জমজমাট প্রথমার্ধ, জেনে নিন আপ টু ডেট ফলাফল পর্তুগাল ও উরুগুয়ে ম্যাচের

#আল রায়ান: দুটি ম্যাচের দুটি জিতে আগেই পর্তুগালের শেষ ষোলর টিকিট নিশ্চিত হয়ে গিয়েছিল৷ কিন্তু শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোনও পরীক্ষা নিরীক্ষার রাস্তায় হাঁটেননি ফার্নান্দো ম্যানুয়েল৷ এমনকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও ম্যাচের শুরু থেকেই খেলতে শুরু করেছিলেন৷ এদিন দক্ষিণ কোরিয়া বনাম পর্তুগাল ম্যাচ শেষ হয় ১-১ গোলে৷

এদিন শুরু থেকেই ঝোড়ো ফুটবল শুরু করেছিল দক্ষিণ কোরিয়া ও পর্তুগাল দুই দলই৷ বল দখলের খেলায় এগিয়ে থাকলেও প্রথম বাজিমাত অবশ্য পর্তুগালেরই৷ ম্যাচের ৫ মিনিটের মধ্যেই এগিয়ে যায় তারা৷ গোল করেন তরুণ রিকার্ডো হোর্তা৷

ডালোটের দারুণ দৌড় বাইলাইন দিয়ে কাটিং করে হোর্তার কাছে পৌঁছয় ছ গজের বক্সের মধ্যে৷ উইঙ্গার প্রথমবার জাল লক্ষ্য করে গোল দাগে৷ এবং ফার কর্নারে বল জালে জড়িয়ে যায়৷

এদিকে দক্ষিণ কোরিয়ার জোরালো চেষ্টায় ২৭ মিনিটে সমতা ফেরায় কিম ইয়ং গুয়ান৷ তাঁর গোলে ১-১ হয় স্কোরলাইন৷ রোনাল্ডোর বল ক্লিয়ার করতে না পারায় কর্নার থেকে আসা বল ডিফ্লেক্ট করে ডিফেন্ডারের গোল করার পথ খুলে দেয়৷

এদিকে শেষ ষোলয় যাওয়ার চেষ্টা জারি রাখতে দুরন্ত ফুটবছে উরুগুয়ে৷ ঘানার বিরুদ্ধে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে রয়েছে৷ এদিন উরুগুয়ের হয়ে দুটি গোলই করেন আরাসেস্তা।

 

 

তাঁর গোলে একেবারে ঘানাকে বেশ খানিকটা পিছিয়ে দেয় উরুগুয়ে। ম্যাচের ২৬ ও ৩২ মিনিটে গোল দুটি করেন তিনি৷