দক্ষিণবঙ্গ, পুরুলিয়া Purulia Weather Update: দক্ষিণবঙ্গে গরম কাটিয়ে টানা ঝড়বৃষ্টি! কবে থেকে শুরু, কোন কোন জেলা ভিজবে Gallery May 5, 2024 Bangla Digital Desk পুরুলিয়া: টানা গরমের দাপটে দুর্বিষহ দশা দক্ষিণের মানুষদের। কোনওভাবেই স্বস্তি পাচ্ছে না জেলার মানুষেরা। তীব্র দাবদাহে নাজেহাল দশা জেলা পুরুলিয়ার মানুষদের। প্রতি বছরই তীব্রমাত্রায় গরম পড়ে পুরুলিয়ায়। কিন্তু এই বছরের গরম সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে। টানা সতর্কতা জারি রয়েছে। ছিটেফোঁটাও বৃষ্টির দেখা মেলেনি জেলায়। রবিবার পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৪৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। পুরুলিয়া তাপমাত্রার পারদ খুব শীঘ্রই খানিকটা কমবে, মিলতে পারে বৃষ্টির দেখা। গরমে হাঁসফাঁস করছে দক্ষিণের জেলাগুলির মানুষেরা। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর , পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও কমবে তাপমাত্রা। সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। কিছুটা হলেও স্বস্তি পেতে চলেছে এই জেলার মানুষগুলো। আগামী তিন দিন ভিজবে রাজ্যের একাধিক জেলা। রবিবার থেকে আগামী ৮ মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এমনটাই পূর্বাভাস রয়েছে। উত্তরের জেলাগুলিতে বহাল রয়েছে ঝড় বৃষ্টির। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে । ৩০-৪০ কিমি আবার কোথাও ঘখন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। টানা রোদের দাপট চলছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। স্বস্তি পাচ্ছে না কোনও মানুষ। ছিটে ফোঁটাও বৃষ্টির দেখা নেই তবে টানা ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া দফতর।