মানুষের ভিড়

Bankura News: বাঁকুড়ায় ‘সমাজ সংস্কারে’ নাট্যকর্মীরা! গ্রামে গ্রামে পথনাটক, ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ

বাঁকুড়া: বাঁকুড়ার চারটি নাট্যদলের এক জোট হয়ে সমাজের কলুষতা দূর করার জনকল্যাণকর এক উদ্যোগ। পথনাটিকার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে গভীর বার্তা। তবে একদিন দু’দিনের জন্য নয়! কমপক্ষে এক বছর ধরে প্রতি রবিবার বাঁকুড়া শহর সংলগ্ন বিভিন্ন গ্রামে গিয়ে ছোট ছোট পথনাটিকার মাধ্যমে সমাজ সংস্কার করার চিন্তাভাবনা করেছেন প্রায় ১৮ জন থিয়েটার কর্মী। তাঁরা বিশ্বাস করেন যে, প্রতিটি মানুষের একটি নিজস্ব ভাষা রয়েছে। এবং থিয়েটার কর্মীদের ভাষা হল অভিনয়। সেই কারণেই পথে নেমেছেন তাঁরা।

মঞ্চে নয়, পথে নেমে একদম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন বার্তা। থিয়েটার কর্মী সুতোসোম ভাদুরি বলেন, “আমরা থিয়েটারের ভাষা বুঝি, সেই কারণে আমরা উপলব্ধি করেছি যে পথে নামাটা খুব জরুরী। থিয়েটারের ভাষার মাধ্যমে সমাজ সংস্কার করতে চাই। বাঁকুড়া শহরের চারটি নাট্যদল একসঙ্গে সেই কাজই করছি।”

বাঁকুড়া শহর সংলগ্ন একটি গ্রাম। সন্ধ্যা হয়েছে, তবুও বাড়ি থেকে বেরিয়ে এসেছেন গ্রামের মহিলা থেকে শুরু করে কচিকাঁচারা এবং বয়স্করা। এক চুলও নড়ছেন না কেউ। প্রত্যেকেই প্রায় উপভোগ করেছেন পথনাটিকা। ঠিক এই ভাবেই প্রতি রবিবার বাঁকুড়ার থিয়েটার কর্মীরা পৌঁছে যাবেন এক একটি গ্রামে এবং মানুষের সামনে নাটিকার মাধ্যমে নারী সুরক্ষা, নারী নিরাপত্তাহীনতা এবং নারী স্বাধীনতা নিয়ে মানুষকে সচেতন করবেন। পুরোটাই হবে অভিনয়ের মাধ্যমে।

থিয়েটার কর্মী পেশায় শিক্ষিকা ঝিনুক দুয়ারী বলেন, “যাঁদের জন্য এই নাটক, তাঁরা অত্যন্ত উৎসাহের সঙ্গে দেখেছেন। এবং আমাদের সঙ্গে কথাবার্তাও বলেছেন। আমরা সারা বছরই কাজ করে নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করতে চাই।”

প্রতি রবিবার সন্ধ্যাবেলা মনোরঞ্জনের চলে একদম প্রত্যন্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে নারী সুরক্ষার বার্তা। এতে খুশি সাধারণ মানুষ এবং অভিনয় পৃষ্ঠপোষকরা।

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়