বাসন্তি পুজো

Basanti Puja 2024: কান্দিতে ১০০ বছরের প্রাচীন বাসন্তী পুজো! আনন্দে মেতেছে গোটা এলাকা

মুর্শিদাবাদ: শরৎকালে যেমন দুর্গাপুজো হয়, ঠিক তেমনই বসন্ত কালে দুর্গাপুজোর রীতি আছে আজও। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের থানার মোড়ের ১০০ বছরের প্রাচীন দুর্গাপুজো। জানকি নাথ দত্ত এই দুর্গাপুজোর প্রথম প্রতিষ্ঠা করেন। সেই থেকেই চলে আসছে এই দুর্গাপুজো। চারদিন দুর্গাপুজোতে মেতে ওঠেন পরিবারের সদস্য থেকে এলাকার মানুষজন।

ব্রহ্ম পুরাণ অনুযায়ী, নবরাত্রির প্রথম দিন আদ্যাশক্তি প্রকট হন। তাঁর আদেশেই ব্রহ্মা চৈত্র শুক্লপক্ষের প্রতিপদা তিথিতে সৃষ্টির নির্মাণ শুরু করেন। মৎস্য পুরাণ অনুযায়ী নবরাত্রির তৃতীয় দিন বিষ্ণু মৎস অবতার ধারণ করেন। এই নবরাত্রিতেই রামের রূপে নিজের সপ্তম অবতার নেন বিষ্ণু। এই কারণে এই নবরাত্রির মাহাত্ম্য বৃদ্ধি পায়। এই ন’দিন দুর্গার নয়টি রূপে আরাধনা করা হয়।

আরও পড়ুন:ভোট এলেই লক্ষীলাভ! অসময়ে উপরি আয়ে মুখে হাসি ডগর বাদকদের 

নবরাত্রির প্রথম দিন পুজো করা হয় মা শৈলপুত্রের। আর তাই এদিন বিভিন্ন ফলই সাজিয়ে দেওয়া হয় নৈবেদ্যতে। শৈলপুত্রী হলেন হিমালয়ের কন্যা। সেই জন্য এদিন ঘি আর দুধ দিয়ে কোনও প্রসাদ বানিয়ে তাও কিন্তু নিবেদন করা হয়। মনে করা হয় এতে রোগ জ্বালা দূর হয়ে যায়। পুজো কে কেন্দ্র করে এলাকার বাসিন্দারা মেতে ওঠেন চারদিনের উৎসবে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কৌশিক অধিকারী