Tag Archives: FD Interest Rate

SBI-তে ৩ বছর মেয়াদে ১০ লাখ টাকার Fixed Deposit করছেন? কত রিটার্ন পাবেন দেখুন

 

নিরাপদ বিনিয়োগ মানে ফিক্সড ডিপোজিট। এটাই সবার আগে মাথায় আসে। এফডি বাজারের সঙ্গে যুক্ত নয়। ফলে বাজারের ওঠানামায় কোনও প্রভাব পড়ে না। বিনিয়োগ থাকে সম্পূর্ণ নিরাপদ। সঙ্গে মেলে নিশ্চিত রিটার্ন।
নিরাপদ বিনিয়োগ মানে ফিক্সড ডিপোজিট। এটাই সবার আগে মাথায় আসে। এফডি বাজারের সঙ্গে যুক্ত নয়। ফলে বাজারের ওঠানামায় কোনও প্রভাব পড়ে না। বিনিয়োগ থাকে সম্পূর্ণ নিরাপদ। সঙ্গে মেলে নিশ্চিত রিটার্ন।
দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক এসবিআই-তে ৭ দিন থেকে ১০ বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করা যায়। দেওয়া হয় ভাল সুদ। কিছু এফডি বিনিয়োগে আয়কর আইনের ধারা ৮০সি-র অধীনে কর সুবিধাও পাওয়া যায়।
দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক এসবিআই-তে ৭ দিন থেকে ১০ বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করা যায়। দেওয়া হয় ভাল সুদ। কিছু এফডি বিনিয়োগে আয়কর আইনের ধারা ৮০সি-র অধীনে কর সুবিধাও পাওয়া যায়।
এখন যদি কেউ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট স্কিমে ৩ বছরের জন্য ১০ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে মেয়াদ শেষে তিনি কত টাকা রিটার্ন পাবেন? এটা নির্ভর করছে কত সুদ মিলবে তার উপর।
এখন যদি কেউ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট স্কিমে ৩ বছরের জন্য ১০ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে মেয়াদ শেষে তিনি কত টাকা রিটার্ন পাবেন? এটা নির্ভর করছে কত সুদ মিলবে তার উপর।
এসবিআই-তে ৭ দিন থেকে ৪৫ দিন মেয়াদে ৩.৫০ শতাংশ, ৪৬ দিন থেকে ১৭৯ দিন মেয়াদে ৫.৫০ শতাংশ, ১৮০ দিন থেকে ২১০ দিন মেয়াদে ৬.০০ শতাংশ, ২১১ দিন থেকে ১ বছর মেয়াদে ৬.২৫ শতাংশ, ১ বছর থেকে ২ বছরের কম মেয়াদে ৬.৮০ শতাংশ, ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদে ৭.০০ শতাংশ, ৩ বছর থেকে ৫ বছরের কম মেয়াদে ৬.৭৫ শতাংশ এবং ৫ বছর থেকে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৬.৫০ শতাংশ হারে সুদ পাওয়া যায়।
এসবিআই-তে ৭ দিন থেকে ৪৫ দিন মেয়াদে ৩.৫০ শতাংশ, ৪৬ দিন থেকে ১৭৯ দিন মেয়াদে ৫.৫০ শতাংশ, ১৮০ দিন থেকে ২১০ দিন মেয়াদে ৬.০০ শতাংশ, ২১১ দিন থেকে ১ বছর মেয়াদে ৬.২৫ শতাংশ, ১ বছর থেকে ২ বছরের কম মেয়াদে ৬.৮০ শতাংশ, ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদে ৭.০০ শতাংশ, ৩ বছর থেকে ৫ বছরের কম মেয়াদে ৬.৭৫ শতাংশ এবং ৫ বছর থেকে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৬.৫০ শতাংশ হারে সুদ পাওয়া যায়।
দেখা যাচ্ছে, ৩ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৭৫ শতাংশ। এখন ১০ লাখ টাকা যদি ৩ বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করা হয়, তাহলে ফিক্সড ডিপোজিট ক্যালকুলেটর অনুযায়ী, ৬.৭৫ শতাংশ সুদের হারে ১৩,০৭,০১৭ টাকা রিটার্ন মিলবে। এক্ষেত্রে শুধু সুদ হিসেবে মিলবে ৩,০৭,০১৭ টাকা।
দেখা যাচ্ছে, ৩ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৭৫ শতাংশ। এখন ১০ লাখ টাকা যদি ৩ বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করা হয়, তাহলে ফিক্সড ডিপোজিট ক্যালকুলেটর অনুযায়ী, ৬.৭৫ শতাংশ সুদের হারে ১৩,০৭,০১৭ টাকা রিটার্ন মিলবে। এক্ষেত্রে শুধু সুদ হিসেবে মিলবে ৩,০৭,০১৭ টাকা।
বলে রাখা ভাল, সর্বনিম্ন ১০০০ টাকা দিয়ে স্টেট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খোলা যায়। সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। গ্রাহক চাইলে এফডি অ্যাকাউন্টের নমিনিও করতে পারেন। ভাল বিষয় হল, ফিক্সড ডিপোজিটের বিপরীতে ঋণ পাওয়া যায়। অ্যাকাউন্টে জমা অর্থের ৯০ শতাংশ পর্যন্ত ঋণ দেয় ব্যাঙ্ক। অকাল প্রত্যাহারের সুবিধাও রয়েছে। তবে এর জন্য জরিমানা দিতে হয়।
বলে রাখা ভাল, সর্বনিম্ন ১০০০ টাকা দিয়ে স্টেট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খোলা যায়। সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। গ্রাহক চাইলে এফডি অ্যাকাউন্টের নমিনিও করতে পারেন। ভাল বিষয় হল, ফিক্সড ডিপোজিটের বিপরীতে ঋণ পাওয়া যায়। অ্যাকাউন্টে জমা অর্থের ৯০ শতাংশ পর্যন্ত ঋণ দেয় ব্যাঙ্ক। অকাল প্রত্যাহারের সুবিধাও রয়েছে। তবে এর জন্য জরিমানা দিতে হয়।

SBI-তে FD স্কিমে ৩ লক্ষ টাকা জমা করলে কত টাকা রিটার্ন পাওয়া যেতে পারে? রইল হিসেব

বেশিরভাগ সিনিয়র সিটিজেন নিশ্চিত রিটার্নে আগ্রহী। পরিমাণ খুব বেশি নাও হতে পারে, তবে এটি নিয়মিত হওয়া উচিত। কারণ এটি তাঁদের মাসিক খরচ মেটাতে সাহায্য করে। দ্বিতীয়ত, এটি তাঁদের অন্যের উপর নির্ভর না করার জন্য আর্থিক স্বাধীনতাও দেয়।
বেশিরভাগ সিনিয়র সিটিজেন নিশ্চিত রিটার্নে আগ্রহী। পরিমাণ খুব বেশি নাও হতে পারে, তবে এটি নিয়মিত হওয়া উচিত। কারণ এটি তাঁদের মাসিক খরচ মেটাতে সাহায্য করে। দ্বিতীয়ত, এটি তাঁদের অন্যের উপর নির্ভর না করার জন্য আর্থিক স্বাধীনতাও দেয়।
এই কারণেই তাঁদের অনেকেই টাকা ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগ করেন। ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং ফিনান্স কোম্পানিগুলি (এনবিএফসি) সাধারণ নাগরিকদের তুলনায় সিনিয়র সিটিজেনদের জন্য উচ্চ সুদের হার অফার করে। এর পেছনের কারণ হল তারা তাদের FD-তে আরও বেশি টাকা বিনিয়োগ করতে উৎসাহিত করতে চায়।
এই কারণেই তাঁদের অনেকেই টাকা ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগ করেন। ব্যাঙ্ক এবং নন-ব্যাঙ্কিং ফিনান্স কোম্পানিগুলি (এনবিএফসি) সাধারণ নাগরিকদের তুলনায় সিনিয়র সিটিজেনদের জন্য উচ্চ সুদের হার অফার করে। এর পেছনের কারণ হল তারা তাদের FD-তে আরও বেশি টাকা বিনিয়োগ করতে উৎসাহিত করতে চায়।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) সিনিয়র সিটিজেনদের জন্য বর্ধিত সুদের হারের সুবিধা সহ FD অফার করে। সিনিয়র সিটিজেনদের জন্য SBI FD সুদের হার হল ১ বছরের FD-এর জন্য ৭.৩০%, ৩ বছরের FD-এর জন্য ৭.২৫% এবং ৫ বছরের FD-এর জন্য ৭.৫০% (Paisabazaar.com ডেটা অনুসারে)। এক নজরে দেখে নেওয়া যাক FD-তে ৩ লক্ষ টাকা জমা করলে কত টাকা রিটার্ন পাওয়া যেতে পারে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) সিনিয়র সিটিজেনদের জন্য বর্ধিত সুদের হারের সুবিধা সহ FD অফার করে। সিনিয়র সিটিজেনদের জন্য SBI FD সুদের হার হল ১ বছরের FD-এর জন্য ৭.৩০%, ৩ বছরের FD-এর জন্য ৭.২৫% এবং ৫ বছরের FD-এর জন্য ৭.৫০% (Paisabazaar.com ডেটা অনুসারে)। এক নজরে দেখে নেওয়া যাক FD-তে ৩ লক্ষ টাকা জমা করলে কত টাকা রিটার্ন পাওয়া যেতে পারে।
১ বছরের সিনিয়র সিটিজেন এফডি-তে ৭.২৫% সুদের হার অফার করে। যদি কেউ এই এফডিতে ৩,০০,০০০ টাকা বিনিয়োগ করেন, তবে তিনি সুদ হিসাবে ২২,৫০৭ টাকা পাবেন। ২২,৫০৭ টাকার রিটার্ন সহ, ১ বছরের প্ল্যানে মেয়াদপূর্তির পরিমাণ হল ৩,২২,৫০৭ টাকা৷ SBI সিনিয়র সিটিজেন ৩-বছরের FD-তে সুদের হার হল ৭.২৫%৷ যদি কোনও বিনিয়োগকারী এই স্কিমে ৩,০০,০০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে তার বিনিময়ে ৭২,১৬৪ টাকা সুদ পাবেন৷
১ বছরের সিনিয়র সিটিজেন এফডি-তে ৭.২৫% সুদের হার অফার করে। যদি কেউ এই এফডিতে ৩,০০,০০০ টাকা বিনিয়োগ করেন, তবে তিনি সুদ হিসাবে ২২,৫০৭ টাকা পাবেন। ২২,৫০৭ টাকার রিটার্ন সহ, ১ বছরের প্ল্যানে মেয়াদপূর্তির পরিমাণ হল ৩,২২,৫০৭ টাকা৷ SBI সিনিয়র সিটিজেন ৩-বছরের FD-তে সুদের হার হল ৭.২৫%৷ যদি কোনও বিনিয়োগকারী এই স্কিমে ৩,০০,০০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে তার বিনিময়ে ৭২,১৬৪ টাকা সুদ পাবেন৷
SBI সিনিয়র সিটিজেন ৩-বছরের FD-তে সুদের হার হল ৭.২৫%৷ যদি কোনও বিনিয়োগকারী এই স্কিমে ৩,০০,০০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে তার বিনিময়ে ৭২,১৬৪ টাকা সুদ পাবেন৷ ৫-বছরের SBI সিনিয়র সিটিজেন FD ৭.৫০% সুদের হার অফার করে।
SBI সিনিয়র সিটিজেন ৩-বছরের FD-তে সুদের হার হল ৭.২৫%৷ যদি কোনও বিনিয়োগকারী এই স্কিমে ৩,০০,০০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে তার বিনিময়ে ৭২,১৬৪ টাকা সুদ পাবেন৷ ৫-বছরের SBI সিনিয়র সিটিজেন FD ৭.৫০% সুদের হার অফার করে।
এই FD-তে ৩,০০,০০০ টাকার বিনিয়োগে ১,৩৪,৯৮৪ টাকা সুদ পাওয়া যাবে। ১,৩৪,৯৮৪ টাকার সুদের সঙ্গে ৫ বছরের FD-এ মেয়াদপূর্তির পরিমাণ হবে ৪,৩৪,৯৮৪ টাকা। ৫ বছরের FD আয়কর আইনের ধারা ৮০সি এর অধীনে ১.৫০ লক্ষ টাকা পর্যন্ত জমার উপর কর সুবিধাও দেয়।
এই FD-তে ৩,০০,০০০ টাকার বিনিয়োগে ১,৩৪,৯৮৪ টাকা সুদ পাওয়া যাবে। ১,৩৪,৯৮৪ টাকার সুদের সঙ্গে ৫ বছরের FD-এ মেয়াদপূর্তির পরিমাণ হবে ৪,৩৪,৯৮৪ টাকা। ৫ বছরের FD আয়কর আইনের ধারা ৮০সি এর অধীনে ১.৫০ লক্ষ টাকা পর্যন্ত জমার উপর কর সুবিধাও দেয়।

