দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। পার্বত্য অঞ্চলের সব জেলাতেই শনিবার ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এছাড়াও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারও উত্তরবঙ্গের ভারী বৃষ্টির পূর্বাভাস। Photo- Representative

Bengal Weather Update: তুমুল সক্রিয় ঘূর্নাবর্ত…! ৫ জেলায় ভারী বৃষ্টি বৃহস্পতি-শুক্র! মহলয়াতেও চলবে দুর্যোগ? বড় আপডেট

আগামী এক-দু ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ নিবিড় বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে পাঁচ জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সর্তকতা।
আগামী এক-দু ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ নিবিড় বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে পাঁচ জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সর্তকতা।
কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সতর্কতা। সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরের।
কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সতর্কতা। সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরের।
বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সর্তকতা বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং উত্তরবঙ্গের দার্জিলিং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। এর পাশাপাশি কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং ঝাড়গ্রামেও বৃষ্টি হবে ৷
বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সর্তকতা বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং উত্তরবঙ্গের দার্জিলিং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। এর পাশাপাশি কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং ঝাড়গ্রামেও বৃষ্টি হবে ৷
দক্ষিণবঙ্গে পশ্চিমের বেশ কিছু জেলায় আজ, বৃহস্পতিবারও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা-সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সকালের দিকে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হলেও বেলার দিকে বৃষ্টির পরিমাণ কমবে।

দক্ষিণবঙ্গে পশ্চিমের বেশ কিছু জেলায় আজ, বৃহস্পতিবারও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতা-সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সকালের দিকে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হলেও বেলার দিকে বৃষ্টির পরিমাণ কমবে।
দক্ষিণ ছত্তিশগড়ে সক্রিয় ঘূর্ণাবর্ত এবং কোঙ্কন থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা রয়েছে যা ছত্তিশগড়ের ঘূর্ণাবর্তের উপর দিয়ে বিস্তৃত। এই অক্ষরেখার প্রভাবেই বৃষ্টি হবে বাংলা, বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ডে।
দক্ষিণ ছত্তিশগড়ে সক্রিয় ঘূর্ণাবর্ত এবং কোঙ্কন থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা রয়েছে যা ছত্তিশগড়ের ঘূর্ণাবর্তের উপর দিয়ে বিস্তৃত। এই অক্ষরেখার প্রভাবেই বৃষ্টি হবে বাংলা, বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ডে।
মহালয়ার ভোরে পশ্চিমবঙ্গে কতটা বৃষ্টি হবে, তা স্পষ্ট হয়ে গিয়েছে। পূর্বাভাস অনুযায়ী, মহালয়ায় ভোরের দিকে রাজ্যের কোনও জেলায় ভারী বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের জেলাগুলির হাতেগোনা অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলির অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
মহালয়ার ভোরে পশ্চিমবঙ্গে কতটা বৃষ্টি হবে, তা স্পষ্ট হয়ে গিয়েছে। পূর্বাভাস অনুযায়ী, মহালয়ায় ভোরের দিকে রাজ্যের কোনও জেলায় ভারী বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গের জেলাগুলির হাতেগোনা অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলির অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।