গন্ধেশ্বরী ব্রিজ

Weekend Trip: বাঁকুড়া এসে সবাই একই জায়গায় ঘোরে, আপনি পৌঁছে যান অফবিট এই ৫ জায়গায়! না হলে বড় মিস করবেন

*বাঁকুড়া শহরে ঘুরতে আসছেন? ভুলেও মিস করবেন না এই পাঁচটি জায়গা। রথ দেখা কলা বেচা সব হবে।
*বাঁকুড়া শহরে ঘুরতে আসছেন? ভুলেও মিস করবেন না এই পাঁচটি জায়গা। রথ দেখা কলা বেচা সব হবে।
*বাঁকুড়া শহর থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে, এক্তেশ্বরের শিব মন্দির। মল্লভূম বিষ্ণুপুর এবং সামন্তভূম ছাতনার ইতিহাসে বিশেষ ভূমিকা পালন করেছে এই মন্দির।
*বাঁকুড়া শহর থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে, এক্তেশ্বরের শিব মন্দির। মল্লভূম বিষ্ণুপুর এবং সামন্তভূম ছাতনার ইতিহাসে বিশেষ ভূমিকা পালন করেছে এই মন্দির।
*বাঁকুড়া জেলার সর্বপ্রথম এবং প্রাচীনতম পত্রিকা বাঁকুড়া দর্পণের সম্পাদক ছিলেন রায় বাহাদুর ডক্টর রামনাথ মুখোপাধ্যায়। ১৮৯২ সালে নিজস্ব প্রেস থেকে ছেপে বের হয় এই পত্রিকার প্রথম পর্ব। বাঁকুড়ার নুতনগঞ্জে এখনও রয়েছে তাঁর বাড়ি, এই সম্পত্তি ইতিহাসের জীবন্ত দলিল।
*বাঁকুড়া জেলার সর্বপ্রথম এবং প্রাচীনতম পত্রিকা বাঁকুড়া দর্পণের সম্পাদক ছিলেন রায় বাহাদুর ডক্টর রামনাথ মুখোপাধ্যায়। ১৮৯২ সালে নিজস্ব প্রেস থেকে ছেপে বের হয় এই পত্রিকার প্রথম পর্ব। বাঁকুড়ার নুতনগঞ্জে এখনও রয়েছে তাঁর বাড়ি, এই সম্পত্তি ইতিহাসের জীবন্ত দলিল।
*বাঁকুড়া শহরের পোদ্দার পাড়া। স্বর্ণকারদের পাড়া এটি। এই পাড়ায় রয়েছে সম্পূর্ণ পিতলের তৈরি একটি ত্রিশ ফুটের রথ। এই রথ দেখতে দূর দূরান্ত থেকে আসেন মানুষ।
*বাঁকুড়া শহরের পোদ্দার পাড়া। স্বর্ণকারদের পাড়া এটি। এই পাড়ায় রয়েছে সম্পূর্ণ পিতলের তৈরি একটি ত্রিশ ফুটের রথ। এই রথ দেখতে দূর দূরান্ত থেকে আসেন মানুষ।
*বাঁকুড়ার লালবাজারের কামারপাড়া। ৩৫০ বছরের ইতিহাস। বিষ্ণুপুর থেকে রাজার ভয়ে পালিয়ে এসেছিলেন কামাররা। তারপর থেকেই বাঁকুড়া শহরের কামারপাড়ায় শোনা যায় কাঁসা পেটানোর আওয়াজ।
*বাঁকুড়ার লালবাজারের কামারপাড়া। ৩৫০ বছরের ইতিহাস। বিষ্ণুপুর থেকে রাজার ভয়ে পালিয়ে এসেছিলেন কামাররা। তারপর থেকেই বাঁকুড়া শহরের কামারপাড়ায় শোনা যায় কাঁসা পেটানোর আওয়াজ।
*বাঁকুড়া শহর সংলগ্ন বিগনা ডোকরা শিল্পডাঙা। এই গ্রাম হল পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক স্বীকৃতি পাওয়া একটি মডেল গ্রাম। এই গ্রামের শিল্পীরা ডোকরা শিল্পের চর্চা করেন বছরভর।
*বাঁকুড়া শহর সংলগ্ন বিগনা ডোকরা শিল্পডাঙা। এই গ্রাম হল পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক স্বীকৃতি পাওয়া একটি মডেল গ্রাম। এই গ্রামের শিল্পীরা ডোকরা শিল্পের চর্চা করেন বছরভর।