Bajaj Finance: দারুণ খবর! ফিক্সড ডিপোজিটের বেশিরভাগ মেয়াদের সুদের হার ৬০ bps পর্যন্ত বাড়াল বাজাজ ফিন্যান্স; সর্বোচ্চ হার ৮.৮৫%

কলকাতা: দেশের সবচেয়ে বড় আর্থিক পরিষেবা গ্রুপগুলোর মধ্যে অন্যতম বাজাজ ফিনসার্ভ লিমিটেডের অংশ বাজাজ ফিন্যান্স লিমিটেড তাদের বেশিরভাগ মেয়াদের ফিক্সড ডিপোজিটে হার বৃদ্ধি করার কথা ঘোষণা করেছে।

এপ্রিল ৩, ২০২৪ থেকে সংস্থা প্রবীণ নাগরিকদের জন্য ২৫ থেকে ৩৫ মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬০ বেসিস পয়েন্ট পর্যন্ত এবং ১৮ থেকে ২৪ মাসের মেয়াদের স্থায়ী আমানতে ৪০ বেসিস পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি করেছে।

আরও পড়ুন– চলন্ত ট্রেনে চিরুনি তল্লাশি চালাচ্ছে আরপিএফ; ইতিমধ্যেই উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকার সোনা-রুপো আর নগদ!

সাধারণ নাগরিকদের জন্যে ২৫ থেকে ৩৫ মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ানো হয়েছে ৪৫ বেসিস পয়েন্ট পর্যন্ত। এছাড়াও, ফিক্সড ডিপোজিটের ১৮ থেকে ২২ মাসের মেয়াদে ৪০ বেসিস পয়েন্ট পর্যন্ত এবং ৩০ থেকে ৩৩ মাসের মেয়াদে ৩৫ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদের হার বাড়ানো হয়েছে।

বাজাজ ফিন্যান্সের এই পদক্ষেপ সঞ্চয়কারীদের বাজারের বর্তমান অবস্থার মধ্যে স্থিতিশীল ও ভাল রিটার্ন নিশ্চিত করার একটি সুযোগ দিচ্ছে।

৪২ মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিট ডিজিটালি বুক করে, প্রবীণ নাগরিকরা ৮.৮৫% পর্যন্ত সুদের হারের সুবিধা পেতে পারেন এবং সাধারণ আমানতকারীরা ৮.৬০% পর্যন্ত সুদের হারের সুবিধা নিতে পারেন।

আরও পড়ুন– আজ ও আগামিকাল বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে, ইদের দিন কোন কোন জেলায় বেশি বৃষ্টি হবে? জেনে নিন

সচিন সিক্কা, হেড – ফিক্সড ডিপোজিটস অ্যান্ড ইনভেস্টমেন্টস অ্যাট বাজাজ ফিন্যান্স, বলেন “আমাদের সমস্ত লগ্নি বাকেটে বর্ধিত সুদের হার নিজেদের আমানতে স্থিতিশীলতা পছন্দ করা লগ্নিকারীদের এক আকর্ষণীয় সুযোগ দেয়। বহু বছর ধরে লক্ষ লক্ষ লগ্নিকারী বাজাজ ব্র্যান্ডের উপর তাঁদের আস্থা রেখেছেন। আমরা তাঁদের আরও ভাল অভিজ্ঞতা, বেশি মূল্য এবং সুরক্ষিত বিকল্প জোগানের উপর নিজেদের মনোযোগ বজায় রেখেছি।”

বাজাজ ফিন্যান্স ফিক্সড ডিপোজিট প্রোগ্রামের স্টেবিলিটি রেটিং সর্বোচ্চ – CRISIL-এর AAA/Stable আর ICRA-র AAA (Stable)। ফলে এটা লগ্নিকারীদের জন্যে সবচেয়ে সুরক্ষিত লগ্নির অন্যতম বিকল্প। পাশাপাশি কোম্পানির অ্যাপ একটা ইনভেস্টমেন্ট মার্কেটপ্লেস প্রদান করে, যেখানে ক্রেতারা মিউচুয়াল ফান্ডের এক বিস্তৃত সম্ভার পান।

SBI FD: ৩১ মার্চ পর্যন্ত ‘Amrit Kalash’, ‘We Care’-এর মেয়াদ, আপনার কি বিনিয়োগ করা উচিত?

