বাংলাদেশী যুবককে দেশে ফেরাল বিএসএফ৷

ছেলের মতো আগলে রেখেছিলেন ভারতীয় মা,পথভোলা বাংলাদেশী যুবককে নিয়ে কী করল বিএসএফ?

ডোমকল: ভারত বাংলাদেশের ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে নিজের বাড়ি ফিরলেন মানসিক ভারসাম্যহীন এক বাংলাদেশী নাগরিক। বিএসএফের উদ্যোগে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে  ফ্ল্যাগ মিটিং করে পরিবারের হাতে তুলে দেওয়া হয় ওই যুবককে। ছেলেকে ফিরে পেয়ে খুশি পরিবারের সকলেই।

বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাসিন্দা ২৩ বছরের মহম্মদ নান্টু। মানসিক ভারসাম্যহীন হওয়ায় গত ২ জানুয়ারি ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে মুর্শিদাবাদের ডোমকলে চলে আসে সে। স্থানীয়দের চোখে পড়ায় ওই যুবককে উদ্ধার করে। ডোমকল থানার আমিনাবাদ ফুলতলার এলাকায় বাসিন্দা সাগরি বিবি নামে এক মহিলা ছেলের মতো তাঁকে বাড়িতে নিয়ে গিয়ে যত্নে রাখেন।

আরও পড়ুন: কামাসক্তি নয়, ভালবাসা! নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত প্রেমিককে জামিন দিল আদালত

অন্যদিকে ডোমকল থানায় খবর দেওয়া হলে ওই যুবকের পরিবারের সন্ধানে খোঁজ নেওয়া শুরু হয়। সংবাদমাধ্যমে ওই যুবকের নিখোঁজ সংবাদ দেখে পরিবারের লোকেরা যোগাযোগ করে। এরপরেই বিএসএফের উদ্যোগে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে পরিবারের হাতে তুলে দেওয়া হয় ওই যুবককে। সীমান্ত পেরিয়ে ফের নিজের বাড়ি ফিরে যায় নান্টু।

আশ্রয়দাতা সাগরি বিবি বলেন, ‘ছেলেটা কটা দিন আমার কাছেই ছিল। নিজের ছেলের মতোই ছিল। ও নিজের পরিবারের কাছে ফিরে গেল জেনে খুব ভাল লাগছে।’ বাংলাদেশের সমাজসেবী মহম্মদ নিজামুদ্দিন বলেন, ‘সংবাদমাধ্যমে ওই যুবকের ছবি দেখে বিএসএফ-এর সঙ্গে আমরা যোগাযোগ করি।  ওই ছেলেটিরকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে খুব ভাল লাগছে।’