Bank Holidays : মহরম উপলক্ষ্যে ১৭ জুলাই কি ব্যাঙ্ক বন্ধ থাকবে? দেখে নিন বিস্তারিত

১৭ জুলাই মহরম। ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস। এর ধর্মীয় গুরুত্ব অপরিসীম। ভারতের বিভিন্ন রাজ্যে মহরম পালিত হয়। সেই উপলক্ষ্যে এই দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে অনলাইন লেনদেন করতে পারবেন গ্রাহক। ফলে ব্যাঙ্কিং পরিষেবায় কোনও প্রভাব পড়বে না।
১৭ জুলাই মহরম। ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস। এর ধর্মীয় গুরুত্ব অপরিসীম। ভারতের বিভিন্ন রাজ্যে মহরম পালিত হয়। সেই উপলক্ষ্যে এই দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে অনলাইন লেনদেন করতে পারবেন গ্রাহক। ফলে ব্যাঙ্কিং পরিষেবায় কোনও প্রভাব পড়বে না।
সরকারি ছুটির সময়সূচি অনুযায়ী ১৭ জুলাই বুধবার অন্ধ্র প্রদেশ, মিজোরাম, রাজস্থান, তামিলনাড়ু, গুজরাত, কর্ণাটক, তেলেঙ্গানা, আন্দামান ও নিকোবর, বিহার, ছত্তিশগড়, দিল্লি, ত্রিপুরা, উত্তর প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, লাক্ষাদ্বীপ, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র ও ওড়িশার সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
সরকারি ছুটির সময়সূচি অনুযায়ী ১৭ জুলাই বুধবার অন্ধ্র প্রদেশ, মিজোরাম, রাজস্থান, তামিলনাড়ু, গুজরাত, কর্ণাটক, তেলেঙ্গানা, আন্দামান ও নিকোবর, বিহার, ছত্তিশগড়, দিল্লি, ত্রিপুরা, উত্তর প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, লাক্ষাদ্বীপ, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র ও ওড়িশার সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।
মহরমের দিনই মেঘালয়ে ইউ তিরোত সিং দিবসের ছুটি থাকবে। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ইউ তিরোত সিংয়ের স্মৃতিতে মেঘালয়ে রাষ্ট্রীয় ছুটি থাকে। ফলে ১৭ জুলাই সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে।
মহরমের দিনই মেঘালয়ে ইউ তিরোত সিং দিবসের ছুটি থাকবে। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ইউ তিরোত সিংয়ের স্মৃতিতে মেঘালয়ে রাষ্ট্রীয় ছুটি থাকে। ফলে ১৭ জুলাই সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে।
মহরমের ছুটির কারণে যে সব রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে, সেখানকার বাসিন্দা ও ব্যবসায়ীদের একদিন আগে বা পরে ব্যাঙ্কের কাজকর্ম করার পরামর্শ দেওয়া হচ্ছে। এর ফলে আর্থিক কার্যক্রম চালু রাখতে অসুবিধায় পড়তে হবে না। তবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা ও এটিএম চালু থাকবে।
মহরমের ছুটির কারণে যে সব রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে, সেখানকার বাসিন্দা ও ব্যবসায়ীদের একদিন আগে বা পরে ব্যাঙ্কের কাজকর্ম করার পরামর্শ দেওয়া হচ্ছে। এর ফলে আর্থিক কার্যক্রম চালু রাখতে অসুবিধায় পড়তে হবে না। তবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা ও এটিএম চালু থাকবে।
কেন মহরম পালন করা হয়: ইসলামিক নববর্ষের প্রথম দিন মহরম। শোক ও দুঃখের সময়। মহরমের দশম দিন আশুরা নামে পরিচিত। কারবালার যুদ্ধে নবী মহম্মদের নাতি ইমাম হোসাইনের মৃত্যুকে স্মরণ করা হয় এই দিনে। উপবাস, প্রার্থনা ও শোকযাত্রা সহকারে মিছিলের মধ্যে দিয়ে পালিত হয় মহরম।
কেন মহরম পালন করা হয়: ইসলামিক নববর্ষের প্রথম দিন মহরম। শোক ও দুঃখের সময়। মহরমের দশম দিন আশুরা নামে পরিচিত। কারবালার যুদ্ধে নবী মহম্মদের নাতি ইমাম হোসাইনের মৃত্যুকে স্মরণ করা হয় এই দিনে। উপবাস, প্রার্থনা ও শোকযাত্রা সহকারে মিছিলের মধ্যে দিয়ে পালিত হয় মহরম।
বলে রাখা ভাল, জুলাই মাসে ৩১ দিনের মধ্যে ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। দ্বিতীয় ও চতুর্থ শনিবারের পাশাপাশি রবিবার ছুটি রয়েছে। এখানে রইল জুলাই মাসের ব্যাঙ্ক ছুটির তালিকা।
বলে রাখা ভাল, জুলাই মাসে ৩১ দিনের মধ্যে ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। দ্বিতীয় ও চতুর্থ শনিবারের পাশাপাশি রবিবার ছুটি রয়েছে। এখানে রইল জুলাই মাসের ব্যাঙ্ক ছুটির তালিকা।
-৬ জুলাই: MHIP দিবসে মিজোরামের ব্যাঙ্কে ছুটি থাকবে৷-৭ জুলাই: রবিবার। -৮ জুলাই: মণিপুরে কং-রথযাত্রা উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। -৯ জুলাই: দ্রুকপা শে-জি উপলক্ষ্যে সিকিমে ব্যাঙ্কে ছুটি থাকবে। -১৩ জুলাই: দ্বিতীয় শনিবার।
-৬ জুলাই: MHIP দিবসে মিজোরামের ব্যাঙ্কে ছুটি থাকবে৷
-৭ জুলাই: রবিবার।
-৮ জুলাই: মণিপুরে কং-রথযাত্রা উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
-৯ জুলাই: দ্রুকপা শে-জি উপলক্ষ্যে সিকিমে ব্যাঙ্কে ছুটি থাকবে।
-১৩ জুলাই: দ্বিতীয় শনিবার।
-১৪ জুলাই: রবিবার ছুটি।-১৬ জুলাই: হরেলা উপলক্ষ্যে উত্তরাখণ্ডে ব্যাঙ্ক বন্ধ থাকবে। -১৭ জুলাই: মহরম/আশুরা। -২১ জুলাই: রবিবারের ছুটি।
-১৪ জুলাই: রবিবার ছুটি।
-১৬ জুলাই: হরেলা উপলক্ষ্যে উত্তরাখণ্ডে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
-১৭ জুলাই: মহরম/আশুরা।
-২১ জুলাই: রবিবারের ছুটি।
-২৭ জুলাই: চতুর্থ শনিবারের ছুটি।-২৮ জুলাই: রবিবারের ছুটি।
-২৭ জুলাই: চতুর্থ শনিবারের ছুটি।
-২৮ জুলাই: রবিবারের ছুটি।