Health Tips: জাদু জানে ছোট্ট এই দানা, অলৌকিক গুণ! তুড়ি মেরে সারাবে পাইলস্, ডায়ারিয়া… নাম শুনলে চমকে যাবেন

তুখম কসুস এমনই একটি আয়ুর্বেদিক ওষুধ, যা মানবদেহের জন্য আশীর্বাদের চেয়ে কোনও অংশে কম নয়। এটি বমি, ডায়েরিয়া, অর্শ বা পাইলস এবং অন্ত্রের গুরুতর রোগ নিরাময়ে ব্যবহৃত হয়।
তুখম কসুস এমনই একটি আয়ুর্বেদিক ওষুধ, যা মানবদেহের জন্য আশীর্বাদের চেয়ে কোনও অংশে কম নয়। এটি বমি, ডায়েরিয়া, অর্শ বা পাইলস এবং অন্ত্রের গুরুতর রোগ নিরাময়ে ব্যবহৃত হয়।
তুখম কসুস হল একটি বীজ। যা সেবন করলে শরীর সুস্থ থাকবে। শুধু তা-ই নয়, তুখম কসুস বীজ বা তুখম কসুস দানা কিন্তু শরীরকে শক্তিশালী করতেও সাহায্য করে। আর দেহে অভ্যন্তরীণ এবং বাহ্যিক ভাবে প্রয়োগ করা হয় তুখম কসুস বীজ।
তুখম কসুস হল একটি বীজ। যা সেবন করলে শরীর সুস্থ থাকবে। শুধু তা-ই নয়, তুখম কসুস বীজ বা তুখম কসুস দানা কিন্তু শরীরকে শক্তিশালী করতেও সাহায্য করে। আর দেহে অভ্যন্তরীণ এবং বাহ্যিক ভাবে প্রয়োগ করা হয় তুখম কসুস বীজ।

 

নামকরা আয়ুর্বেদিক চিকিৎসক ডা. সরফরাজ আহমেদ জানান যে, তুখম কসুস বীজ একটি অত্যন্ত অলৌকিক আয়ুর্বেদিক ওষুধ। এটি একটি অসাধারণ ওষুধ হিসেবে আয়ুর্বেদশাস্ত্রে ব্যবহার হয়ে আসছে। আর এই দানা সেবন করলে শরীরের জন্য আশ্চর্যজনক উপকারিতা পাওয়া যায়।
নামকরা আয়ুর্বেদিক চিকিৎসক ডা. সরফরাজ আহমেদ জানান যে, তুখম কসুস বীজ একটি অত্যন্ত অলৌকিক আয়ুর্বেদিক ওষুধ। এটি একটি অসাধারণ ওষুধ হিসেবে আয়ুর্বেদশাস্ত্রে ব্যবহার হয়ে আসছে। আর এই দানা সেবন করলে শরীরের জন্য আশ্চর্যজনক উপকারিতা পাওয়া যায়।

 

শরীরকে শক্তিশালী করার পাশাপাশি এটি কয়েক ডজন রোগ সারাতেও দারুণ ভাবে কাজ করে। সবথেকে বড় কথা হল, অনেক রোগ সারাতে ওষুধ ব্যবহার করা হয় তুখম কসুস বীজ।
শরীরকে শক্তিশালী করার পাশাপাশি এটি কয়েক ডজন রোগ সারাতেও দারুণ ভাবে কাজ করে। সবথেকে বড় কথা হল, অনেক রোগ সারাতে ওষুধ ব্যবহার করা হয় তুখম কসুস বীজ।
শুধু তা-ই নয়, লিভার এবং কিডনি সংক্রান্ত একাধিক রোগ সারাতেও দারুণ কাজ করে এটি। আসলে এই কার্যকরী আয়ুর্বেদিক ওষুধটি পেট সংক্রান্ত নানা রোগ সারিয়ে দেয়। এর মধ্যে অন্যতম হল ডায়েরিয়া এবং আমাশয়। এই মরশুমে বৃদ্ধি পেতে থাকে পেটের সমস্যা।
শুধু তা-ই নয়, লিভার এবং কিডনি সংক্রান্ত একাধিক রোগ সারাতেও দারুণ কাজ করে এটি। আসলে এই কার্যকরী আয়ুর্বেদিক ওষুধটি পেট সংক্রান্ত নানা রোগ সারিয়ে দেয়। এর মধ্যে অন্যতম হল ডায়েরিয়া এবং আমাশয়। এই মরশুমে বৃদ্ধি পেতে থাকে পেটের সমস্যা।
ফলে ডায়েরিয়া এবং আমাশয়ের মতো রোগ নিরাময় করতে ব্যবহার করা যেতে পারে এই দানা। এর পাশাপাশি তুখম কসুস কিন্তু আমাদের হজম শক্তিকেও শক্তিশালী করে।
ফলে ডায়েরিয়া এবং আমাশয়ের মতো রোগ নিরাময় করতে ব্যবহার করা যেতে পারে এই দানা। এর পাশাপাশি তুখম কসুস কিন্তু আমাদের হজম শক্তিকেও শক্তিশালী করে।
যদিও এই দানা ব্যবহারের বিষয়ে মানুষকে সতর্ক করেছেন চিকিৎসক ডা. সরফরাজ আহমেদ। তাঁর বক্তব্য, এই ওষুধটি উপকারী হলেও তা সীমিত পরিমাণেই ব্যবহার করা উচিত।
যদিও এই দানা ব্যবহারের বিষয়ে মানুষকে সতর্ক করেছেন চিকিৎসক ডা. সরফরাজ আহমেদ। তাঁর বক্তব্য, এই ওষুধটি উপকারী হলেও তা সীমিত পরিমাণেই ব্যবহার করা উচিত।
কারণ অতিরিক্ত পরিমাণে এই বীজ সেবন করলে তা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক হতে পারে। তাই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া তুখম কসুস বীজ ব্যবহার করা একেবারেই উচিত নয়।
কারণ অতিরিক্ত পরিমাণে এই বীজ সেবন করলে তা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক হতে পারে। তাই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া তুখম কসুস বীজ ব্যবহার করা একেবারেই উচিত নয়।