পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর ভারত সফরেও ভাল ফলের বিষয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। পাকিস্তানের বিরুদ্ধে যে পারফরম্যান্স করেছে বাংলাদেশ দল, তা ভারতের মাটিতে করে দেখাতে মরিয়া বাংলা টাইগার্সরা।

Bangladesh vs Pakistan: পাকিস্তানের ঘরে ঢুকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ,নতুন ইতিহাস লিখলেন শাকিব-লিটনরা

চতুর্থ দিনের শেষেই বোঝা গিয়েছিল মঙ্গলে নতুন ইতিহাস লিখতে চলেছে বাংলাদেশ ক্রিকেট দল। আর সেই মতই পাকিস্তানকে লজ্জার হারের স্বাদ দিয়ে টেস্ট সিরিজ জিতল বাংলা টাইগার্সরা। শান মাসুদের পাকিস্তানকে ইতিহাসে প্রথমবার হোয়াইট ওয়াশ করল শান্টো-শাকিব-লিটনরা। ৬ উইকেটে দ্বিতীয় টেস্ট ও সিরিজ দুই জিল বাংলাদেশ।

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জয়ের পর অনেকেই মনে করেছিল তা অঘটন। তবে তা যে নিছক কোনও ফ্লুক ছিল না তা দ্বিতীয় টেস্টে বুঝিয়ে দিল বাংলা টাইগার্সরা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবথেকে বড় জয়টা পেল বাংলাদেশ। পঞ্চম দিনে বাংলাদেশের ম্যাচ জিততে দরকার ছিল ৪৩ রান। হাতে ছিল ১০টি উইকেট। শেষ দিনে ৪ উইকেট হারিয়ে সহজেই সেই রান তুলে ফেলল বাংলাদেশ।

ম্যাচে প্রথম ইনিংসে ২৭৪ রান করে পাকিস্তান। জবাবে প্রথম ইনিংসে প্রাথমিক ধাক্কা সামলে লিটন দাসের শতরান ও মেহেদি হাসান মিরাজের লড়াকু অর্ধশতরানের সৌজন্য সম্মানজনক স্কোর করে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১২ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ভরাডুবি হয় পাকিস্তানের। মাত্র ১৭২ রানে অলআউট হয়ে যায় পাক দল। বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ১৮৫ রান।

রান তাড়া করতে নেমে বৃষ্টি বিঘ্নিত চতুর্থ দিনের শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৪২। পঞ্চম দিনে ওপেনিং জুটিতে ৫৮ রানের পার্টনারশিপ করেন জাকির হাসান ও শাদমান ইসলাম। এরপর ৫৮ ও ৭০ রানে পরপর দুটি উইকেট পড়ে বাংলাদেশের। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্টো ও মমিনুল হক ৫৭ রানের পার্টনারশিপ করে দলের জয় একপ্রকার নিশ্চিত করে দেন।

আরও পড়ুনঃ দল থেকে বাদ রোহিত শর্মা! গৌতম গম্ভীরের অবাক করা সিদ্ধান্ত! জানুন বিস্তারিত

এরপর শান্টো ও মমিনুল আউট হলেও মুশফিকুর রহিম ও শাকিব আল হাসান অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। ৭০ বছরে দ্বিতীয় বার ঘরের মাঠে হোয়াইটওয়াশ হল পাকিস্তান। ২০২২-২৩ মরসুমে পাকিস্তানের মাটিতে বাবর আজ়মদের হারিয়ে দিয়েছিল ইংল্যান্ড। এবার পাকিস্তান চুনকাম করল বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ই জয় বাংলাদেশের আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের।