আর্জেন্টাইন হয়েও রোনাল্ডোর ভক্ত! মেসির নির্দেশেই বিশ্বকাপ থেকে বাদ তরুণ স্ট্রাইকার?

#দোহা: আর্জেন্টিনায় মেসি, ম্যান ইউতে রোনাল্ডো, দুই মহারথীরই সতীর্থ আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেহান্দ্রো গার্নাচো। মাত্র ১৮ বছর বয়স এই তরুণ ফুটবলারের কিন্তু প্রতিভার কোনও অভাব নেই। কোচ এরিক টেন হ্যাগের প্রশিক্ষণে তার বিকাশ সুস্পষ্ট। ম্যান ইউর হয়ে ইতিমধ্যেই গোল করে বেশ সাড়া ফেলে দিয়েছেন তিনি। তাকে নিয়ে চর্চা চলছে বিশ্ব ফুটবলে।

কিছুদিন আগে শেষ মুহূর্তের গোলে অ্যাওয়ে ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে জেতান এই খেলোয়াড়টি। কিন্তু লিওনেল স্কালোনির আর্জেন্টাইন বাহিনীর বিশ্বকাপ সফরে নাম নেই গার্নাচোর। বিশ্বকাপ সফরে আর্জেন্টিনা দলে গার্নাচোকে না অন্তর্ভুক্ত করার জন্য অনেকেই মেসির হস্তক্ষেপকে কারণ বলে মনে করছেন।

আরও পড়ুন – বিশ্বকাপের সেরা ফরওয়ার্ড লাইন কিন্তু ফ্রান্সের ! বাকিদের সাবধান করে দিলেন জিদান

আলেহান্দ্রো গার্নাচো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত। আর্জেন্টাইন হয়েও তার সবথেকে বড় অনুপ্রেরণা রোনাল্ডো। তার খেলার ধরন থেকে শুরু করে ব্যাক্তিগত জীবন, সব কিছুই অনুপ্রেরিত করেছে গার্নাচোকে। ম্যানচেস্টার ইউনইটেডের একাডেমী থেকে উঠে এসে তার কিংবদন্তির সাথে খেলে, নিজের স্বপ্নপূরণ করেছেন। ইউরোপা লিগের একটি ম্যাচে রোনাল্ডোর বাড়ানো থ্রু বল থেকে গোলও করেছেন তিনি।

গোল করার পর রোনাল্ডোর বিখ্যাত “শান্তি” সেলিব্রেশনটি করেন। চির প্রতিদ্বন্দ্বী রোনাল্ডোকে নিয়ে এত মাতামাতিই মেসির দলে জায়গা না পাওয়ার কারণ, এরকম মনে করছেন অনেকেই। গুজব রটছে মেসিই বরণ করেছেন স্কালোনিকে যাতে গার্নাচো বিশ্বকাপে জায়গা না পেয়ে আর্জেন্টিনা দলে।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রতি তার ভক্তি দেখে অসন্তুষ্ট হয়েছেন লিওনেল মেসি, এরকম বলছেন অনেকেই। কিন্তু লিওনেল মেসি বা স্কালোনি এরকম ফালতু গুজবে কান দিচ্ছেন না।