌকা চিহ্নের প্রার্থী আবু সালেহ মহম্মদ নাজমুল হক বেসরকারি ভাবে ৭২ হাজার ৭২৮ ভোট পেয়ে জয় পেয়েছেন৷ শেরপুর ২ আসনে জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন৷ তিনি পেয়েছেন মোট ২ লক্ষ ১২ হাজার ১৪২ ভোট৷

বাংলাদেশে ক্ষমতায় কে আসবে! তাকিয়ে এদেশের ব্যবসায়ীরা

মালদহ: বাংলাদেশে চলছে সাংসদ নির্বাচন। এই নির্বাচনের ওপর অনেকটাই নির্ভর করছে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি, রফতানি সম্পর্ক।

দুই দেশের অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি করতে আমদানি রফতানি ব্যাপক ভূমিকা পালন করে থাকে। তাই তো বাংলাদেশের সাংসদ নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে মালদহের রফতানিকারিরা।

বাংলাদেশের নির্বাচনে যেই জয়ী হোক না কেন ভারতের রফতানিকারকেরা চাইছেন দক্ষ প্রশাসক আসুক। মালদহের মহদীপুরে রয়েছে আন্তর্জাতিক স্থল বন্দর। মালদহের এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে ৪০০ টি লড়ি পণ্য নিয়ে নিয়ে যায়।

আরও পড়ুন- এক মুহূর্তে সব শেষ! গঙ্গাসাগরে আর করা হল না পূণ্যস্নান, মৃত্যু হল পূণ্যার্থীর

এক সময় এই স্থলবন্দর দিয়ে মূলত পাথর, পেঁয়াজ ও কিছু খাদ্য সামগ্রী রফতানি হত। তবে সময়ের সঙ্গে দুই দেশের সরকারের সহযোগিতায় অনেকটাই কদর বেড়েছে ভারতের মহদিপুর ও বাংলাদেশের সোনা মসজিদ বন্দরের।

বর্তমানে এই বন্দর দিয়ে আমদানি রফতানি দুটোই হচ্ছে। দুই দেশের বহু মানুষ এখন এই আন্তর্জাতিক স্থল বন্দরের উপর নির্ভরশীল। বর্তমানে এই বন্দর দিয়ে প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয় কোটি টাকার পণ্য আদান-প্রদান হয়ে থাকে।

এর থেকে ভারত ও বাংলাদেশের অর্থনীতি অনেকটাই মজবুত হচ্ছে। এই বন্দর থেকে অর্থনীতি অনেকটা মজবুত হওয়ায় দুই দেশ এখন এই বন্দরের ওপর বিশেষ নজর দিচ্ছে। ভারতের রফতানিকারকেরা চাইছেন মহদিপুর স্থল বন্দরকে আরও গুরুত্ব দিক বাংলাদেশ। তাই এই সাংসদ নির্বাচন অনেকটাই গুরুত্বপূর্ণ।

এদেশের রফতানিকারকেরা চাইছেন আরও বেশি করে বিভিন্ন রকমের পণ্য বাংলাদেশ সরকার এই বন্দর দিয়ে আদান প্রদান করতে আগ্রহী হোক। এতে করে অন্যান্য বন্দরগুলির মতন মহদিপুর বন্দরেরও গুরুত্ব আরও বেশি বৃদ্ধি পাবে।

আরও পড়ুন- বাংলাদেশে চলছে ভোট, পেট্রাপোলে উধাও প্রতিদিনের চেনা ছবি 

মধুপুর এক্সপার্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসূন ঘোষ বলেন, আমরা চাইছি বাংলাদেশের দক্ষ প্রশাসক বসুক। অন্যান্য আন্তর্জাতিক বন্দর গুলোর মতন মহদিপুর স্থলবন্দরের গুরুত্ব বাড়ুক।

আরও বেশি করে পণ্য আদান-প্রদান যেন করা যায়। সেই বিষয়টিতে যেন নতুন সরকার নজর দেয় এটিই আমরা চাই। এতে করে দুই দেশের অর্থনীতি আরও বেশি চাঙ্গা হবে।

হরষিত সিংহ

Bangladesh Election 2024: জেলার উন্মুক্ত সীমান্তে কড়া নজরদারির ব্যবস্থা! দেখে নিন

দক্ষিণ দিনাজপুর: বাংলাদেশের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্ত এলাকাগুলির নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে। পাশাপাশি কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সীমান্ত রক্ষী বাহিনীকে।

দক্ষিণ দিনাজপুর জেলার তিনদিকেই বাংলাদেশ সীমান্ত রয়েছে। জেলায় মোট ২৫২ কিলোমিটার বাংলাদেশ সীমান্তের মধ্যে এখনও প্রায় ৩০ কিলোমিটারেরও বেশি সীমানা উন্মুক্ত রয়েছে। এর ফলে বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত সীমান্ত রক্ষী বাহিনীকে সতর্ক করা হয়েছে ইতিমধ্যেই।

আরও পড়ুন: বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তে থমকে গাড়ি! মাথায় হাত ব্যবসায়ীদের

পাশাপাশি বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে ভারত-বাংলাদেশ সীমান্তে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পক্ষ থেকে সীমান্তবর্তী জেলাগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সিল করে দেওয়া হয়েছে ভারত-বাংলাদেশ সংলগ্ন সমস্ত সীমান্ত।

আরও পড়ুন: কাদাতে এ কোন প্রাণীর পায়ের ছাপ! আতঙ্কে এলাকাবাসি

দুই দেশের মধ্যে স্থলপথে আন্তর্জাতিকস্তরে বাণিজ্য হবে না বলে জানানো হয়েছে। ভোট চলাকালীন টহলদারি আরও বাড়ানোর কথা বলা হয়েছে বিএফএফের পক্ষ থেকে। বাংলাদেশের নির্বাচন চলাকালীন সেখানে অপরাধ করে কোন ব্যক্তি সীমান্ত পেরিয়ে এই দেশে প্রবেশ করতে না পারে সেজন্যে বিএসএফকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিএসএফ এর পক্ষ থেকে জানা  গিয়েছে, সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তে বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়াও টহলদারী বাড়ানো হয়েছে।”

সুস্মিতা গোস্বামী