তার মধ্যেই ছয় মাসের ব্যবধানে বাবা এবং দাদার মৃত্যু। ঘাড়ের উপর ফ্যামিলির দায়িত্ব নিয়ে বিহার থেকে বাংলার অলিতে গলিতে টেনিস ক্রিকেট খেলা আর সেখান থেকে অনেক পথ পেরিয়ে ভারতীয় দল। ক্রিকেটের অ-আ-ক-খ কিছু না জানলেও দারুন গতিতে বল করতো আকাশ।

Akash Deep: অভিষেক টেস্টে আগুন ঝরালেন আকাশ দীপ, ব্রিটিশ টপ অর্ডারকে ধসিয়ে দিলেন বাংলার পেসার

আন্তর্জাতিক ক্রিকেটে স্বপ্নের অভিষেক হল বাংলার আকাশ দীপের। রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম টেস্টের প্রথম স্পেলে ৩ উইকেট নিলেন বাংলার পেসার। আগুন ঝরানো স্পেলে মুগ্ধ করলেন সকলকে।   (Photo Courtesy- AP)
আন্তর্জাতিক ক্রিকেটে স্বপ্নের অভিষেক হল বাংলার আকাশ দীপের। রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম টেস্টের প্রথম স্পেলে ৩ উইকেট নিলেন বাংলার পেসার। আগুন ঝরানো স্পেলে মুগ্ধ করলেন সকলকে। (Photo Courtesy- AP)
চতুর্থ টেস্টে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়েছে ভারতীয় দল। ফলে বুমরাহের জায়গা কে নেবে বা অভাব কে পূরণ করবে তা নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু সেই অভাব ঢেকে দিলেন আকাশ দীপ। লাঞ্চের আগেই ইংল্যান্ড টপ অর্ডারকে ধসিয়ে দেন তিনি।    (Photo Courtesy- AP)
চতুর্থ টেস্টে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়েছে ভারতীয় দল। ফলে বুমরাহের জায়গা কে নেবে বা অভাব কে পূরণ করবে তা নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু সেই অভাব ঢেকে দিলেন আকাশ দীপ। লাঞ্চের আগেই ইংল্যান্ড টপ অর্ডারকে ধসিয়ে দেন তিনি। (Photo Courtesy- AP)
ম্যাচের দ্বিতীয় ওভারেই জ্যাক ক্রলিকে বোল্ড করেন আকাশ দীপ। কিন্তু নো বল হওয়ায় বেঁচে যান ব্রিটিশ ব্যাটার। আফশোস হলেও প্রথম উইকেট শিকার করতে বেশি দেরি করেননি আকাশ দীপ।  (Photo Courtesy- AP)
ম্যাচের দ্বিতীয় ওভারেই জ্যাক ক্রলিকে বোল্ড করেন আকাশ দীপ। কিন্তু নো বল হওয়ায় বেঁচে যান ব্রিটিশ ব্যাটার। আফশোস হলেও প্রথম উইকেট শিকার করতে বেশি দেরি করেননি আকাশ দীপ। (Photo Courtesy- AP)
নিজের পঞ্চম ওভারে আকাশ দীপের প্রথম শিকার হন বেন ডাকেট। আকাশ দীপের আউট সুইং বুঝতে না পেরে ধ্রুব জুরেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ডাকেট। একই ওভারে অলি পোপকেও আউট করেন আকাশ দীপ। এলবিডব্লুউ আউট হন তিনি।   (Photo Courtesy- AP)
নিজের পঞ্চম ওভারে আকাশ দীপের প্রথম শিকার হন বেন ডাকেট। আকাশ দীপের আউট সুইং বুঝতে না পেরে ধ্রুব জুরেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ডাকেট। একই ওভারে অলি পোপকেও আউট করেন আকাশ দীপ। এলবিডব্লুউ আউট হন তিনি। (Photo Courtesy- AP)
আকাশ দীপের তৃতীয় শিকার হন জ্যাক ক্রলি। তাকে বোল্ড করেন আকাশ দীপ। পেস ও সুইংয়ের যে মিশ্রণ দেখা গিয়েছে আকাশ দীপের বলে তা অনবদ্য। দেখে বোঝার উপায় ছিল না কেরিয়ারের প্রথম টেস্টে বল করছেন বঙ্গ পেসার।  (Photo Courtesy- AP)
আকাশ দীপের তৃতীয় শিকার হন জ্যাক ক্রলি। তাকে বোল্ড করেন আকাশ দীপ। পেস ও সুইংয়ের যে মিশ্রণ দেখা গিয়েছে আকাশ দীপের বলে তা অনবদ্য। দেখে বোঝার উপায় ছিল না কেরিয়ারের প্রথম টেস্টে বল করছেন বঙ্গ পেসার। (Photo Courtesy- AP)