Shanto Khan Death: অশান্ত বাংলাদেশ! শ্রাবন্তীর নায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা, মৃত্যু অভিনেতার বাবারও

ঢাকা: সারা বাংলাদেশ জুড়ে অশান্ত আবহাওয়া। সোমবারই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা। প্রতিবেশী দেশ থেকে এসে চলেছে একের পর এক দুঃসংবাদ। তার মাঝেই আরও এক খারাপ খবর। সেখানকার চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে চিত্রনায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে এসে পিতা-পুত্র জনরোষে পড়েন। সেখানে পিস্তল থেকে গুলি করে উদ্ধার হয়ে আসতে পারলেও পার্শ্ববর্তী বাগাড়া বাজারে এসে ফের জনতার মুখোমুখি হব তাঁরা। সেখানেই গুণপিটুনিতে নিহত হন সেলিম এবং তাঁর ছেলে শান্ত।

আরও পড়ুন: সলমনকে প্রাণে মারতে নয়! অন্য উদ্দেশ্যে গুলি ছোড়া হয়! আসল কথা ফাঁস অভিযুক্তের

আরও পড়ুন: ‘…আমাকে নষ্ট করে দিয়েছে’! করিনার বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক, ২ জনের মধ্যে কী হয়

সেলিম ছিলেন শাপলা মিডিয়ার কর্ণধার। দেব, জিৎ, বনির মতো অভিনেতাদের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ‘পিয়া রে’ ছবির নায়ক ছিলেন শান্ত। কাজ করেছিলেন কৌশানি মুখোপাধ্যায়ের সঙ্গেও। কয়েকদিন পরেই সেই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল।

সেলিম এবং শান্তর মৃত্যুর বিষয়ে দেব বলেছেন, “গতকাল রাতে দুঃসংবাদটা পেয়েছি৷ প্রথমে শুনে বিশ্বাসই হচ্ছিল না৷ গোটা বাংলাদেশ খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে৷ আমার খুব প্রিয় একটা জায়গা৷ বাংলাদেশিদের মতো শান্তিপ্রিয় মানুষ খুব কম দেখেছি৷ বাংলাদেশে যেন শান্তি ফিরে আসে, এই প্রার্থনা করি৷ সবার কাছে এটাই আবেদন৷”