রোহিতের ফিটনেস সমস্যা নিয়ে বিরক্ত বোর্ড! অধিনায়কত্ব যেতে পারে সাদা বলের ক্রিকেটে

#ঢাকা: শুধু ভারত নয়, বিশ্ব ক্রিকেটের লিমিটেড ওভার ফরম্যাটে তিনি অন্যতম সেরা। তার মত প্রতিভাবান এবং ধ্বংসাত্মক ব্যাটসম্যান বিশ্বে খুব কম রয়েছে। সাদা বলের ক্রিকেটে ব্যাটসম্যান রোহিত শর্মার রেকর্ড দেখার মত। কিছু ক্ষেত্রে বিরাট কোহলির থেকেও এগিয়ে তিনি। কিন্তু অধিনায়ক হওয়ার পর থেকে অজানা কোনও কারণে যেমন নিজের সেরা ছন্দ হারিয়েছেন, তেমনই টানা ভুলে চলেছেন ফিটনেস সমস্যায়।

রোহিত শর্মার ফিটনেস সমস্যা নিয়ে বিরক্ত বিসিসিআই। দলের অধিনায়ক বারবার এত আঘাত পেলে দলের পক্ষে কাজ কঠিন হয়ে যায়। তাই এবার অন্যরকম ভাবনায় ভেতর ভেতর প্রস্তুতি নিচ্ছে বিসিসিআই। চোট-আঘাত বারবার সমস্যায় ফেলেছে রোহিত শর্মাকে। সব ধরনের ফরম্যাটে অধিনায়ক নির্বাচিত হওয়ার পর একাধিক সিরিজে দায়িত্ব পালনে ব্যর্থ তিনি।

বাংলাদেশের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজেও রোহিতের চোটের কারণে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল। তাই হিটম্যানের বোঝা কমাতে সীমিত ওভারের ক্রিকেটে নেতৃত্বভার তুলে দেওয়া হতে পারে হার্দিক পান্ডিয়ার হাতে। সেক্ষেত্রে শুধু টেস্টে নেতা থাকবেন রোহিত।

এদিকে, টিম ইন্ডিয়ার টাইটেল স্পনসর বাইজুস বোর্ডের সঙ্গে চুক্তি ছিন্ন করতে চাইছে। ২০২৩ মার্চের পরেই তারা সরে দাঁড়াবে বলে সূত্রের খবর। হার্দিক পান্ডিয়া সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন। আইপিএল জিতেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাবাহিক ছিলেন ভারতের জার্সিতে।

দীর্ঘ চোট কাটিয়ে হার্দিক জাতীয় দলের দায়িত্ব সামলাতে তৈরি সে ব্যাপারে নিশ্চয়তা পেয়েছে বিসিসিআই। হার্দিক দলের দায়িত্ব নিলে লিমিটেড ওভার ক্রিকেটে টিম ইন্ডিয়া সঠিক জায়গায় এগোবে এতে সন্দেহ নেই কোনও। ফিটনেস, ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং – সবকটা বিভাগেই হার্দিক জীবনের সেরা ছন্দে আছেন। পরের বছর ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ। তাই তার আগে হার্দিককে অধিনায়ক করে দিলেই হবে না। যথেষ্ট সময় দিয়ে করতে হবে।