Bank Holidays: আগামিকাল লোকসভা ভোটের ফল প্রকাশ, ভোটের মতো এদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে কি ? জেনে নিন

৪ জুন কী ব্যাঙ্ক বন্ধ থাকবে? বেশিরভাগ গ্রাহকদের মনেই এখন এই প্রশ্ন ঘোরাফেরা করছে। কারণ ৪ জুন ২০২৪ লোকসভা ভোটের ফলপ্রকাশ। এবার সাত দফায় নির্বাচন হয়েছে। নির্বাচনের দিন সেই এলাকার ব্যাঙ্ক বন্ধ ছিল। তাহলে ৪ জুন ফলপ্রকাশের দিনও কী ব্যাঙ্ক বন্ধ থাকবে? না, ৪ জুন মঙ্গলবার অন্যান্য দিনের মতোই নিয়মিত কাজ হবে ব্যাঙ্কে।
৪ জুন কী ব্যাঙ্ক বন্ধ থাকবে? বেশিরভাগ গ্রাহকদের মনেই এখন এই প্রশ্ন ঘোরাফেরা করছে। কারণ ৪ জুন ২০২৪ লোকসভা ভোটের ফলপ্রকাশ। এবার সাত দফায় নির্বাচন হয়েছে। নির্বাচনের দিন সেই এলাকার ব্যাঙ্ক বন্ধ ছিল। তাহলে ৪ জুন ফলপ্রকাশের দিনও কী ব্যাঙ্ক বন্ধ থাকবে? না, ৪ জুন মঙ্গলবার অন্যান্য দিনের মতোই নিয়মিত কাজ হবে ব্যাঙ্কে।
জুন মাসে ১১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবারের জন্য ৬ দিন, আর বাকি দিনগুলোয় কোনও না কোনও উৎসব রয়েছে। প্রতিবারই জুন মাসে এই ১১ দিন ছুটি থাকে। এর মধ্যে ১৫ জুন রাজা সংক্রান্তি এবং ১৭ জুন ইদ-উল-আযহার জন্য বন্ধ থাকবে। কয়েকটি রাজ্য ছাড়া সারা দেশেই এই ছুটি বলবৎ থাকতে চলেছে।
জুন মাসে ১১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবারের জন্য ৬ দিন, আর বাকি দিনগুলোয় কোনও না কোনও উৎসব রয়েছে। প্রতিবারই জুন মাসে এই ১১ দিন ছুটি থাকে। এর মধ্যে ১৫ জুন রাজা সংক্রান্তি এবং ১৭ জুন ইদ-উল-আযহার জন্য বন্ধ থাকবে। কয়েকটি রাজ্য ছাড়া সারা দেশেই এই ছুটি বলবৎ থাকতে চলেছে।
তবে ছুটি থাকলেও গ্রাহকদের কোনও সমস্যা হবে না। ব্যাঙ্ক ছুটি থাকলেও গ্রাহকরা এটিএম, নগদ জমা, অনলাইন ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে লেনদেন করতে পারবেন। জুন মাসেই এই ছুটিগুলো বিভিন্ন রাজ্যে পরিবর্তিত হয়।
তবে ছুটি থাকলেও গ্রাহকদের কোনও সমস্যা হবে না। ব্যাঙ্ক ছুটি থাকলেও গ্রাহকরা এটিএম, নগদ জমা, অনলাইন ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে লেনদেন করতে পারবেন। জুন মাসেই এই ছুটিগুলো বিভিন্ন রাজ্যে পরিবর্তিত হয়।
-২০২৪ সালের জুন মাসে রাজ্য ভিত্তিক ব্যাঙ্ক ছুটির তালিকা দেখে নেওয়া যাক একনজরে: ১ জুন ২০২৪ – যে শহরগুলিতে নির্বাচন সেখানে ব্যাঙ্ক বন্ধ থাকবে।-২ জুন ২০২৪ (রবিবার) – সাপ্তাহিক ছুটি। রবিবার ২ জুন, সারা দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

-৮ জুন ২০২৪ (শনিবার) – মাসের দ্বিতীয় শনিবারের ছুটি। ব্যাঙ্ক বন্ধ থাকবে। এদিনও সারা দেশে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
-২০২৪ সালের জুন মাসে রাজ্য ভিত্তিক ব্যাঙ্ক ছুটির তালিকা দেখে নেওয়া যাক একনজরে: ১ জুন ২০২৪ – যে শহরগুলিতে নির্বাচন সেখানে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
-২ জুন ২০২৪ (রবিবার) – সাপ্তাহিক ছুটি। রবিবার ২ জুন, সারা দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
-৮ জুন ২০২৪ (শনিবার) – মাসের দ্বিতীয় শনিবারের ছুটি। ব্যাঙ্ক বন্ধ থাকবে। এদিনও সারা দেশে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
-৯ জুন ২০২৪ (রবিবার) - সপ্তাহান্তের ছুটি। সাপ্তাহিক ছুটির কারণে এই দিন সারা দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।-১৫ জুন ২০২৪ (শনিবার) – YMA দিবস/রাজা সংক্রান্তি। এই উপলক্ষ্যে মিজোরাম এবং ওডিশায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

-১৬ জুন ২০২৪ (রবিবার) - সাপ্তাহিক ছুটি। রবিবার ১৬ জুন, সারা দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
-৯ জুন ২০২৪ (রবিবার) – সপ্তাহান্তের ছুটি। সাপ্তাহিক ছুটির কারণে এই দিন সারা দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
-১৫ জুন ২০২৪ (শনিবার) – YMA দিবস/রাজা সংক্রান্তি। এই উপলক্ষ্যে মিজোরাম এবং ওডিশায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
-১৬ জুন ২০২৪ (রবিবার) – সাপ্তাহিক ছুটি। রবিবার ১৬ জুন, সারা দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
-১৭ জুন, ২০২৪ (সোমবার) – ঈদ-উল-আযহা। এই উপলক্ষ্যে মিজোরাম, সিকিম এবং ইটানগর ছাড়া সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।-১৮ জুন ২০২৪ (মঙ্গলবার) - ঈদ-উল-আযহা। এই উপলক্ষ্যে জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

-২২ জুন ২০২৪ (শনিবার) – মাসের চতুর্থ শনিবার। ফলে ২২ জুন দেশের সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।
-১৭ জুন, ২০২৪ (সোমবার) – ঈদ-উল-আযহা। এই উপলক্ষ্যে মিজোরাম, সিকিম এবং ইটানগর ছাড়া সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
-১৮ জুন ২০২৪ (মঙ্গলবার) – ঈদ-উল-আযহা। এই উপলক্ষ্যে জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
-২২ জুন ২০২৪ (শনিবার) – মাসের চতুর্থ শনিবার। ফলে ২২ জুন দেশের সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।
-২৩ জুন ২০২৪ (রবিবার) – সপ্তাহান্তের ছুটি। এই দিন সারা দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।-৩০ জুন ২০২৪ (রবিবার) – সপ্তাহান্তের ছুটি। এই দিন সারা দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
-২৩ জুন ২০২৪ (রবিবার) – সপ্তাহান্তের ছুটি। এই দিন সারা দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
-৩০ জুন ২০২৪ (রবিবার) – সপ্তাহান্তের ছুটি। এই দিন সারা দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।