খুচরো বিনিয়োগকারীদের জন্য উচ্চ সুদে দুটি ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে এসবিআই। প্রবীণ নাগরিকদের জন্য ‘উই কেয়ার ডিপোজিট স্কিম’ এবং প্রবীণ নাগরিক-সহ সমস্ত বিনিয়োগকারীদের ‘অমৃত কলস’। এই দুটি স্কিমে বিনিয়োগ কী লাভজনক?
খুচরো বিনিয়োগকারীদের জন্য উচ্চ সুদে দুটি ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে এসবিআই। প্রবীণ নাগরিকদের জন্য ‘উই কেয়ার ডিপোজিট স্কিম’ এবং প্রবীণ নাগরিক-সহ সমস্ত বিনিয়োগকারীদের ‘অমৃত কলস’। এই দুটি স্কিমে বিনিয়োগ কী লাভজনক?
অমৃত কলস ডিপোজিট স্কিম: অমৃত কলস ফিক্সড ডিপোজিটের মেয়াদ ৪০০ দিন। সুদের হার ৭.১০ শতাংশ। একই মেয়াদে অর্থাৎ ১ বছর থেকে ২ বছর কম মেয়াদের ফিক্সড ডিপোজিট স্কিমে ৬.৮০ শতাংশ হারে সুদ পাওয়া যায়। সেদিক থেকে অমৃত কলস লাভজনক। প্রবীণ নাগরিকদের এই স্কিমে ৭.৬০ শতাংশ হারে সুদ দেওয়া হয়।
অমৃত কলস ডিপোজিট স্কিম: অমৃত কলস ফিক্সড ডিপোজিটের মেয়াদ ৪০০ দিন। সুদের হার ৭.১০ শতাংশ। একই মেয়াদে অর্থাৎ ১ বছর থেকে ২ বছর কম মেয়াদের ফিক্সড ডিপোজিট স্কিমে ৬.৮০ শতাংশ হারে সুদ পাওয়া যায়। সেদিক থেকে অমৃত কলস লাভজনক। প্রবীণ নাগরিকদের এই স্কিমে ৭.৬০ শতাংশ হারে সুদ দেওয়া হয়।
উই কেয়ার ডিপোজিট স্কিম: উই কেয়ার স্কিমে শুধু প্রবীণ নাগরিকরা বিনিয়োগ করতে পারবেন। সর্বনিম্ন মেয়াদ ৫ বছর। সর্বোচ্চ ১০ বছরের জন্য বিনিয়োগ করা যায়। সুদের হার ৭.৫ শতাংশ। একই মেয়াদের অন্যান্য ফিক্সড ডিপোজিটে ৬.৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়। সুতরাং উই কেয়ারে প্রবীণ নাগরিকরা ১০০ বেসিস পয়েন্ট বা ১ শতাংশ বেশি সুদ পাচ্ছেন।
উই কেয়ার ডিপোজিট স্কিম: উই কেয়ার স্কিমে শুধু প্রবীণ নাগরিকরা বিনিয়োগ করতে পারবেন। সর্বনিম্ন মেয়াদ ৫ বছর। সর্বোচ্চ ১০ বছরের জন্য বিনিয়োগ করা যায়। সুদের হার ৭.৫ শতাংশ। একই মেয়াদের অন্যান্য ফিক্সড ডিপোজিটে ৬.৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়। সুতরাং উই কেয়ারে প্রবীণ নাগরিকরা ১০০ বেসিস পয়েন্ট বা ১ শতাংশ বেশি সুদ পাচ্ছেন।
অমৃত কলস এবং উই কেয়ার ডিপোজিটে ২০২৪-এর ৩১ মার্চ পর্যন্ত বিনিয়োগ করা যাবে। এসবিআই-এর যে কোনও শাখায় গিয়ে বা ইন্টারনেট ব্যাঙ্কিং কিংবা ইয়োনো অ্যাপের মাধ্যমে বিনিয়োগ করা যাবে। এই দুটি এফডি-র বিপরীতে ঋণও পাওয়া যায়।
অমৃত কলস এবং উই কেয়ার ডিপোজিটে ২০২৪-এর ৩১ মার্চ পর্যন্ত বিনিয়োগ করা যাবে। এসবিআই-এর যে কোনও শাখায় গিয়ে বা ইন্টারনেট ব্যাঙ্কিং কিংবা ইয়োনো অ্যাপের মাধ্যমে বিনিয়োগ করা যাবে। এই দুটি এফডি-র বিপরীতে ঋণও পাওয়া যায়।
বিনিয়োগ করা উচিত হবে: বর্তমানে দেশের একাধিক ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে উচ্চ হারে সুদ দিচ্ছে। তবে উচ্চ সুদের হার খুব বেশিদিন স্থায়ী নাও হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং অন্যান্য অনেক অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বাড়ছে। ২০২৪-এর ফেব্রুয়ারিতে ভারতে মুদ্রাস্ফীতির হার ছিল ৫.০৯ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্ক এই হার ৪ থেকে ৬ শতাংশের মধ্যে রাখার চেষ্টা করছে।
বিনিয়োগ করা উচিত হবে: বর্তমানে দেশের একাধিক ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে উচ্চ হারে সুদ দিচ্ছে। তবে উচ্চ সুদের হার খুব বেশিদিন স্থায়ী নাও হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং অন্যান্য অনেক অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বাড়ছে। ২০২৪-এর ফেব্রুয়ারিতে ভারতে মুদ্রাস্ফীতির হার ছিল ৫.০৯ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্ক এই হার ৪ থেকে ৬ শতাংশের মধ্যে রাখার চেষ্টা করছে।
মার্কিন ফেডারেল রিজার্ভ ২০২৪ সালের দ্বিতীয়ার্ধ থেকে সুদের হার কমাতে শুরু করবে। একই পথ অনুসরণ করতে পারে রিজার্ভ ব্যাঙ্কও। সেক্ষেত্রে ব্যাঙ্কগুলোও ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়ে দেবে। তাই উচ্চ সুদের হারে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে চাইলে এটাই ভাল সময়। কারণ এই হার বেশিদিন স্থায়ী থাকার সম্ভাবনা কম।
মার্কিন ফেডারেল রিজার্ভ ২০২৪ সালের দ্বিতীয়ার্ধ থেকে সুদের হার কমাতে শুরু করবে। একই পথ অনুসরণ করতে পারে রিজার্ভ ব্যাঙ্কও। সেক্ষেত্রে ব্যাঙ্কগুলোও ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়ে দেবে। তাই উচ্চ সুদের হারে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে চাইলে এটাই ভাল সময়। কারণ এই হার বেশিদিন স্থায়ী থাকার সম্ভাবনা কম।

Bank Of Baroda-য় ৭৭৭ দিন মেয়াদে Fixed Deposit করছেন? কত রিটার্ন মিলবে দেখুন

বিনিয়োগের নানা বিকল্প থাকলেও ফিক্সড ডিপোজিটের উপর বিনিয়োগকারীদের আস্থা আজও অমলিন। আসলে স্থায়ী আমানতে টাকা থাকে সম্পূর্ণ নিরাপদ। বাজারের ওঠানামায় এতে কোন প্রভাব পড়ে না। ফলে নিশ্চিত রিটার্নও পাওয়া যায়। মেয়াদ শেষে সুদ-সহ পুর টাকা ফেরত পান বিনিয়োগকারী।
বিনিয়োগের নানা বিকল্প থাকলেও ফিক্সড ডিপোজিটের উপর বিনিয়োগকারীদের আস্থা আজও অমলিন। আসলে স্থায়ী আমানতে টাকা থাকে সম্পূর্ণ নিরাপদ। বাজারের ওঠানামায় এতে কোন প্রভাব পড়ে না। ফলে নিশ্চিত রিটার্নও পাওয়া যায়। মেয়াদ শেষে সুদ-সহ পুর টাকা ফেরত পান বিনিয়োগকারী।
ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার কথা ভাবলে ব্যাঙ্ক অফ বরোদার ৭৭৭ দিনের স্কিম আদর্শ। কয়েক দিন আগেই এই ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে ব্যাঙ্ক অফ বরোদা। এতে গ্রাহকদের আকর্ষণীয় হারে সুদ দেওয়া হচ্ছে। ফলে রিটার্নও মিলছে ভাল। দেখে নেওয়া যাক ব্যাঙ্ক অফ বরোদার ৭৭৭ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমের খুঁটিনাটি।
ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার কথা ভাবলে ব্যাঙ্ক অফ বরোদার ৭৭৭ দিনের স্কিম আদর্শ। কয়েক দিন আগেই এই ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে ব্যাঙ্ক অফ বরোদা। এতে গ্রাহকদের আকর্ষণীয় হারে সুদ দেওয়া হচ্ছে। ফলে রিটার্নও মিলছে ভাল। দেখে নেওয়া যাক ব্যাঙ্ক অফ বরোদার ৭৭৭ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমের খুঁটিনাটি।
৭৭৭ দিনের এই ফিক্সড ডিপোজিট স্কিমের নাম ‘বিওবি আর্থ গ্রিন টার্ম ডিপোজিট'। ব্যাঙ্ক অফ বরোদা জানিয়েছে, এই স্কিমে বিভিন্ন মেয়াদে আকর্ষণীয় হারে সুদ দেওয়া হচ্ছে গ্রাহকদের। ভারতকে সবুজ এবং টেকসই অর্থনীতিতে রূপান্তরে অংশ নেওয়ার জন্য এই স্কিমে গ্রাহকরা বিনিয়োগ করতে পারেন বলে জানিয়েছে ব্যাঙ্ক।
৭৭৭ দিনের এই ফিক্সড ডিপোজিট স্কিমের নাম ‘বিওবি আর্থ গ্রিন টার্ম ডিপোজিট’। ব্যাঙ্ক অফ বরোদা জানিয়েছে, এই স্কিমে বিভিন্ন মেয়াদে আকর্ষণীয় হারে সুদ দেওয়া হচ্ছে গ্রাহকদের। ভারতকে সবুজ এবং টেকসই অর্থনীতিতে রূপান্তরে অংশ নেওয়ার জন্য এই স্কিমে গ্রাহকরা বিনিয়োগ করতে পারেন বলে জানিয়েছে ব্যাঙ্ক।
৭৭৭ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৭.১৫ শতাংশ হারে সুদ দিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা। ভারতীয় নাগরিক, এনআরআই এবং এইচএনআই-রা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।
৭৭৭ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৭.১৫ শতাংশ হারে সুদ দিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা। ভারতীয় নাগরিক, এনআরআই এবং এইচএনআই-রা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।
এখন ৭৭৭ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে যদি কেউ ১ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে ম্যাচিউরিটিতে তিনি কত রিটার্ন পাবেন? আগেই বলা হয়েছে, এই মেয়াদে ৭.১৫ শতাংশ হারে সুদ মিলছে। ফলে সুদ থেকে মিলবে ১৬,৫৪৩ টাকা। রিটার্ন দাঁড়াবে ১,১৬,৫৪৩ টাকা। প্রসঙ্গত, বলে রাখা ভাল, এই স্কিমে ৫ হাজার থেকে ২ কোটি টাকার কম বিনিয়োগ করা যায়।
এখন ৭৭৭ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে যদি কেউ ১ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে ম্যাচিউরিটিতে তিনি কত রিটার্ন পাবেন? আগেই বলা হয়েছে, এই মেয়াদে ৭.১৫ শতাংশ হারে সুদ মিলছে। ফলে সুদ থেকে মিলবে ১৬,৫৪৩ টাকা। রিটার্ন দাঁড়াবে ১,১৬,৫৪৩ টাকা। প্রসঙ্গত, বলে রাখা ভাল, এই স্কিমে ৫ হাজার থেকে ২ কোটি টাকার কম বিনিয়োগ করা যায়।
এছাড়া সুদের হার এক বছরের জন্য ৬.৭৫ শতাংশ, দেড় বছর অর্থাৎ ১৮ মাস মেয়াদে ৬.৭৫ শতাংশ , ১১১১ দিনের জন্য ৬,৪ শতাংশ এবং ১৭১৭ দিন মেয়াদে ৬.৪ শতাংশ, ১৭১৭ দিনে ৬.৭ শতাংশ এবং ২২০১ দিন মেয়াদে সুদের হার ৬.৪ শতাংশ।
এছাড়া সুদের হার এক বছরের জন্য ৬.৭৫ শতাংশ, দেড় বছর অর্থাৎ ১৮ মাস মেয়াদে ৬.৭৫ শতাংশ , ১১১১ দিনের জন্য ৬,৪ শতাংশ এবং ১৭১৭ দিন মেয়াদে ৬.৪ শতাংশ, ১৭১৭ দিনে ৬.৭ শতাংশ এবং ২২০১ দিন মেয়াদে সুদের হার ৬.৪ শতাংশ।
বিওবি আর্থ গ্রিন টার্ম ডিপোজিটের মাধ্যমে টাকা সবুজ প্রকল্প বা খাতে বরাদ্দ করা হবে। যেমন নবায়নযোগ্য শক্তি, পরিচ্ছন্ন পরিবহন, টেকসই জল ও বর্জ্য ব্যবস্থাপনা, শক্তি দক্ষতা, জলবায়ু পরিবর্তন, দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, গ্রিন হাউজ, জীববৈচিত্র্য সংরক্ষণ ইত্যাদি।
বিওবি আর্থ গ্রিন টার্ম ডিপোজিটের মাধ্যমে টাকা সবুজ প্রকল্প বা খাতে বরাদ্দ করা হবে। যেমন নবায়নযোগ্য শক্তি, পরিচ্ছন্ন পরিবহন, টেকসই জল ও বর্জ্য ব্যবস্থাপনা, শক্তি দক্ষতা, জলবায়ু পরিবর্তন, দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, গ্রিন হাউজ, জীববৈচিত্র্য সংরক্ষণ ইত্যাদি।

