প্রতিকী ছবি

Viral News: জলের মধ্যেই ঘাপটি মেরে ছিল রাক্ষুসে দানব, মাছ ধরার জাল ফেলতেই ঘটল ভয়ঙ্কর কাণ্ড! ভয়ে কাঁটা সকলে, শুনলে শিউরে উঠবেন আপনিও

দানার প্রভাবে সকাল থেকে খারাপ জেলার আবহাওয়া। মাছ ধরতে গিয়েছিলেন মৎস্যজীবীরা। তবে জল থেকে জাল তুলতেই জালে উঠে এল বিশাল বার্মিজ পাইথন।
দানার প্রভাবে সকাল থেকে খারাপ জেলার আবহাওয়া। মাছ ধরতে গিয়েছিলেন মৎস্যজীবীরা। তবে জল থেকে জাল তুলতেই জালে উঠে এল বিশাল বার্মিজ পাইথন।
আচমকাই এভাবে মাছ ধরার জালে বার্মিজ পাইথন উঠে আসার ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দিনহাটা শালমারা এলাকার পল্টু নামে ব্যক্তির মাছ ধরার জালে ওঠে এই বার্মিজ পাইথনটি।
আচমকাই এভাবে মাছ ধরার জালে বার্মিজ পাইথন উঠে আসার ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দিনহাটা শালমারা এলাকার পল্টু নামে ব্যক্তির মাছ ধরার জালে ওঠে এই বার্মিজ পাইথনটি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকাই এভাবে মাছ ধরার জালে বার্মিজ পাইথন উঠে আসার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সকলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকাই এভাবে মাছ ধরার জালে বার্মিজ পাইথন উঠে আসার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সকলে।
স্থানীয়রা মিলে বার্মিজ পাইথনটিকে জাল থেকে বের করে একটি বস্তায় ভরে রাখেন কোনও রকমে। এই ঘটনার খবর চাউর হতেই বার্মিজ পাইথন টিকে দেখতে ভিড় জমায় স্থানীয় বহু মানুষ।
স্থানীয়রা মিলে বার্মিজ পাইথনটিকে জাল থেকে বের করে একটি বস্তায় ভরে রাখেন কোনও রকমে। এই ঘটনার খবর চাউর হতেই বার্মিজ পাইথন টিকে দেখতে ভিড় জমায় স্থানীয় বহু মানুষ।
এরপর দ্রুত খবর পাঠানো হয় এলাকার এক সর্পপ্রেমী তপন কুমার দেবকে। তিনি দ্রুত এলাকায় পৌঁছান। এবং বার্মিজ পাইথনটিকে উদ্ধার করেন। তারপর তিনি বার্মিজ পাইথনটিকে বন দফতরের হাতে তুলে দেন।
এরপর দ্রুত খবর পাঠানো হয় এলাকার এক সর্পপ্রেমী তপন কুমার দেবকে। তিনি দ্রুত এলাকায় পৌঁছান। এবং বার্মিজ পাইথনটিকে উদ্ধার করেন। তারপর তিনি বার্মিজ পাইথনটিকে বন দফতরের হাতে তুলে দেন।