IPL 2023: এবার আর ১১ জন নয়, আইপিএলে এবার ১২ জন ক্রিকেটার- নাম Impact Player

আইপি#মুম্বই: বিগ ব্যাশ লিগের প্লে বুকে  অভিনবত্বের পর এবার বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল আইপিএল ২০২৩ এ নতুন নিয়ম আনতে চলেছে৷ যার নাম হবে ইমপ্যাক্ট প্লেয়ার৷

বিসিসিআই একটি বিবৃতি জারি করে বলেছে, ‘‘বিসিসিআই শুরু করতে চাইছে নতুন এক কনসেপ্ট যার নাম ইমপ্যাক্ট প্লেয়ার৷ যাতে দলের একজন  ক্রিকেটারকে ম্যাচ চলাকালীন বদলে নামানো যাবে৷ টি টোয়েন্টি ম্যাচে সেই মুহূর্তের পরিস্থিতির ওপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নিতে পারবে৷’’

 

 

নতুন এই নিয়ম অনুযায়ী দল একজন ক্রিকেটারের পরিবর্তে আরেকজনকে নামাতে পারবে ম্যাচ চলাকালীন৷ এটা খুবই কার্যকরী হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷

 

আরও পড়ুন – জানুয়ারিতেই কী তাহলে সেই বিশেষ তারিখ, কী ‘ব্যক্তিগত’ কারণে বোর্ডের কাছে ছুটির দরখাস্ত কেএল রাহুলের

 

আইপিএলের আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফি (ঘরোয়া টি টোয়েন্টি) টুর্নামেন্টে এই নিয়ম ব্যবহার করেছে ভারতীয় বোর্ড৷ দিল্লির ২২ বছরের হৃতিক শওকিন প্রথম ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দলকে ৭১ রান করে দারুণ সাহায্য করেছিলেন৷

 

আরও পড়ুন –  Round of 16: জাপান, স্পেন কার বিরুদ্ধে খেলবে শেষ ষোলর ম্যাচ, কবে কখন দেখতে পাবেন, রইল আপডেট

 

বিগ ব্যাশ লিগে অস্ট্রেলিয়ায় এক্স ফ্যাক্টর প্লেয়ার নামে দলের দ্বাদশ বা ত্রয়োদশ ব্যক্তি হিসেবে টিম লিস্টে থাকে৷ এই ক্রিকেটার ম্যাচের ১০ ওভারের পরে প্রথম ইনিংসে মাঠে নামতে পারে৷ এমন কোনও প্লেয়ারকে রিপ্লেস করতে পারে যাঁর ব্যাট করা বাকি আছে, আর বোলার হলে অন্তত এক ওভারের বেশি বল করা হয়নি৷ একজন রিপ্লেস হওয়া প্লেয়ার সর্বোচ্চ চার ওভার বল করতে পারে৷

তবে ইমপ্যাক্ট প্লেয়ার থাকলেই যে তাঁকে দলে রাখতেই হবে এমন কোনও বাধ্যতামূলক নিয়ম থাকবে না৷ যে কোনও ফ্রাঞ্চাইজির থিঙ্কট্যাঙ্কের ওপর নির্ভর করবে৷ ১৪ তম ওভারের আগে যে কোনও ইনিংসে ইমপ্যাক্ট প্লেয়ার নামানো যাবে৷

অধিনায়ক, প্রধান কোচ, টিম ম্যানেজারকে মাঠের অনফিল্ড আধিকারিকদের জানাতে হবে৷ বা চতুর্থ আম্পায়রকেও জানানো যেতে পারে ইমপ্যাক্ট প্লেয়ারের বিষয়ে৷

যদি চোট পাওয়া প্লেয়ার দল থেকে বেরিয়ে যায় তাহলে ইমপ্যাক্ট প্লেয়ার তাঁকে রিপ্লেস করতে পারে৷ তাছাড়া একটা ওভার শেষ হওয়ার পরেই ইমপ্যাক্ট প্লেয়ারকে মাঠে ঢোকানো যেতে পারে৷ দলে চোট হলে ইমপ্যাক্ট প্লেয়ার খুবই কার্যকরী হবে৷

ব্যাটিং টিম ইমপ্যাক্ট প্লেয়ারকে মাঠে ঢোকানো হতে পারে ইনিংস ব্রেক হলে কিম্বা উইকেট পড়লে৷ চতুর্থ আম্পায়রকে এই বিষয়ে জানানো হতে পারে৷