Lok Sabha Elections 2024: রেজাল্টের আর ২৪ ঘণ্টাও বাকি নেই, বিজেপি প্রার্থীদের কাছে পৌঁছল কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ

নয়াদিল্লি: ভোটগণনা শুরু হওয়ার আর ২৪ ঘণ্টাও বাকি নেই৷ তার আগেই দলীয় প্রার্থীদের কাছে চলে এসেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিশেষ নির্দেশ৷ নির্দেশ পাঠানো হয়েছে প্রতিটি রাজ্যের সভাপতিদের কাছে৷ সংশ্লিষ্ট রাজ্যে যে সমস্ত প্রার্থী এবারের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাঁদের সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য চাওয়া হয়েছে এই নির্দেশে৷

পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

সূত্রের খবর, বিজেপির ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে এই তথ্য নেওয়া হচ্ছে৷ প্রতিটি প্রার্থীকে দেওয়া হয়েছে ৫ পাতার একটি ফর্ম৷ সেখানে তাঁদের নাম, সঙ্ঘের সঙ্গে সম্পর্ক, শিক্ষা, জাত-সম্প্রদায়, পারিবারিক প্রেক্ষাপট এবং পরিবারের সদস্যদের সম্পর্কেও পুর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে৷ এই ফর্ম পূরণ করে যত দ্রুত সম্ভব কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানোর নির্দেশ রয়েছে৷

আরও পড়ুন: ‘নন্দীগ্রামে’র পুনরাবৃত্তি চায় না নির্বাচন কমিশন! এক ঘণ্টার বৈঠকে গণনা নিয়ে এল একের পর এক নির্দেশ

বিজেপি জয়ী হলে এই সমস্ত তথ্য মন্ত্রিসভা গঠনেও ব্যবহার করা হতে পারে বলে দলীয় সূত্রের দাবি। জানা গিয়েছে, অর্ধশতাধিক সংখ্যক প্রার্থী ইতিমধ্যেই তাঁদের তথ্য পাঠিয়ে দিয়েছেন।

লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্টনির্বাচন রেজাল্ট ২০২৪

প্রসঙ্গত, বুথ ফেরতস সমীক্ষা অর্থাৎ, এক্সিট পোলের সমীক্ষার বিচারে একাধিক সংস্থা চব্বিশের লোকসভা নির্বাচনে ফের বিজেপিরই ক্ষমতা দখলের ইঙ্গিত দিয়েছে৷ যদিও বুথ ফেরত সমীক্ষার সঙ্গে প্রকৃত ফলাফলের কোনও মিল না-ও থাকতে পারে৷ অতীতে নজির রয়েছে, বুথ ফেরত সমীক্ষার একেবারে উল্টো ফল দেখা গিয়েছে নির্বাচনী ফলাফলে৷

আরও পড়ুন: ফুঁসছে নদী, ভেঙেছে ব্রিজ, ভাসছে রেললাইন! অসমের ভয়াবহ বন্যায় দিনে দিনে বাড়ছে মৃতের সংখ্যা

তবে, তা সত্ত্বেও প্রশাসনিক বৈঠক থেকে শুরু করে প্রার্থীদের তথ্য তলব, সব কিছুতেই বিজেপি আত্মবিশ্বাসী হওয়ারই বার্তা দিয়ে চলেছে।