FD Interest Rate: বিনিয়োগকারীদের জন্য বড় ধামাকা, ৫ ব্যাঙ্কে ৯ শতাংশেরও বেশি সুদ, বাম্পার রিটার্নে জীবন তৈরি

বিভিন্ন ব্যাঙ্কের পক্ষ থেকে প্রবীণ নাগরিকদের জন্য বিরাট ফিক্সড ডিপোজিটে বিরাট সুবিধা রয়েছে ৷ অর্থাৎ প্রবীণ নাগরিক হলে ফিক্সড ডিপোজিটে বেশি সুদ পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
বিভিন্ন ব্যাঙ্কের পক্ষ থেকে প্রবীণ নাগরিকদের জন্য বিরাট ফিক্সড ডিপোজিটে বিরাট সুবিধা রয়েছে ৷ অর্থাৎ প্রবীণ নাগরিক হলে ফিক্সড ডিপোজিটে বেশি সুদ পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
বয়স্কদের বিনিয়োগ সুরক্ষিত করতে বিকল্প ব্যবস্থা হল এফডি ৷ এরফলে বর্তমান ও ভবিষ্যতের নির্মাণ হবে ৷ প্রতীকী ছবি ৷
বয়স্কদের বিনিয়োগ সুরক্ষিত করতে বিকল্প ব্যবস্থা হল এফডি ৷ এরফলে বর্তমান ও ভবিষ্যতের নির্মাণ হবে ৷ প্রতীকী ছবি ৷
আয়কর নিয়মের অন্তর্গত 80TTB প্রবীণ নাগরিকদের জন্য এফডিতে থেকে প্রাপ্ত সর্বোচ্চ ৫০,০০০ টাকা সুদের ক্ষেত্রে বিশেষ সুবিধা নিতে পারে ৷ প্রতীকী ছবি ৷
আয়কর নিয়মের অন্তর্গত 80TTB প্রবীণ নাগরিকদের জন্য এফডিতে থেকে প্রাপ্ত সর্বোচ্চ ৫০,০০০ টাকা সুদের ক্ষেত্রে বিশেষ সুবিধা নিতে পারে ৷ প্রতীকী ছবি ৷
যা আরও সুবিধা দিতে পারে ৷ বিগত সময় ধরে ফিক্সড ডিপোজিটে সুদের হার বেশি ভাল দেওয়া হয়ে থাকে ৷ কেননা বিগত সময় থেকে এফডিতে সুদের হার ভাল দিচ্ছে বেশ কয়েকটি ব্যাঙ্ক ৷ প্রতীকী ছবি ৷
যা আরও সুবিধা দিতে পারে ৷ বিগত সময় ধরে ফিক্সড ডিপোজিটে সুদের হার বেশি ভাল দেওয়া হয়ে থাকে ৷ কেননা বিগত সময় থেকে এফডিতে সুদের হার ভাল দিচ্ছে বেশ কয়েকটি ব্যাঙ্ক ৷ প্রতীকী ছবি ৷
এবার একনজরে দেখে নেওয়া যাক স্মল সেভিংস ব্যাঙ্কের পক্ষ থেকে সিনিয়র সিটিজেনদের সুদের হার ভাল দেওয়া হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
এবার একনজরে দেখে নেওয়া যাক স্মল সেভিংস ব্যাঙ্কের পক্ষ থেকে সিনিয়র সিটিজেনদের সুদের হার ভাল দেওয়া হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
ইকিটাস স্মল সেভিংস ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটের জন্য ৪ থেকে ৯ শতাংশ সুদ দেওয়া হবে ৷ প্রতীকী ছবি ৷
ইকিটাস স্মল সেভিংস ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটের জন্য ৪ থেকে ৯ শতাংশ সুদ দেওয়া হবে ৷ প্রতীকী ছবি ৷
৪৪৪ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৯ শতাংশ ৷ সিনিয়র সিটিজেনদের সুদ সাধারণ গ্রাহকদের তুলনায় ০.৫০ শতাংশ বেশি দেওয়া হয়ে থাকে ৷ ই সুদের হার চলছে গত ২১ অগাস্ট ২০২৩ থেকেই ৷ প্রতীকী ছবি ৷
৪৪৪ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৯ শতাংশ ৷ সিনিয়র সিটিজেনদের সুদ সাধারণ গ্রাহকদের তুলনায় ০.৫০ শতাংশ বেশি দেওয়া হয়ে থাকে ৷ ই সুদের হার চলছে গত ২১ অগাস্ট ২০২৩ থেকেই ৷ প্রতীকী ছবি ৷
ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের পক্ষ থেকে ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত সময়ের মধ্যে সুদের হার ৩.৬০ শতাংশ থেকে ৯.২১ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের পক্ষ থেকে ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত সময়ের মধ্যে সুদের হার ৩.৬০ শতাংশ থেকে ৯.২১ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
এই ব্যাঙ্কের পক্ষ থেকে সর্বাধিক সুদের পরিমাণ ৯.২১ শতাংশ ৷ যা ৭৫০ দিনের মেয়াদের এফডিতে পাওয়া যায় ৷ এই সুদের হার কার্যকর হয়েছে ২৮ অক্টোবর ২০২৩ থেকে কার্যকর হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
এই ব্যাঙ্কের পক্ষ থেকে সর্বাধিক সুদের পরিমাণ ৯.২১ শতাংশ ৷ যা ৭৫০ দিনের মেয়াদের এফডিতে পাওয়া যায় ৷ এই সুদের হার কার্যকর হয়েছে ২৮ অক্টোবর ২০২৩ থেকে কার্যকর হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
জনা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক অর্থাৎ সিনিয়র সিটিজেনদের জন্য ৭ দিন থেকে ১০ বছরের অবধিতে ফিক্সড ডিপোজিটে সুদের হার ৪.৫০ শতাংশ থেকে ৯.১০ শতাংশ সুদ ৷ প্রতীকী ছবি ৷
জনা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক অর্থাৎ সিনিয়র সিটিজেনদের জন্য ৭ দিন থেকে ১০ বছরের অবধিতে ফিক্সড ডিপোজিটে সুদের হার ৪.৫০ শতাংশ থেকে ৯.১০ শতাংশ সুদ ৷ প্রতীকী ছবি ৷
ব্যাঙ্কের পক্ষ থেকে সব থেকে বেশি সুদের হার ৯.১০ শতাংশ করা হয়েছে ৷ যা ২ বছরের উপরের এফডিতে সুদ রূপে দেওয়া হয় ৷ এই সুদের হার ২ ফেব্রুয়ারি ২০২৪ থেকে কার্যকর হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
ব্যাঙ্কের পক্ষ থেকে সব থেকে বেশি সুদের হার ৯.১০ শতাংশ করা হয়েছে ৷ যা ২ বছরের উপরের এফডিতে সুদ রূপে দেওয়া হয় ৷ এই সুদের হার ২ ফেব্রুয়ারি ২০২৪ থেকে কার্যকর হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছরের অবধিতে জমা টাকার উপরে ফিক্সড ডিপোজিটে সুদের হার ৪.৫০ শতাংশ থেকে ৯.১০ শতাংশ সুদ ৷ প্রতীকী ছবি ৷
সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছরের অবধিতে জমা টাকার উপরে ফিক্সড ডিপোজিটে সুদের হার ৪.৫০ শতাংশ থেকে ৯.১০ শতাংশ সুদ ৷ প্রতীকী ছবি ৷
ব্যাঙ্কের পক্ষ থেকে সব থেকে বেশি সুদের হার ৯.১০ শতাংশ করা হয়েছে ৷ যা ২ বছরের উপরের এফডিতে সুদ রূপে দেওয়া হয় ৷ এই সুদের হার কার্যকর হয়েছে গত ২২ ডিসেম্বর ২০২২ থেকেই ৷ প্রতীকী ছবি ৷
ব্যাঙ্কের পক্ষ থেকে সব থেকে বেশি সুদের হার ৯.১০ শতাংশ করা হয়েছে ৷ যা ২ বছরের উপরের এফডিতে সুদ রূপে দেওয়া হয় ৷ এই সুদের হার কার্যকর হয়েছে গত ২২ ডিসেম্বর ২০২২ থেকেই ৷ প্রতীকী ছবি ৷
ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের পক্ষ থেকে ৭ দিন থেকে ১০ বছরের অবধিতে জমা টাকার উপরে ৪.৫ শতাংশ থেকে ৯.৫০ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হবে ৷ প্রতীকী ছবি ৷
ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের পক্ষ থেকে ৭ দিন থেকে ১০ বছরের অবধিতে জমা টাকার উপরে ৪.৫ শতাংশ থেকে ৯.৫০ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হবে ৷ প্রতীকী ছবি ৷
১,০০১ দিনের অবধিতে ফিক্সড ডিপোজিটে সুদের হার সব থেকে বেশি ৯.৫০ শতাংশ হয়েছে যা গত ২ ফেব্রুয়ারি ২০২৪ থেকে কার্যকর হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
১,০০১ দিনের অবধিতে ফিক্সড ডিপোজিটে সুদের হার সব থেকে বেশি ৯.৫০ শতাংশ হয়েছে যা গত ২ ফেব্রুয়ারি ২০২৪ থেকে কার্যকর হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের পক্ষ থেকে ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে এফডিতে সুদের হার ৪.৬০ শতাংশ থেকে ৯.১০ শতাংশ পর্যন্ত ৷ এই ব্যাঙ্কের পক্ষ থেকে সব থেকে বেশি সুদের হার ৯.১০ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷
উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের পক্ষ থেকে ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে এফডিতে সুদের হার ৪.৬০ শতাংশ থেকে ৯.১০ শতাংশ পর্যন্ত ৷ এই ব্যাঙ্কের পক্ষ থেকে সব থেকে বেশি সুদের হার ৯.১০ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷
২ থেকে ৩ বছরের মেয়াদে এই সুদ পাওয়া যায় ৷ এই সুদের হার কার্যকর হয়েছে গত ২১ অগাস্ট ২০২৩ থেকেই ৷ প্রতীকী ছবি ৷
২ থেকে ৩ বছরের মেয়াদে এই সুদ পাওয়া যায় ৷ এই সুদের হার কার্যকর হয়েছে গত ২১ অগাস্ট ২০২৩ থেকেই ৷ প্রতীকী ছবি ৷

