শামিল পরম-রাহুল-ঋত্বিক-শুভশ্রীরা

RG Kar Rape Murder Case: আরজি কর কাণ্ডে শাস্তির দাবিতে পথে টলিউড, শামিল পরম-রাহুল-ঋত্বিক-শুভশ্রীরা

কলকাতাঃ আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় প্রতিবাদে উত্তাল হয়েছে রাজ্য। সেই প্রতিবাদের ঢেউ গিয়ে পৌঁছেছে গোটা দেশে এমনকী সারা বিশ্বেও। এই ঘটনার নৃশংসতায় কেঁপে উঠছেন দেশবাসী। অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন টলিউড তারকারাও। গত, শনিবার বিবৃতি দিয়ে এক টলিউডের পক্ষ থেকে এক প্রতিবাদী মিছিলের ডাক দেওয়া হয়েছিল রবিবার অৰ্থাৎ আজ। বিকেল ৪.০০ চলচিত্র জগতের কলাকুশলীরা একত্রিত হয় টেকনিশিয়ান স্টুডিও-র সামনে।

আরও পড়ুনঃ ‘এবারও কী তাঁর দোষ?’ আরজি কর কাণ্ডের নৃশংসতায় প্রশ্ন তুললেন অনুষ্কা শর্মা, ‘তোলপাড়’ গোটা দেশ…

সেখান থেকেই বাসে করে বেশিরভাগ সেলিব্রেটিরা খান্নার দিকে যাচ্ছেন। দুই একজন পার্সোনাল গাড়িতে যাচ্ছেন। বাসে রয়েছেন রাজ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, পাওলি দাম, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, আবির চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল, পরমব্রত চট্টোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন-সহ একাধিক টলিউড সেলিব্রেটিরা।

সেলিব্রেটিরা খান্না পর্যন্ত গাড়ি করে সকলে যাবেন। সেখান থেকে শান্তিপূর্ণভাবে শ্যামবাজারের দিকে এগিয়ে যাবেন। ১৪৪ ধারা জারি থাকায় পুলিশ যতদূর পর্যন্ত এলাও করবে ততদূর পর্যন্ত যাবেন। পরমব্রত চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘এটা পুরোপুরি অরাজনৈতিক সমাবেশ। তাই অরাজনৈতিক মিছিলের চরিত্র যেমন হওয়া উচিত তেমনটাই হবে।’