T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে নাশকতার আশঙ্কা নিয়ে মুখ খুলল বিসিসিআই, মিলল বড় আপডেট

মুম্বই: ২ জুন থেকে শুরু হতে চলেছে আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৪। ওয়েস্ট ও আমেরিকা যৌথভাবে আয়োজন করতে চলেছে এবারের টি-২০ বিশ্বকাপ। প্রথমবার ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটের বিশ্বকাপ হতে চলেছে ২০টি দেশ নিয়ে। এত বড় মাপের প্রতিযোগিতার শুরুর আগে একটি খবর নাড়িয়ে দিয়েছে সবকিছু। কারণ টি-২০ বিশ্বকাপে এসেছে নাশকতার হুমকি।

এই খবর ছড়িয়ে পড়তেই একাধিক দেশ একাধিক দেশ আতঙ্কিত। আশঙ্কা প্রকাশ করেছে প্রতিযোগিতায় অংশ করা নিয়ে। টি-২০ বিশ্বকাপে নাশকতার আশঙ্কা নিয়ে চাপানউতোরের মধ্যেই এবাপ মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা এক সাক্ষাৎকারে বলেছেন,”যে দেশ টি-২০ বিশ্বকাপ আয়োজন করছে তারা নিরাপত্তার বিষয়টি নিয়ে আরও সতর্ক হয়েছে। ক্রিকেটারদের ও ফ্যানেদের নিরাপত্তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আমরাও সবরকম সাহায্য করব।”

এর পাশাপাশি রাজীব শুক্লা জানিয়েছেন,”আমরা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত মেনে চলব। ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা ও আইসিসির সঙ্গে নিয়মিত আলোচনা করা হবে যাতে ক্রিকেটার ও ফ্যানেদের নিরাপত্তায় কোনওরকম ত্রুটি না থাকে। নিরাপত্তার বিষয়ে আইসিসির সঙ্গে আলাদা করা বসা হবে।”

আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের ভারতের বড় চিন্তা! সব ঠিক হবে তো? হাতে আর মাত্র ২ ম্যাচ

প্রসঙ্গত, উত্তর পাকিস্তানের একটি জঙ্গি সংগঠন ‘প্রো-ইসলামিক স্টেট আসন্ন টি-২০ বিশ্বকাপে নাশকতার হুমকি দিয়েছে। তারপর থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়‌ এবং আইসিসি যদিও টি-২০ বিশ্বকাপে সকল অংশগ্রহণকারী দেশদের নিরাপত্ত নিয়ে আশ্বস্ত করেছে।