ফিক্সড ডিপোজিটই দেবে মোটা রিটার্ন, শুধু যদি বুদ্ধি খাটিয়ে এই কাজটা করেন

ফিক্সড ডিপোজিট বহু বছর ধরে যে কোনও ভারতীয় পরিবারের বিনিয়োগের সুরক্ষিত মাধ্যম। শেয়ার বাজারের ওঠাপড়ার ঝুঁকি এখানে নেই, ফলে বিনিয়োগ হয় নিরাপদ।
ফিক্সড ডিপোজিট বহু বছর ধরে যে কোনও ভারতীয় পরিবারের বিনিয়োগের সুরক্ষিত মাধ্যম। শেয়ার বাজারের ওঠাপড়ার ঝুঁকি এখানে নেই, ফলে বিনিয়োগ হয় নিরাপদ।
বর্তমানে বিভিন্ন ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে বেশ চড়া হারে সুদও দিচ্ছে। তবে অনেকেই জানেন না, বিশেষ পদ্ধতিতে ফিক্সড ডিপোজিটের নির্ধারিত রিটার্নকেই বহুগুণ বাড়ানো যায়। সেটা হল ‘ব্যাঙ্ক এফডি ল্যাডারিং’।
বর্তমানে বিভিন্ন ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে বেশ চড়া হারে সুদও দিচ্ছে। তবে অনেকেই জানেন না, বিশেষ পদ্ধতিতে ফিক্সড ডিপোজিটের নির্ধারিত রিটার্নকেই বহুগুণ বাড়ানো যায়। সেটা হল ‘ব্যাঙ্ক এফডি ল্যাডারিং’।
ব্যাঙ্ক এফডি ল্যাডারিং কী: ব্যাঙ্ক এফডি ল্যাডারিং এক ধরনের কৌশল। বিভিন্ন মেয়াদে একাধিক ফিক্সড ডিপোজিট করতে হয়। যাঁরা দীর্ঘ সময়ের জন্য ফিক্সড ডিপোজিট করতে চান, তাঁদের এই পদ্ধতিতে বিনিয়োগের পরামর্শ দেন আর্থিক বিশেষজ্ঞরা।
ব্যাঙ্ক এফডি ল্যাডারিং কী: ব্যাঙ্ক এফডি ল্যাডারিং এক ধরনের কৌশল। বিভিন্ন মেয়াদে একাধিক ফিক্সড ডিপোজিট করতে হয়। যাঁরা দীর্ঘ সময়ের জন্য ফিক্সড ডিপোজিট করতে চান, তাঁদের এই পদ্ধতিতে বিনিয়োগের পরামর্শ দেন আর্থিক বিশেষজ্ঞরা।
এফডি ল্যাডারিং সম্পর্কে যা জানতে হবে: মোট পরিমাণকে তিন বা চার ভাগে ভাগ করে ফিক্সড ডিপোজিট করা হয়। প্রত্যেক ভাগে বিনিয়োগের পরিমাণ এবং মেয়াদ ভিন্ন। এটা বিনিয়োগকারী তাঁর লক্ষ্য অনুযায়ী নিজেই ঠিক করতে পারেন।
এফডি ল্যাডারিং সম্পর্কে যা জানতে হবে: মোট পরিমাণকে তিন বা চার ভাগে ভাগ করে ফিক্সড ডিপোজিট করা হয়। প্রত্যেক ভাগে বিনিয়োগের পরিমাণ এবং মেয়াদ ভিন্ন। এটা বিনিয়োগকারী তাঁর লক্ষ্য অনুযায়ী নিজেই ঠিক করতে পারেন।
একটা উদাহরণ দিলে ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। ধরা যাক, কেউ ৫ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করাতে চান। এখন তিনি একবারে পুরো টাকা বিনিয়োগ না করে ল্যাডারিং কৌশল মেনে ১ লক্ষ টাকার ৫টা এফডি করবেন। মেয়াদ হবে ১,২,৩,৪ এবং ৫ বছর। প্রথম ফিক্সড ডিপোজিট যখন ১ বছরে ম্যাচিউর করবে তখন সুদ সহ যে রিটার্ন আসবে সেটা আবার চার বছরের জন্য বিনিয়োগ করবেন।
একটা উদাহরণ দিলে ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে। ধরা যাক, কেউ ৫ লাখ টাকার ফিক্সড ডিপোজিট করাতে চান। এখন তিনি একবারে পুরো টাকা বিনিয়োগ না করে ল্যাডারিং কৌশল মেনে ১ লক্ষ টাকার ৫টা এফডি করবেন। মেয়াদ হবে ১,২,৩,৪ এবং ৫ বছর। প্রথম ফিক্সড ডিপোজিট যখন ১ বছরে ম্যাচিউর করবে তখন সুদ সহ যে রিটার্ন আসবে সেটা আবার চার বছরের জন্য বিনিয়োগ করবেন।
২ বছরে যেটা ম্যাচিউর করছে সেটা আবার ৩ বছরের জন্য পুনরায় বিনিয়োগ। এভাবে প্রতি বছর একটা করে এফডি ম্যাচিউর করবে এবং সেটা ফের বিনিয়োগ করতে হবে। এভাবে পাঁচ বছর বিনিয়োগ চলতে থাকবে।
২ বছরে যেটা ম্যাচিউর করছে সেটা আবার ৩ বছরের জন্য পুনরায় বিনিয়োগ। এভাবে প্রতি বছর একটা করে এফডি ম্যাচিউর করবে এবং সেটা ফের বিনিয়োগ করতে হবে। এভাবে পাঁচ বছর বিনিয়োগ চলতে থাকবে।
এতে একলপ্তে ৫ লাখ বিনিয়োগ করলে যে রিটার্ন মিলত, তার থেকে অনেক বেশি টাকা পাওয়া যাবে। কারণ প্রতি বছর ফিক্সড ডিপোজিট ম্যাচিউর করলে তার সুদটাও ফের বিনিয়োগের জন্য ব্যবহার করা যাচ্ছে। এটাই ‘এফডি ল্যাডারিং’-এর সুবিধা।
এতে একলপ্তে ৫ লাখ বিনিয়োগ করলে যে রিটার্ন মিলত, তার থেকে অনেক বেশি টাকা পাওয়া যাবে। কারণ প্রতি বছর ফিক্সড ডিপোজিট ম্যাচিউর করলে তার সুদটাও ফের বিনিয়োগের জন্য ব্যবহার করা যাচ্ছে। এটাই ‘এফডি ল্যাডারিং’-এর সুবিধা।
এতে জমা টাকা নিরাপদে তো থাকছেই, সুদটাকেও ফের বিনিয়োগ করা যাচ্ছে। ফলে সাধারণ ফিক্সড ডিপোজিটের তুলনায় রিটার্ন আসছে অনেক বেশি।
এতে জমা টাকা নিরাপদে তো থাকছেই, সুদটাকেও ফের বিনিয়োগ করা যাচ্ছে। ফলে সাধারণ ফিক্সড ডিপোজিটের তুলনায় রিটার্ন আসছে অনেক বেশি।

Fixed Deposit-তে টাকা রাখতে চাইছেন? দেখে নিন সবচেয়ে বেশি হারে সুদ প্রদানকারী ২০টি ব্যাঙ্কের তালিকা

