বিনোদন Health Tips: বাতের ব্যথায় নাজেহাল! চেনা এই ফুল আর পাতাই মহৌষধ, কী ভাবে খেলেই শরীর ফিট, জানুন Gallery October 20, 2024 Bangla Digital Desk পারিজাতের ফুল এবং পাতা দিয়ে তৈরি চা হাঁটু ব্যথা এবং বাত থেকে উপশম প্রদান করে। এর ফোলা এবং ব্যথা কমাতেও সহায়ক। পারিজাতের সুগন্ধি সাদা এবং কমলা ফুল ঘরের পরিবেশকে সতেজতায় ভরিয়ে দেয়। এর সুগন্ধ নেতিবাচক শক্তি দূর করে ঘরকে আনন্দদায়ক এবং ইতিবাচক করে তোলে। শুধু ঔষধি গুণের জন্যই নয়, এটি বাড়ি এবং বাগানকে আকর্ষণীয় এবং সুন্দর করে তোলে। আয়ুর্বেদিক চিকিৎসক শ্রী রাম বৈদ্য জানান যে, পারিজাত ফুল এবং পাতা জ্বর এবং চর্মরোগের চিকিৎসায়ও কার্যকর। এর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।