লাইফস্টাইল Beauty Care: পার্লারে গাদাগাদা খরচ নয়, এই দেশি পাউডারেই ৩ দিনে গায়েব ব্রণ, বলিরেখা,ত্বকের সব দাগছোপ Gallery October 24, 2024 Bangla Digital Desk ইদানীং বাজারে ত্বকের যত্ন নেওয়ার জন্য নানা পণ্য পাওয়া যায়। একটা সময়ে ঘরে ঘরে, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে সেই দায়িত্ব পালন করত ফিটকিরি। কয়েক বছর আগেও দাড়ি কামানোর পরে ফিটকিরির ব্যবহার ছিল খাবারে নুন দেওয়ার মতোই অপরিহার্য। এখন সেই দিন গিয়েছে। ফলে, সাধারণ ফিটকিরির কথাই যখন ভুলতে বসেছে মানুষ, তখন তেতো ফিটকিরির কথা যে অনেকেই জানবে না, সেটাই স্বাভাবিক! ত্বক সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে অনেক ধরনের ওষুধ বা রাসায়নিক দিয়ে তৈরি ক্রিম ব্যবহার করেন অনেকে। কিন্তু, এই দেশি পাউডারই ত্বকের সব সমস্যা মেটাতে পারে। এই দেশি পাউডার চর্মরোগ-সহ ত্বকের অনেক সমস্যা থেকে মুক্তি দেয়। ত্বকে ফুসকুড়ির নাশক হিসাবে এই দেশি পাউডার ব্যবহার করা যেতে পারে। একই সঙ্গে ত্বকের বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতেও এই দেশি পাউডার ব্যবহার করতে পারেন। পালামৌয়ের বাসিন্দা শিব কুমার পান্ডে অনেক ধরনের আয়ুর্বেদিক ওষুধ তৈরি করেন, যা ত্বকের রোগের পাশাপাশি ফুসকুড়ি ও দাগ দূর করতে সাহায্য করে। শিব কুমার পান্ডে জানান, তিনি ৫টি জিনিস ব্যবহার করে তৈরি করেছেন এই দেশি পাউডার যা প্রতিদিন ব্যবহার করলে মুখের দাগ ও বলিরেখা দূর হয় চিরতরে। শিব কুমার পান্ডে জানান, এটিই বিশ্বের প্রথম সবচেয়ে তেতো ফিটকিরি। তৈরি করতে ফিটকিরির গুঁড়ো, নিমের নির্যাস, যবের নির্যাস এবং মুকুলের নির্যাস ব্যবহার করা হয়। এটি তৈরি করা খুব একটা সাধারণ ব্যাপার নয়। এটি তৈরি করতে কম করে প্রায় দুই মাস সময় লাগে। তিনি আরও জানিয়েছেন, এটি ব্যবহার করার জন্য চার থেকে পাঁচ চিমটি নিতে হবে। এর পর এই পাউডার মলম করে মুখে লাগাতে হবে। একটানা ব্যবহার করলে মুখ দাগমুক্ত এবং টানটান হয়ে যাবে। এটি বিভিন্ন ফুসকুড়ি ও দাগ দূর করতে সাহায্য করে। শিব কুমার পান্ডে জানিয়েছেন, ১০০ গ্রাম এই তেতো ফিটকিরির দাম প্রায় ৫০০ টাকা।