Tag Archives: Terror Attack

T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে নাশকতার আশঙ্কা নিয়ে মুখ খুলল বিসিসিআই, মিলল বড় আপডেট

মুম্বই: ২ জুন থেকে শুরু হতে চলেছে আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৪। ওয়েস্ট ও আমেরিকা যৌথভাবে আয়োজন করতে চলেছে এবারের টি-২০ বিশ্বকাপ। প্রথমবার ক্রিকেটের সবথেকে ছোট ফর্ম্যাটের বিশ্বকাপ হতে চলেছে ২০টি দেশ নিয়ে। এত বড় মাপের প্রতিযোগিতার শুরুর আগে একটি খবর নাড়িয়ে দিয়েছে সবকিছু। কারণ টি-২০ বিশ্বকাপে এসেছে নাশকতার হুমকি।

এই খবর ছড়িয়ে পড়তেই একাধিক দেশ একাধিক দেশ আতঙ্কিত। আশঙ্কা প্রকাশ করেছে প্রতিযোগিতায় অংশ করা নিয়ে। টি-২০ বিশ্বকাপে নাশকতার আশঙ্কা নিয়ে চাপানউতোরের মধ্যেই এবাপ মুখ খুলল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা এক সাক্ষাৎকারে বলেছেন,”যে দেশ টি-২০ বিশ্বকাপ আয়োজন করছে তারা নিরাপত্তার বিষয়টি নিয়ে আরও সতর্ক হয়েছে। ক্রিকেটারদের ও ফ্যানেদের নিরাপত্তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আমরাও সবরকম সাহায্য করব।”

এর পাশাপাশি রাজীব শুক্লা জানিয়েছেন,”আমরা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত মেনে চলব। ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা ও আইসিসির সঙ্গে নিয়মিত আলোচনা করা হবে যাতে ক্রিকেটার ও ফ্যানেদের নিরাপত্তায় কোনওরকম ত্রুটি না থাকে। নিরাপত্তার বিষয়ে আইসিসির সঙ্গে আলাদা করা বসা হবে।”

আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের ভারতের বড় চিন্তা! সব ঠিক হবে তো? হাতে আর মাত্র ২ ম্যাচ

প্রসঙ্গত, উত্তর পাকিস্তানের একটি জঙ্গি সংগঠন ‘প্রো-ইসলামিক স্টেট আসন্ন টি-২০ বিশ্বকাপে নাশকতার হুমকি দিয়েছে। তারপর থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ়‌ এবং আইসিসি যদিও টি-২০ বিশ্বকাপে সকল অংশগ্রহণকারী দেশদের নিরাপত্ত নিয়ে আশ্বস্ত করেছে।

Moscow Terror Attack : মস্কোজুড়ে মৃত্যুমিছিল, ১৫০ ছুঁয়ে ফেলল মৃতের সংখ্যা! গ্রেফতার ১১ জন

মস্কো: শুক্রবার রাশিয়ার এক কনসার্টে জঙ্গিরা হামলা চালায়। ব্যাপক গুলি চালার পর ঘটনাস্থলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, চিৎকার করে কনসার্টের দর্শকরা জরুরী প্রস্থানের দিকে ছুটে আসেন। তখন, আগুনের কারণে কনসার্ট হলের ছাদও ধসে পড়ে।

রাশিয়া জানায়, যে তারা মস্কোর ওই কনসার্ট হলে কনসার্টের দর্শকদের উপর গুলি চালানোর জন্য চার বন্দুকধারী-সহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে শনিবার। মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫০-এ।

আরও পড়ুন: মস্কোর কনসার্ট হামলায় মৃত বেড়ে ১১৫! পুলিশের জালে ৪ সন্দেহভাজন জঙ্গি

শুক্রবার মস্কোর উত্তর শহরতলির ক্রাসনোগর্স্কের ক্রোকাস সিটি হলে কিছু জঙ্গি হামলা চালায়। রাশিয়ার এফএসবি নিরাপত্তা পরিষেবা বলেছে যে কিছু অপরাধী রাশিয়া-ইউক্রেন সীমান্তের দিকে পালিয়ে গিয়েছিল। পাশাপাশি এই হামলার সঙ্গে ইউক্রেনের যোগ আছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:  ধান জমির কাদায় আটকে হাতি! তারপর যা হল, দেখলে অবাক হবেন

এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় মস্কোর একটি কনসার্ট হলে কনসার্টে অংশগ্রহণকারীদের ওপর গুলি চালানো চার দুষ্কৃতীর মধ্যে দুজনকে প্রথমে ব্রায়ানস্কের কাছে আটক করা হয়।

এর আগে রাশিয়ার এক সংবাদ মাধ্যম জানায়, ৪ থেকে ৬ জনের একটি দল হামলা চালিয়ে দামি গাড়িতে করে পালিয়ে যায়। এক সংবাদ মাধ্যমের সাংবাদিকের মতে, হামলাকারীরা শুক্রবার ইউনিফর্ম পরে ছদ্মবেশ নিয়ে বিল্ডিংটিতে প্রবেশ করে, তারপর গুলি চালায় এবং একটি গ্রেনেড বা অগ্নিসংযোগকারী বোমাও নিক্ষেপ করে। মৃত্যুর সংখ্যা বাড়তে থাকছে। পাশাপাশি ১০০ জনেরও বেশি এখনও হাসপাতালে ভর্তি রয়েছে।