ঘরের ভিতরে জল

Bankura News: ঘরের ভিতর এক হাঁটু জল… সেখানেই মাধ্যমিকের প্রস্তুতি দিনমজুরের ছেলের

বাঁকুড়া: নিম্নচাপের জেরে নাগাড়ে বৃষ্টি। বাঁকুড়ার খাতড়া ব্লকের ধানাড়া অঞ্চলের হাজামডিহি গ্রামের বাড়িতে বাড়িতে জল। তেমনই অবস্থা  বরণ মণ্ডলের বাড়ির ভিতর। স্ত্রী খাটের উপর বসে রান্না করে দুপুরের খাবারের ব্যবস্থা করছেন। এক হাঁটু জলের উপরে বসেই পড়াশোনা চালাচ্ছে ছেলে।

বরণ জানান, বৃষ্টি হলেই বাড়ির ভিতরে এক হাঁটু জল হয়ে যায়। গতকাল রাতে প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে থাকার ব্যবস্থা করেছিল। চরম সমস্যায় রয়েছেন তিনি।

আরও পড়ুন: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর অভিযোগ…! CBI ‘রিমান্ড কপিতে’ যা বেরিয়ে এল, চমকে দেবে!

দিনমজুর করে কোনওমতে সংসার চালান বরণ। অনেক দিনের পুরনো বাড়ি। চলতি বছরেই এই সমস্যা দেখা দিয়েছে। জলে ডুবে রয়েছে খাট, আলমারি, আয়না। তার মধ্যেই আবার বিদ্যুতের সংযোগ রয়েছে বাড়িতে। আলো না জ্বালালে গোটা বাড়ি অন্ধকার। আবহাওয়া পরিষ্কার হলে পাম্প লাগিয়ে বাড়ির ভিতরে জল বার করতে হয়। প্রশাসনের সাহায্য চেয়েছেন তাঁরা।