বর্তমান সময়ে ফিক্সড ডিপোজিট (এফডি) ব্যাপক হারে জনপ্রিয়তা অর্জন করেছে, মূলত বাজারের অস্থিরতার মধ্যে তাদের স্থিতিশীলতার কারণে। বাজারের পারফরম্যান্সের সঙ্গে সংযুক্ত বিনিয়োগের বিপরীতে, ওঠানামা সাপেক্ষে, এফডি-গুলি বিনিয়োগের শুরুতে নির্ধারিত একটি নির্দিষ্ট সুদের হার প্রদান করে।
বর্তমান সময়ে ফিক্সড ডিপোজিট (এফডি) ব্যাপক হারে জনপ্রিয়তা অর্জন করেছে, মূলত বাজারের অস্থিরতার মধ্যে তাদের স্থিতিশীলতার কারণে। বাজারের পারফরম্যান্সের সঙ্গে সংযুক্ত বিনিয়োগের বিপরীতে, ওঠানামা সাপেক্ষে, এফডি-গুলি বিনিয়োগের শুরুতে নির্ধারিত একটি নির্দিষ্ট সুদের হার প্রদান করে।
এই নিশ্চিত ভবিষ্যদ্বাণী নিরাপত্তার অনুভূতি প্রদান করে, বিশেষ করে যারা ঝুঁকি এড়াতে পছন্দ করেন তাদের কাছে আকর্ষণীয়।স্বনামধন্য প্রতিষ্ঠান, সাধারণত শক্তিশালী ক্রেডিট রেটিং-সহ ব্যাঙ্ক বা আর্থিক সংস্থাগুলি দ্বারা ইস্যু করা, এই আমানতগুলি প্রাথমিক আমানত হারানোর ঝুঁকিকে উল্লেখযোগ্য ভাবে হ্রাস করে এবং তাদের সতর্ক বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ বিকল্প হিসাবে প্রতিষ্ঠিত করে।
এই নিশ্চিত ভবিষ্যদ্বাণী নিরাপত্তার অনুভূতি প্রদান করে, বিশেষ করে যারা ঝুঁকি এড়াতে পছন্দ করেন তাদের কাছে আকর্ষণীয়।
স্বনামধন্য প্রতিষ্ঠান, সাধারণত শক্তিশালী ক্রেডিট রেটিং-সহ ব্যাঙ্ক বা আর্থিক সংস্থাগুলি দ্বারা ইস্যু করা, এই আমানতগুলি প্রাথমিক আমানত হারানোর ঝুঁকিকে উল্লেখযোগ্য ভাবে হ্রাস করে এবং তাদের সতর্ক বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ বিকল্প হিসাবে প্রতিষ্ঠিত করে।
তদুপরি, বিভিন্ন আর্থিক উদ্দেশ্য মিটমাট করার জন্য এগুলি বিভিন্ন মেয়াদে উপলব্ধ, কয়েক দিন থেকে কয়েক বছর পর্যন্ত বিস্তৃত। অধিকন্তু, কিছু আমানত নিয়মিত সুদ প্রদান করে, প্রয়োজনে বিনিয়োগকারীদের জন্য সময় বৃদ্ধি করে।
তদুপরি, বিভিন্ন আর্থিক উদ্দেশ্য মিটমাট করার জন্য এগুলি বিভিন্ন মেয়াদে উপলব্ধ, কয়েক দিন থেকে কয়েক বছর পর্যন্ত বিস্তৃত। অধিকন্তু, কিছু আমানত নিয়মিত সুদ প্রদান করে, প্রয়োজনে বিনিয়োগকারীদের জন্য সময় বৃদ্ধি করে।
ছোট ব্যাঙ্কের সুদের হার:ক্ষুদ্র আর্থিক ব্যাঙ্কগুলি সমস্ত ব্যাঙ্ক বিভাগের মধ্যে সবচেয়ে প্রতিযোগিতামূলক এফডি সুদের হার অফার করার পথে নেতৃত্ব দেয়। নির্ধারিত ক্ষুদ্র আর্থিক ব্যাঙ্কগুলি যেমন - ইউনিটি স্মল ফিনান্স ব্যাঙ্কের প্রতি বছর সর্বোচ্চ এফডি সুদের হার ৯.০০%, সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্কের প্রতি বছর সর্বোচ্চ এফডি সুদের হার ৮.৬৫% এর কাছাকাছি।
ছোট ব্যাঙ্কের সুদের হার:
ক্ষুদ্র আর্থিক ব্যাঙ্কগুলি সমস্ত ব্যাঙ্ক বিভাগের মধ্যে সবচেয়ে প্রতিযোগিতামূলক এফডি সুদের হার অফার করার পথে নেতৃত্ব দেয়। নির্ধারিত ক্ষুদ্র আর্থিক ব্যাঙ্কগুলি যেমন – ইউনিটি স্মল ফিনান্স ব্যাঙ্কের প্রতি বছর সর্বোচ্চ এফডি সুদের হার ৯.০০%, সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্কের প্রতি বছর সর্বোচ্চ এফডি সুদের হার ৮.৬৫% এর কাছাকাছি।
নির্ধারিত প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলিতে, SBM ব্যাঙ্কের প্রতি বছর সর্বোচ্চ FD সুদের হার ৮.২৫%। তফসিলি পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির জন্য, পাঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক সর্বোচ্চ এফডি রেট অফার করে, যা প্রতি বছরে সর্বোচ্চ ৭.৪০% হার পর্যন্ত পৌঁছয় ৪৪৪ দিনের মেয়াদের জন্য।
নির্ধারিত প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলিতে, SBM ব্যাঙ্কের প্রতি বছর সর্বোচ্চ FD সুদের হার ৮.২৫%। তফসিলি পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির জন্য, পাঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক সর্বোচ্চ এফডি রেট অফার করে, যা প্রতি বছরে সর্বোচ্চ ৭.৪০% হার পর্যন্ত পৌঁছয় ৪৪৪ দিনের মেয়াদের জন্য।
সিনিয়র সিটিজেনদের লাভ:ভারতের সিনিয়র সিটিজেনরা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে লাভজনক সুবিধা ভোগ করে। নিয়মিত এফডি-র বিপরীতে, তাদের আমানতের উপর অতিরিক্ত ৫০-৮০ বেসিস পয়েন্ট (bps) উপার্জন করার সম্ভাবনা রয়েছে, যা বিশেষ করে বর্ধিত মেয়াদের জন্য রিটার্নে যথেষ্ট বৃদ্ধি ঘটায়।
সিনিয়র সিটিজেনদের লাভ:
ভারতের সিনিয়র সিটিজেনরা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে লাভজনক সুবিধা ভোগ করে। নিয়মিত এফডি-র বিপরীতে, তাদের আমানতের উপর অতিরিক্ত ৫০-৮০ বেসিস পয়েন্ট (bps) উপার্জন করার সম্ভাবনা রয়েছে, যা বিশেষ করে বর্ধিত মেয়াদের জন্য রিটার্নে যথেষ্ট বৃদ্ধি ঘটায়।
ব্যাখ্যা করার জন্য, একটি স্ট্যান্ডার্ড ৫-বছরের জন্য প্রতি বছরে এফডি-তে সুদের হার ৮% লাভ করতে পারে, একজন সিনিয়র সিটিজেন FD তে প্রতি বছরে ৮.৫০% রিটার্ন জেনারেট করতে পারে বা এমনকী ৮.৮০%। যা নির্ভর করে বিভিন্ন ব্যাঙ্কিং প্রতিষ্ঠানের উপর। বর্তমানে, অনেক ব্যাঙ্ক এবং ছোট ফাইন্যান্স ব্যাঙ্ক (SFBs) সিনিয়র সিটিজেনদের FD তে প্রতি বছরে ৯.৫০% পর্যন্ত সুদ অফার করে। এই হার উল্লেখযোগ্য ভাবে আকর্ষণীয়, বিশেষ করে ক্রমবর্ধমান সুদের হারের ক্ষেত্রে।
ব্যাখ্যা করার জন্য, একটি স্ট্যান্ডার্ড ৫-বছরের জন্য প্রতি বছরে এফডি-তে সুদের হার ৮% লাভ করতে পারে, একজন সিনিয়র সিটিজেন FD তে প্রতি বছরে ৮.৫০% রিটার্ন জেনারেট করতে পারে বা এমনকী ৮.৮০%। যা নির্ভর করে বিভিন্ন ব্যাঙ্কিং প্রতিষ্ঠানের উপর। বর্তমানে, অনেক ব্যাঙ্ক এবং ছোট ফাইন্যান্স ব্যাঙ্ক (SFBs) সিনিয়র সিটিজেনদের FD তে প্রতি বছরে ৯.৫০% পর্যন্ত সুদ অফার করে। এই হার উল্লেখযোগ্য ভাবে আকর্ষণীয়, বিশেষ করে ক্রমবর্ধমান সুদের হারের ক্ষেত্রে।
অবিশ্বাস্য নমনীয়তা:এই এফডি বিনিয়োগগুলি সহজ নমনীয়তা প্রদান করে। সিনিয়র সিটিজেনদের ১ বছর থেকে ১০ বছর পর্যন্ত বিস্তৃত এফডি মেয়াদ বাছাই করার স্বাধীনতা রয়েছে, যা তাদের নির্দিষ্ট চাহিদা এবং লক্ষ্যগুলির সঙ্গে তাদের বিনিয়োগকে সারিবদ্ধ করতে সক্ষম করে।
অবিশ্বাস্য নমনীয়তা:
এই এফডি বিনিয়োগগুলি সহজ নমনীয়তা প্রদান করে। সিনিয়র সিটিজেনদের ১ বছর থেকে ১০ বছর পর্যন্ত বিস্তৃত এফডি মেয়াদ বাছাই করার স্বাধীনতা রয়েছে, যা তাদের নির্দিষ্ট চাহিদা এবং লক্ষ্যগুলির সঙ্গে তাদের বিনিয়োগকে সারিবদ্ধ করতে সক্ষম করে।
উদাহরণস্বরূপ, মাসিক সুদের অর্থ প্রদানের সঙ্গে একটি সংক্ষিপ্ত মেয়াদের জন্য বেছে নেওয়া নিয়মিত আয়ের সন্ধানকারীদের জন্য আদর্শ। বিপরীত ভাবে, চক্রবৃদ্ধি সুদের সঙ্গে একটি দীর্ঘ মেয়াদ নির্বাচন করা দীর্ঘমেয়াদী আর্থিক উদ্দেশ্যগুলির জন্য একটি কৌশলগত পছন্দ সর্বোচ্চ আয়ের লক্ষ্য।
উদাহরণস্বরূপ, মাসিক সুদের অর্থ প্রদানের সঙ্গে একটি সংক্ষিপ্ত মেয়াদের জন্য বেছে নেওয়া নিয়মিত আয়ের সন্ধানকারীদের জন্য আদর্শ। বিপরীত ভাবে, চক্রবৃদ্ধি সুদের সঙ্গে একটি দীর্ঘ মেয়াদ নির্বাচন করা দীর্ঘমেয়াদী আর্থিক উদ্দেশ্যগুলির জন্য একটি কৌশলগত পছন্দ সর্বোচ্চ আয়ের লক্ষ্য।
এক নজরে দেখে নেওয়া যাক, বিভিন্ন ব্যাঙ্ক দ্বারা প্রদত্ত শীর্ষস্থানীয় এফডি হার:
এক নজরে দেখে নেওয়া যাক, বিভিন্ন ব্যাঙ্ক দ্বারা প্রদত্ত শীর্ষস্থানীয় এফডি হার:
১. ইউনিটি স্মল ফিনান্স ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৯.০০%। ১ বছরের এফডি রেট ৭.৩৫%। ৩ বছরের এফডি রেট ৭.৬৫%। ৫ বছরের এফডি রেট ৭.৬৫%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০%।২. সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৮.৬৫%। ১ বছরের এফডি রেট ৬.৮৫%। ৩ বছরের এফডি রেট ৮.৬০%। ৫ বছরের এফডি রেট ৮.২৫%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৪০-০.৫০%। ৩. ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৮.৬১%। ১ বছরের এফডি রেট ৭.৬৫%। ৩ বছরের এফডি রেট ৮.১১%। ৫ বছরের এফডি রেট ৮.০০%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৬০%।
১. ইউনিটি স্মল ফিনান্স ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৯.০০%। ১ বছরের এফডি রেট ৭.৩৫%। ৩ বছরের এফডি রেট ৭.৬৫%। ৫ বছরের এফডি রেট ৭.৬৫%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০%।
২. সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৮.৬৫%। ১ বছরের এফডি রেট ৬.৮৫%। ৩ বছরের এফডি রেট ৮.৬০%। ৫ বছরের এফডি রেট ৮.২৫%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৪০-০.৫০%।
৩. ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৮.৬১%। ১ বছরের এফডি রেট ৭.৬৫%। ৩ বছরের এফডি রেট ৮.১১%। ৫ বছরের এফডি রেট ৮.০০%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৬০%।
৪. ইকুইটাস স্মল ফিনান্স ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৮.৫০%। ১ বছরের এফডি রেট ৮.২০%। ৩ বছরের এফডি রেট ৮.০০%। ৫ বছরের এফডি রেট ৭.২৫%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০%।৫. জন স্মল ফিনান্স ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৮.৫০%। ১ বছরের এফডি রেট ৮.৫০%। ৩ বছরের এফডি রেট ৭.২৫%। ৫ বছরের এফডি রেট ৭.২৫%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০%। ৬. উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৮.৫০%। ১ বছরের এফডি রেট ৮.০০%। ৩ বছরের এফডি রেট ৮.৫০%। ৫ বছরের এফডি রেট ৭.৫০%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৬০%।
৪. ইকুইটাস স্মল ফিনান্স ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৮.৫০%। ১ বছরের এফডি রেট ৮.২০%। ৩ বছরের এফডি রেট ৮.০০%। ৫ বছরের এফডি রেট ৭.২৫%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০%।
৫. জন স্মল ফিনান্স ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৮.৫০%। ১ বছরের এফডি রেট ৮.৫০%। ৩ বছরের এফডি রেট ৭.২৫%। ৫ বছরের এফডি রেট ৭.২৫%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০%।
৬. উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৮.৫০%। ১ বছরের এফডি রেট ৮.০০%। ৩ বছরের এফডি রেট ৮.৫০%। ৫ বছরের এফডি রেট ৭.৫০%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৬০%।
৭. এসবিএম ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৮.২৫%। ১ বছরের এফডি রেট ৭.০৫%। ৩ বছরের এফডি রেট ৭.৩০%। ৫ বছরের এফডি রেট ৭.৭৫%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০%।৮. ESAF স্মল ফিনান্স ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৮.২৫%। ১ বছরের এফডি রেট ৬.০০%। ৩ বছরের এফডি রেট ৬.৭৫%। ৫ বছরের এফডি রেট ৬.২৫%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০%। ৯. উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৮.২৫%। ১ বছরের এফডি রেট ৮.২৫%। ৩ বছরের এফডি রেট ৭.২০%। ৫ বছরের এফডি রেট ৭.২০%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০%।
৭. এসবিএম ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৮.২৫%। ১ বছরের এফডি রেট ৭.০৫%। ৩ বছরের এফডি রেট ৭.৩০%। ৫ বছরের এফডি রেট ৭.৭৫%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০%।
৮. ESAF স্মল ফিনান্স ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৮.২৫%। ১ বছরের এফডি রেট ৬.০০%। ৩ বছরের এফডি রেট ৬.৭৫%। ৫ বছরের এফডি রেট ৬.২৫%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০%।
৯. উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৮.২৫%। ১ বছরের এফডি রেট ৮.২৫%। ৩ বছরের এফডি রেট ৭.২০%। ৫ বছরের এফডি রেট ৭.২০%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০%।
১০. এইউ স্মল ফিনান্স ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৮.০০%। ১ বছরের এফডি রেট ৬.৭৫%। ৩ বছরের এফডি রেট ৮.০০%। ৫ বছরের এফডি রেট ৭.২৫%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০%।১১. আরবিএল ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৮.০০%। ১ বছরের এফডি রেট ৭.৫০%। ৩ বছরের এফডি রেট ৭.৫০%। ৫ বছরের এফডি রেট ৭.১০%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০%।
১০. এইউ স্মল ফিনান্স ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৮.০০%। ১ বছরের এফডি রেট ৬.৭৫%। ৩ বছরের এফডি রেট ৮.০০%। ৫ বছরের এফডি রেট ৭.২৫%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০%।
১১. আরবিএল ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৮.০০%। ১ বছরের এফডি রেট ৭.৫০%। ৩ বছরের এফডি রেট ৭.৫০%। ৫ বছরের এফডি রেট ৭.১০%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০%।
১২. ডিসিবি ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৮.০০%। ১ বছরের এফডি রেট ৭.১৫%। ৩ বছরের এফডি রেট ৭.৬০%। ৫ বছরের এফডি রেট ৭.৪০%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০-০.৬০%। ১৩. বন্ধন ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৭.৮৫%। ১ বছরের এফডি রেট ৭.২৫%। ৩ বছরের এফডি রেট ৭.২৫%। ৫ বছরের এফডি রেট ৫.৮৫%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০-০.৭৫%।

