টিম ইন্ডিয়ার ব্যাটিং বিভাগে তেমন কোনও চমক নেই। ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে ওপেনার যশস্বী জসওয়াল। টপ মিডল অর্ডারে শুভমন গিল, বিরাট কোহলি, সরফরাজ খান ও লোকেশ রাহুল।

Team India: নতুন বছরে টিম ইন্ডিয়ার সামনে কঠিন চ্যালেঞ্জ! এখনই ঘোষণা করে দিল বিসিসিআই

মুম্বই: আগামী কয়েক মাসে ১০টি টেস্ট ম্যাচ খেলতে হবে ভারতীয় ক্রিকেট দলকে। সেই সূচি ঘোষণা হয়ে গিয়েছিল আগেই। বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের টেস্ট সিরিজ ঘরের মাঠেই খেলবে টিম ইন্ডিয়া। তারপর অস্ট্রেলিয়া সফরে ৫ ম্যাচের বর্ডার গাভাসকর টেস্ট খেলবে ভারতীয় দল। নতুন বছরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ।

এবার ভারতের আরও এক কঠিন সফরের সূচি ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২৫ সালে ভারতের প্রথম লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও শেষ দুবারের অধরা ট্রফি ঘরে তোলা। তারপরই বাজবলের মুখোমুখি হবে রোহিত শর্মা ও বিরাট কোহলিরা। ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্য়ান্ড পারি দেবে টিম ইন্ডিয়া। সেই সূচি ঘোষণা করল বিসিসিআই।

ভারত বনাম ইংল্যান্ড সিরিজ শুরু হবে ২০ জুন থেকে। চলবে ২৪ জুন পর্যন্ত। হেডিংলিতে প্রথম টেস্ট মুখোমুখি হবে দুই দল। দ্বিতীয় টেস্ট ২ জুলাই থেকে ৬ জুলাই এজবাস্টনে। ১০ জুলাই থেকে ১৪ জুলাই তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে লর্ডসে। চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ২৩ জুলাই থেকে ২৭ জুলাই। শেষ টেস্ট হবে লন্ডনের ওভালে। ৩১ জুলাই থেকে শুরু হবে এই টেস্ট। ৪ অগাস্ট শেষ হবে সিরিজ।

আরও পড়ুনঃ India vs Bangladesh: দলে ৪ ওপেনার! বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে টিম ইন্ডিয়ার ওপেনিংয়ে বড় বদল? জানুন বিস্তারিত

প্রসঙ্গত, শেষবার ২০২১ ও ২০২২ সালে শেষবার ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় দল। সেবার সিরিজ ২-২ ড্র হয়। ২-১ এগিয়েছিল ভারতীয় দল। শেষ ম্যাঞ্চেস্টার টেস্ট কোভিডের কারণে স্থগিত হয়ে যায়। পরের বছর সেই টেস্ট জিতে সিরিজে সমতা ফিরিয়েছিস ব্রিটিশরা। ইংল্যান্ডের মাটিতে শেষবার ২০০৭ সালে টেস্ট সিরিজ জিতেছিল ভারত। এবার সেই খরা কাটানোর চ্যালেঞ্জ রোহিত শর্মা ও গৌতম গম্ভীরদের সামনে।