আবার এক বাঁ-হাতি বাঙালির ‘দাদাগিরি’ আইপিএলে! ১০ বলের ঝড়, দেখল গোটা দেশ

নয়াদিল্লি : সৌরভ গঙ্গোপাধ্যায়, ঋদ্ধিমান সাহার পর আবার এক বাঙালির দাদাগিরি আইপিএলে। জাত চিনিয়ে দিলেন পঞ্জাবের বিরুদ্ধে।

আইপিএলের দ্বিতীয় ম্যাচে বাংলার তরুণ উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোরেল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১০ বলে ঝড় তুললেন। অভিষেক ১০ বলে ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেন এদিন। শেষ ওভারে হর্ষল প্যাটেলের মতো অভিজ্ঞ বোলারকে ২টি ছক্কা ও ৩টি বাউন্ডারি মেরে মোট ২৫ রান করেন। পোরেলের ইনিংসের দৌলতে দিল্লি এদিন পঞ্জাবকে ১৭৫ রানের টার্গেট দেয়।

আরও পড়ুন- সন্ধ্যাবেলায় ইডেনে শুরু মহারণ, পিচ নিয়ে রহস্য খুলে গেল, সুবিধা পাবে কারা

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পঞ্জাব। দিল্লির শুরুটা ছিল দারুণ। মার্শ ও ওয়ার্নার দ্রুত রান তোলেন। তবে দুই উইকেট পতনের পর পঞ্জাব কিছুটা থিতিয়ে যায়। ১৪৭ রানে তারা 8 উইকেট হারিয়ে রান তুলতে হিমশিম খায়। এর পর পোরেলের দুর্দান্ত ইনিংস দিল্লিকে লড়াইয়ে ফিরিয়ে দেয় আবার।

অভিষেক পোরেলকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করতে মাঠে পাঠায় দিল্লি। পোরেল তাঁর ১০ বলের ইনিংসে ৪টি চার ও দুটি ছক্কার সাহায্যে অপরাজিত ৩২ রান করেন।

পোরেল শেষ ওভারে ২৫ রান করেন। এটি ছিল পোরেলের ষষ্ঠ আইপিএল ম্যাচ। ২০২৩ সালে পোরেল দিল্লির হয়ে গুজরাতের বিরুদ্ধে অভিষেক করেছিলেন।

আরও পড়ুন- বুকে টেনে নেওয়া, কাঁধে হাত রেখে গল্প, ধোনি-বিরাটের ব্রোমান্স নেট কাঁপাচ্ছে

অভিষেক পোড়েল বাংলার তরুণ উইকেটকিপার ব্যাটিং। বাঁ হাতি এই ব্যাটার বরাবর আক্রমণাত্মক ব্যাটিং করেন। ২০২২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি।

পোরেল তাঁর রনজি ট্রফির অভিষেক ম্যাচে হাফ সেঞ্চুরি করে সবার নজর কেড়েছিলেন। পোরেল এখনও পর্যন্ত ১৬টি প্রথম-শ্রেণীর ম্যাচ খেলেছেন। তিনি ৩০.২১ গড়ে ৬৯৫ রান করেছেন।