Bengal vs Uttar Pradesh: বাংলার হয়ে আগুন ঝরালেন মহম্মদ শামির ভাই, ৬০ রানে বান্ডিল উত্তর প্রদেশ

রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচে দুরন্ত শুরু বাংলার। উত্তর প্রদেশকে প্রথম ইনিংসে মাত্র ৬০ রানে গুটিয়ে দিল বাংলার বোলিং লাইন। বল হাতে আগুন ঝরালেন ভারতীয় লের তারকা পেসার মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ। একাই চারটি উইকেট নেন তিনি। এছাড়া ৩টি উইকেট নেন সূরয সিন্ধু জয়সওয়াল ও ২টি উইকেট নেন ঈশান পোড়েল।

ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে দেয় বোলাররা। গ্রিন পার্কে শুরু থেকে আগুন ঝরান বাংলার পেসাররা। প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে উত্তর প্রদেশ। নীতিশ রানা, প্রিয়ম গর্গ, করণ শর্মা, আরিয়ান জুয়াল, সম্রাট সিং কেউই বড় রান করতে পারেনি।

আরও পড়ুনঃ Rinku Singh: এত টাকা কী করলেন রিঙ্কু সিং? কেন তাঁর পরিবার এখনও ভাঙা পুরনো বাড়িতেই থাকে? জানুন বিস্তারিত

উত্তর প্রদেশের হয়ে সর্বোচ্চ ১৩ রান করেন সম্রাট সিং। এছাড়া আরিয়ান জুয়াল ১১ এবং নীতিশ রানার ১১ রান ছাড়া কোনও উত্তর প্রদেশ ব্যাটার দুই অঙ্কের সংখ্যায় রান করতে পারেনি। ২১ ওভারও ব্যাট করতে পারেনি ইউপি। ২০.৫ ওভারে ৬০ রানে অলআউট হয়ে যায় উত্তর প্রদেশ। প্রথম ইনিংসে বোলারদের সৌজন্যে গুরুত্বপূর্ণ ম্যাচে চালকের আসনে বাংলা।