১২. ডিসিবি ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৮.০০%। ১ বছরের এফডি রেট ৭.১৫%। ৩ বছরের এফডি রেট ৭.৬০%। ৫ বছরের এফডি রেট ৭.৪০%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০-০.৬০%।
১৩. বন্ধন ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৭.৮৫%। ১ বছরের এফডি রেট ৭.২৫%। ৩ বছরের এফডি রেট ৭.২৫%। ৫ বছরের এফডি রেট ৫.৮৫%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০-০.৭৫%।
১৪. ইন্ডাসইন্ড ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৭.৮৫%। ১ বছরের এফডি রেট ৭.৫০%। ৩ বছরের এফডি রেট ৭.২৫%। ৫ বছরের এফডি রেট ৭.২৫%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৪০-০.৭৫%।১৫. শিবালিক স্মল ফিনান্স ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৭.৮০%। ১ বছরের এফডি রেট ৭.৮০%। ৩ বছরের এফডি রেট ৭.৫০%। ৫ বছরের এফডি রেট ৬.৫০%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০%।
১৪. ইন্ডাসইন্ড ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৭.৮৫%। ১ বছরের এফডি রেট ৭.৫০%। ৩ বছরের এফডি রেট ৭.২৫%। ৫ বছরের এফডি রেট ৭.২৫%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৪০-০.৭৫%।
১৫. শিবালিক স্মল ফিনান্স ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৭.৮০%। ১ বছরের এফডি রেট ৭.৮০%। ৩ বছরের এফডি রেট ৭.৫০%। ৫ বছরের এফডি রেট ৬.৫০%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০%।
১৬. আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৭.৭৫%। ১ বছরের এফডি রেট ৬.৫০%। ৩ বছরের এফডি রেট ৭.২৫%। ৫ বছরের এফডি রেট ৭.০০%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০%।১৭. ইয়েস ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৭.৭৫%। ১ বছরের এফডি রেট ৭.২৫%। ৩ বছরের এফডি রেট ৭.২৫%। ৫ বছরের এফডি রেট ৭.২৫%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০-০.৭৫%। ১৮. পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৭.৪০%। ১ বছরের এফডি রেট ৬.২০%। ৩ বছরের এফডি রেট ৬.০০%। ৫ বছরের এফডি রেট ৬.০০%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০%।
১৬. আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৭.৭৫%। ১ বছরের এফডি রেট ৬.৫০%। ৩ বছরের এফডি রেট ৭.২৫%। ৫ বছরের এফডি রেট ৭.০০%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০%।
১৭. ইয়েস ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৭.৭৫%। ১ বছরের এফডি রেট ৭.২৫%। ৩ বছরের এফডি রেট ৭.২৫%। ৫ বছরের এফডি রেট ৭.২৫%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০-০.৭৫%।
১৮. পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৭.৪০%। ১ বছরের এফডি রেট ৬.২০%। ৩ বছরের এফডি রেট ৬.০০%। ৫ বছরের এফডি রেট ৬.০০%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০%।
১৯. পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৭.২৫%। ১ বছরের এফডি রেট ৬.৭৫%। ৩ বছরের এফডি রেট ৭.০০%। ৫ বছরের এফডি রেট ৬.৫০%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০%।২০. ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৭.২৫%। ১ বছরের এফডি রেট ৬.৮৫%। ৩ বছরের এফডি রেট ৭.২৫%। ৫ বছরের এফডি রেট ৬.৫০%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০-১.০০%।
১৯. পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৭.২৫%। ১ বছরের এফডি রেট ৬.৭৫%। ৩ বছরের এফডি রেট ৭.০০%। ৫ বছরের এফডি রেট ৬.৫০%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০%।
২০. ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্কের সর্বোচ্চ এফডি রেট ৭.২৫%। ১ বছরের এফডি রেট ৬.৮৫%। ৩ বছরের এফডি রেট ৭.২৫%। ৫ বছরের এফডি রেট ৬.৫০%। সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদের হার ০.৫০-১.০০%।
এফডি-তে কি বিনিয়োগ করা উচিত?নিঃসন্দেহে, এফডি-গুলি বিনিয়োগকারীদের জন্য একটি চমৎকার পছন্দ হিসাবে রয়েছে। যাঁরা বিনিয়োগে স্থিতিশীলতা এবং পূর্বাভাসযোগ্যতাকে অগ্রাধিকার দেন, তাঁদের জন্য এটা আদর্শ। বিশেষ করে যাঁরা ঝুঁকি নিতে চান না। ইস্যুকারী প্রতিষ্ঠানের সমর্থন এবং নিশ্চিত রিটার্নের নিশ্চয়তার কারণে এই আমানতগুলিকে সবচেয়ে নিরাপদ বিনিয়োগের বিকল্প হিসাবে বিবেচনা করা হয়। এফডি-কে এমন ব্যক্তিদের কাছে আকর্ষণীয় করে তোলেন, যাঁরা স্টক মার্কেট এবং অন্যান্য অস্থির বিনিয়োগের ওঠানামা থেকে দূরে থাকতে পছন্দ করেন।
এফডি-তে কি বিনিয়োগ করা উচিত?
নিঃসন্দেহে, এফডি-গুলি বিনিয়োগকারীদের জন্য একটি চমৎকার পছন্দ হিসাবে রয়েছে। যাঁরা বিনিয়োগে স্থিতিশীলতা এবং পূর্বাভাসযোগ্যতাকে অগ্রাধিকার দেন, তাঁদের জন্য এটা আদর্শ। বিশেষ করে যাঁরা ঝুঁকি নিতে চান না। ইস্যুকারী প্রতিষ্ঠানের সমর্থন এবং নিশ্চিত রিটার্নের নিশ্চয়তার কারণে এই আমানতগুলিকে সবচেয়ে নিরাপদ বিনিয়োগের বিকল্প হিসাবে বিবেচনা করা হয়। এফডি-কে এমন ব্যক্তিদের কাছে আকর্ষণীয় করে তোলেন, যাঁরা স্টক মার্কেট এবং অন্যান্য অস্থির বিনিয়োগের ওঠানামা থেকে দূরে থাকতে পছন্দ করেন।
উপরন্তু, স্থায়ী আমানত বিনিয়োগের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসাবে কাজ করে, যা বিনিয়োগকারীদের কার্যকর ভাবে আর্থিক ঝুঁকি পরিচালনা করতে দেয়। পূর্ব নির্ধারিত রিটার্ন নিরাপত্তার অনুভূতি প্রদান করে, মানসিক শান্তি প্রদান করে এবং কার্যকর আর্থিক পরিকল্পনার সুবিধা প্রদান করে।
উপরন্তু, স্থায়ী আমানত বিনিয়োগের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হিসাবে কাজ করে, যা বিনিয়োগকারীদের কার্যকর ভাবে আর্থিক ঝুঁকি পরিচালনা করতে দেয়। পূর্ব নির্ধারিত রিটার্ন নিরাপত্তার অনুভূতি প্রদান করে, মানসিক শান্তি প্রদান করে এবং কার্যকর আর্থিক পরিকল্পনার সুবিধা প্রদান করে।

