Bank Of Baroda-য় ৭৭৭ দিন মেয়াদে Fixed Deposit করছেন? কত রিটার্ন মিলবে দেখুন

বিনিয়োগের নানা বিকল্প থাকলেও ফিক্সড ডিপোজিটের উপর বিনিয়োগকারীদের আস্থা আজও অমলিন। আসলে স্থায়ী আমানতে টাকা থাকে সম্পূর্ণ নিরাপদ। বাজারের ওঠানামায় এতে কোন প্রভাব পড়ে না। ফলে নিশ্চিত রিটার্নও পাওয়া যায়। মেয়াদ শেষে সুদ-সহ পুর টাকা ফেরত পান বিনিয়োগকারী।
বিনিয়োগের নানা বিকল্প থাকলেও ফিক্সড ডিপোজিটের উপর বিনিয়োগকারীদের আস্থা আজও অমলিন। আসলে স্থায়ী আমানতে টাকা থাকে সম্পূর্ণ নিরাপদ। বাজারের ওঠানামায় এতে কোন প্রভাব পড়ে না। ফলে নিশ্চিত রিটার্নও পাওয়া যায়। মেয়াদ শেষে সুদ-সহ পুর টাকা ফেরত পান বিনিয়োগকারী।
ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার কথা ভাবলে ব্যাঙ্ক অফ বরোদার ৭৭৭ দিনের স্কিম আদর্শ। কয়েক দিন আগেই এই ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে ব্যাঙ্ক অফ বরোদা। এতে গ্রাহকদের আকর্ষণীয় হারে সুদ দেওয়া হচ্ছে। ফলে রিটার্নও মিলছে ভাল। দেখে নেওয়া যাক ব্যাঙ্ক অফ বরোদার ৭৭৭ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমের খুঁটিনাটি।
ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার কথা ভাবলে ব্যাঙ্ক অফ বরোদার ৭৭৭ দিনের স্কিম আদর্শ। কয়েক দিন আগেই এই ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে ব্যাঙ্ক অফ বরোদা। এতে গ্রাহকদের আকর্ষণীয় হারে সুদ দেওয়া হচ্ছে। ফলে রিটার্নও মিলছে ভাল। দেখে নেওয়া যাক ব্যাঙ্ক অফ বরোদার ৭৭৭ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমের খুঁটিনাটি।
৭৭৭ দিনের এই ফিক্সড ডিপোজিট স্কিমের নাম ‘বিওবি আর্থ গ্রিন টার্ম ডিপোজিট'। ব্যাঙ্ক অফ বরোদা জানিয়েছে, এই স্কিমে বিভিন্ন মেয়াদে আকর্ষণীয় হারে সুদ দেওয়া হচ্ছে গ্রাহকদের। ভারতকে সবুজ এবং টেকসই অর্থনীতিতে রূপান্তরে অংশ নেওয়ার জন্য এই স্কিমে গ্রাহকরা বিনিয়োগ করতে পারেন বলে জানিয়েছে ব্যাঙ্ক।
৭৭৭ দিনের এই ফিক্সড ডিপোজিট স্কিমের নাম ‘বিওবি আর্থ গ্রিন টার্ম ডিপোজিট’। ব্যাঙ্ক অফ বরোদা জানিয়েছে, এই স্কিমে বিভিন্ন মেয়াদে আকর্ষণীয় হারে সুদ দেওয়া হচ্ছে গ্রাহকদের। ভারতকে সবুজ এবং টেকসই অর্থনীতিতে রূপান্তরে অংশ নেওয়ার জন্য এই স্কিমে গ্রাহকরা বিনিয়োগ করতে পারেন বলে জানিয়েছে ব্যাঙ্ক।
৭৭৭ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৭.১৫ শতাংশ হারে সুদ দিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা। ভারতীয় নাগরিক, এনআরআই এবং এইচএনআই-রা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।
৭৭৭ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৭.১৫ শতাংশ হারে সুদ দিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা। ভারতীয় নাগরিক, এনআরআই এবং এইচএনআই-রা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।
এখন ৭৭৭ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে যদি কেউ ১ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে ম্যাচিউরিটিতে তিনি কত রিটার্ন পাবেন? আগেই বলা হয়েছে, এই মেয়াদে ৭.১৫ শতাংশ হারে সুদ মিলছে। ফলে সুদ থেকে মিলবে ১৬,৫৪৩ টাকা। রিটার্ন দাঁড়াবে ১,১৬,৫৪৩ টাকা। প্রসঙ্গত, বলে রাখা ভাল, এই স্কিমে ৫ হাজার থেকে ২ কোটি টাকার কম বিনিয়োগ করা যায়।
এখন ৭৭৭ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে যদি কেউ ১ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে ম্যাচিউরিটিতে তিনি কত রিটার্ন পাবেন? আগেই বলা হয়েছে, এই মেয়াদে ৭.১৫ শতাংশ হারে সুদ মিলছে। ফলে সুদ থেকে মিলবে ১৬,৫৪৩ টাকা। রিটার্ন দাঁড়াবে ১,১৬,৫৪৩ টাকা। প্রসঙ্গত, বলে রাখা ভাল, এই স্কিমে ৫ হাজার থেকে ২ কোটি টাকার কম বিনিয়োগ করা যায়।
এছাড়া সুদের হার এক বছরের জন্য ৬.৭৫ শতাংশ, দেড় বছর অর্থাৎ ১৮ মাস মেয়াদে ৬.৭৫ শতাংশ , ১১১১ দিনের জন্য ৬,৪ শতাংশ এবং ১৭১৭ দিন মেয়াদে ৬.৪ শতাংশ, ১৭১৭ দিনে ৬.৭ শতাংশ এবং ২২০১ দিন মেয়াদে সুদের হার ৬.৪ শতাংশ।
এছাড়া সুদের হার এক বছরের জন্য ৬.৭৫ শতাংশ, দেড় বছর অর্থাৎ ১৮ মাস মেয়াদে ৬.৭৫ শতাংশ , ১১১১ দিনের জন্য ৬,৪ শতাংশ এবং ১৭১৭ দিন মেয়াদে ৬.৪ শতাংশ, ১৭১৭ দিনে ৬.৭ শতাংশ এবং ২২০১ দিন মেয়াদে সুদের হার ৬.৪ শতাংশ।
বিওবি আর্থ গ্রিন টার্ম ডিপোজিটের মাধ্যমে টাকা সবুজ প্রকল্প বা খাতে বরাদ্দ করা হবে। যেমন নবায়নযোগ্য শক্তি, পরিচ্ছন্ন পরিবহন, টেকসই জল ও বর্জ্য ব্যবস্থাপনা, শক্তি দক্ষতা, জলবায়ু পরিবর্তন, দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, গ্রিন হাউজ, জীববৈচিত্র্য সংরক্ষণ ইত্যাদি।
বিওবি আর্থ গ্রিন টার্ম ডিপোজিটের মাধ্যমে টাকা সবুজ প্রকল্প বা খাতে বরাদ্দ করা হবে। যেমন নবায়নযোগ্য শক্তি, পরিচ্ছন্ন পরিবহন, টেকসই জল ও বর্জ্য ব্যবস্থাপনা, শক্তি দক্ষতা, জলবায়ু পরিবর্তন, দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, গ্রিন হাউজ, জীববৈচিত্র্য সংরক্ষণ ইত্যাদি।