হুগলী-চুঁচুড়া পৌরসভা

Hooghly Chinsurah Municipality: চুঁচুড়ার পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা! পিছনে কারা জানেন?

হুগলি: আরজি কর কাণ্ড নিয়ে একদিকে যখন উত্তাল শাসক শিবির সেই সময় শাসকদলের পুরবোর্ডের প্রতি অনাস্থা নিয়ে এলো পুরসভারই অন্যান্য কাউন্সিলর ও পুরো সদস্যরা। এই মর্মে একটি অনাস্থা পত্র জমা পড়ে হুগলী চুঁচুড়া পুরসভায়। রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যে এই ধরনের অনাস্থা পত্র আবারো কিছুটা ব্যাক ফুটে ঠেলে দিল হুগলি-চুঁচুড়া পুরসভা কে।

আরও পড়ুন: জয়নগরের মোয়া হাবে সুখবর, আসছে ইতালির অত্যাধুনিক প্যাকেজিং মেশিন

পুরসভার সূত্রে খবর, সোমবার সকালে পুরসভার পুরপ্রধান অমিত রায় এর কাছে পুরসভারই অন্যান্য কাউন্সিলর মিলে একটি অনাস্থা পত্র জমা দেয়। যার বক্তব্য, দীর্ঘকাল যাবত পুরসভার কর্মীদের সঠিক সময় বেতন দেওয়া হচ্ছে না। শহরের রাস্তাঘাট সর্বত্র বেহাল অবস্থা। তাই পুরসভার পুরপ্রধানের উপরে আস্থা রাখতে পারছেন না পুরসভারই অন্যান্য সদস্যরা। মোট ১৮ জনের স্বাক্ষর সমেত একটি অনাস্থা পত্র জমা পড়ে এই দিন পুরসভায়।

এই বিষয়ে বলতে গিয়ে পুরপ্রধান অমিত রায় নাম না করে সরাসরি আক্রমণ করেন তাদেরই দলের বিধায়ক অসিত মজুমদারের দিকে। তার দাবি, বিধায়কের মদতেই এই সমস্ত কাজ হচ্ছে। যা সম্পূর্ণ দল বিরোধী। তবে যারা এই অনাস্থা আনতে চাইছে তারা কেউ পুরসভার ভালোর জন্য নয় নিজের স্বার্থসিদ্ধি করার জন্যই কাজ করছে। তবে অনাস্থাপত্র দিলেই তা গ্রহণ হয় না। এই বিষয়ে দল যা সিদ্ধান্ত নেবে সেই ভাবেই হবে।