FD-করাচ্ছেন ? জানেন তো এখানেও রিস্ক রয়েছে ? ৯৯% গ্রাহকই জানেন না !

Corporate Fixed Deposit Vs Bank FD: ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট সব সময়ই বিনিয়োগের জন্য সকলের কাছে সবচেয়ে জনপ্রিয় ৷ এর সবচেয়ে বড় কারণ হচ্ছে ব্যাঙ্কের এফডি-তে নির্দিষ্ট সুদ পাওয়া যায় ৷ কিন্তু অনেকেই জানেন না যে এফডি-তে টাকা রাখার ক্ষেত্রেও রিস্ক রয়েছে ৷ ফিক্সড ডিপোজিট সাধারণত দু’ধরনের হয়- ব্যাঙ্ক এফডি আর কর্পোরেট এফডি ৷
Corporate Fixed Deposit Vs Bank FD: ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট সব সময়ই বিনিয়োগের জন্য সকলের কাছে সবচেয়ে জনপ্রিয় ৷ এর সবচেয়ে বড় কারণ হচ্ছে ব্যাঙ্কের এফডি-তে নির্দিষ্ট সুদ পাওয়া যায় ৷ কিন্তু অনেকেই জানেন না যে এফডি-তে টাকা রাখার ক্ষেত্রেও রিস্ক রয়েছে ৷ ফিক্সড ডিপোজিট সাধারণত দু’ধরনের হয়- ব্যাঙ্ক এফডি আর কর্পোরেট এফডি ৷
কর্পোরেট এফডি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের থেকে বেশি সুদ দিয়ে থাকে ৷ কিন্তু এখানে একটি ট্যুইস্ট রয়েছে যার জেরে কর্পোরেট এফডি-তে বিনিয়োগে রিস্ক থেকে যায় ৷ অনেকেই ব্যাঙ্ক এফডি এবং কর্পোরেট এফডি-র মধ্যে যে পার্থক্য রয়েছে তা জানেন না ৷

কর্পোরেট এফডি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের থেকে বেশি সুদ দিয়ে থাকে ৷ কিন্তু এখানে একটি ট্যুইস্ট রয়েছে যার জেরে কর্পোরেট এফডি-তে বিনিয়োগে রিস্ক থেকে যায় ৷ অনেকেই ব্যাঙ্ক এফডি এবং কর্পোরেট এফডি-র মধ্যে যে পার্থক্য রয়েছে তা জানেন না ৷
কী এই কর্পোরেট এফডি? সাধারণত ব্যাঙ্কের এফডি থেকে কর্পোরেট এফডি-তে ১ থেকে ২ শতাংশ বেশি সুদ পাওয়া যায় ৷ আপাতত রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক বিভিন্ন মেয়াদের এফডি-তে ৬ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে ৷ NBFCs কর্পোরেট এফডি-তে ৮ থেকে ৯ শতাংশ সুদ দিয়ে থাকে ৷ কম্পানি এফডি বা কর্পোরেট এফডি, নন ব্যাঙ্কিং ফিন্যান্সিয়াল সংস্থা জারি করে থাকে ৷
কী এই কর্পোরেট এফডি?
সাধারণত ব্যাঙ্কের এফডি থেকে কর্পোরেট এফডি-তে ১ থেকে ২ শতাংশ বেশি সুদ পাওয়া যায় ৷ আপাতত রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক বিভিন্ন মেয়াদের এফডি-তে ৬ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে ৷ NBFCs কর্পোরেট এফডি-তে ৮ থেকে ৯ শতাংশ সুদ দিয়ে থাকে ৷ কম্পানি এফডি বা কর্পোরেট এফডি, নন ব্যাঙ্কিং ফিন্যান্সিয়াল সংস্থা জারি করে থাকে ৷
কেন বেশি সুদ পাওয়া যায় ? এখন প্রশ্ন হচ্ছে কেন কর্পোরেট এফডি-তে বেশি সুদ পাওয়া যায় এবং ব্যাঙ্ক এফডি-তে কম ? আসলে ব্যাঙ্ক এফডি-কে একটি সুরক্ষিত ফিন্যান্সিয়াল প্রোডাক্ট মনে করা হয় ৷ কিন্তু কর্পোরেট এফডি-র ক্ষেত্রে বিষয়টা অন্য ৷ ব্যাঙ্ক বাজারের আদিল শেট্টি জানিয়েছেন, কর্পোরেট এফডি আসলে বেশি সুদ গ্রাহক টানার জন্য করে থাকে ৷
কেন বেশি সুদ পাওয়া যায় ?
এখন প্রশ্ন হচ্ছে কেন কর্পোরেট এফডি-তে বেশি সুদ পাওয়া যায় এবং ব্যাঙ্ক এফডি-তে কম ? আসলে ব্যাঙ্ক এফডি-কে একটি সুরক্ষিত ফিন্যান্সিয়াল প্রোডাক্ট মনে করা হয় ৷ কিন্তু কর্পোরেট এফডি-র ক্ষেত্রে বিষয়টা অন্য ৷ ব্যাঙ্ক বাজারের আদিল শেট্টি জানিয়েছেন, কর্পোরেট এফডি আসলে বেশি সুদ গ্রাহক টানার জন্য করে থাকে ৷
কিন্তু এটা বোঝা দরকার কর্পোরেট এফডি করানো মানে কোনও বিশেষ ফিন্যান্সিয়াল সংস্থার টাকা ধার নেওয়ার মতো ৷ কারণ আপনার বিনিয়োগের সুরক্ষা সংস্থার উপর নির্ভর করবে ৷
কিন্তু এটা বোঝা দরকার কর্পোরেট এফডি করানো মানে কোনও বিশেষ ফিন্যান্সিয়াল সংস্থার টাকা ধার নেওয়ার মতো ৷ কারণ আপনার বিনিয়োগের সুরক্ষা সংস্থার উপর নির্ভর করবে ৷
কম্পানি যদি কোনও আর্থিক সমস্যায় পড়ে বা সংস্থা দেউলিয়া হয়ে গেলে এফডি-র সুদ বা মূল টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ ফলে কর্পোরেট এফডি করার আগে সংস্থার বিষয়ে ভাল করে রিসার্চ করে নিন ৷
কম্পানি যদি কোনও আর্থিক সমস্যায় পড়ে বা সংস্থা দেউলিয়া হয়ে গেলে এফডি-র সুদ বা মূল টাকা ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ ফলে কর্পোরেট এফডি করার আগে সংস্থার বিষয়ে ভাল করে রিসার্চ করে নিন ৷