সেই ১৮ নভেম্বর! কোহলির সঙ্গে ‘অন্যায়’ করা চেতন শর্মার চাকরি গেল, কর্মফল!

#মুম্বই:  টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার খারাপ পারফরম্যান্স-এর পর বিসিসিআই চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে বরখাস্ত করেছে। এবার একটি নতুন নির্বাচক কমিটি গঠন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতিমধ্যে বিসিসিআই নিজের অফিসিয়াল ওয়েবসাইটে কিছু শর্ত সমেত আবেদনপত্র আহ্বান করেছে।

চেতন শর্মার নির্বাচক কমিটিকে বরখাস্ত করার পর সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির ভক্তরা ট্রোল করছেন দলের অধিনায়ক রোহিত শর্মা, নির্বাচক চেতন শর্মা সহ প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেও।

আরও পড়ুন- ধোনির গ্যারাজে এবার ৬০ লাখ টাকার গাড়ি, এক ফোঁটা পেট্রোল লাগবে না চালাতে

টি২০ বিশ্বকাপ ২০২২-এর সুপার-১২ রাউন্ডে টিম ইন্ডিয়ার দুর্দান্ত পারফরম্যান্স ছিল। কিন্তু সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় টিম ইন্ডিয়া।এর পরই বিসিসিআই চেতন শর্মার নেতৃত্বাধীন ভারতীয় নির্বাচক কমিটিকে বরখাস্ত করে।

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমলে অধিনায়কত্ব ছাড়তে হয়েছিল বিরাট কোহলিকে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়া গ্রুপ ম্যাচেই বাদ পড়েছিল। তার পর বিরাট কোহলি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এর পরে তাঁকে ওডিআই এবং টেস্টের অধিনায়কত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল।

গত বছর ১৮ নভেম্বর বিরাট কোহলিকে একদিনের দলের অধিনায়ক পদ থেকে সরিয়ে দিয়েছিল বোর্ড। এক বছর বাদে সেই ১৮ নভেম্বরেই নির্বাচন কমিটির প্রধান চেতন শর্মাকে সরিয়ে দিল বোর্ড। ফলে চেতন শর্মাকে অতীত মনে করিয়ে দিচ্ছেন বিরাট কোহলির ভক্তরা।

বিসিসিআই সভাপতির পদ থেকে সৌরভকে আগেই সরিয়ে দেওয়া হয়েছিল। এবার চেতন শর্মার নির্বাচক কমিটিকে বরখাস্ত করল বিসিসিআই। এছাড়াও পুরো বিশ্বকাপে দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার পারফরম্যান্সের পর তাঁর অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠছে। এমন পরিস্থিতিতে এখন সোশ্যাল মিডিয়ায় বিসিসিআইকে প্রবলভাবে ট্রোল করছেন কোহলি ভক্তরা।