Bengali Horoscope

Bengali Horoscope: ২১ মে শুভ কী কী ঘটবে? অশুভ কিছু ঘটবে না তো? দেখে নিন রাশিফল

কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।

জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

যথাসম্ভব অন্যের উপকার করুন, ভবিষ্যতে তার থেকে লাভবান হবেন।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

ব্যক্তিগত এবং পারিবারিক জীবনের সব সমস্যার সমাধান হবে।

মিথুন: মে ২১ থেকে জুন ২০।

দিন কাটবে অজস্র কাজে, পর্যাপ্ত জলপান এবং সময়ে খেতে ভুলবেন না।

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।

একটু নিজেকে সময় দিন, একটানা কাজের মাঝে বিশ্রাম আপনার প্রাপ্য।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।

নিজের ভুল শুধরে নেওয়ার দিন, তলিয়ে ভাবলেই তা বুঝতে পারবেন।

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।

সাফল্যের জন্য সঠিক পথ বাছতে হবে, সেটা খুঁজে বের করাই হবে আজকের লক্ষ্য।

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

দিন কাটবে কর্মব্যস্ততায়, যথাসময়ে তা মিটেও যাবে ক্লান্তি না রেখে।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।

অন্যদের মতামতে প্রতিক্রিয়া না দিয়ে শুধু শুনে যান, শান্তি বজায় থাকবে।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

ক্রোধ বা ঈর্ষা বাধা মানবে না, তাই যতটা সম্ভব নিজেকে শান্ত রাখতে হবে।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

কাজে মন দিতে সমস্যা হবে, এক্ষেত্রে অবসর নিয়ে আবার শুরু করা ভাল।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

দিনটির মূল মন্ত্র সৌহার্দ্য, সবার সঙ্গে সদ্ভাবেই দিন ভাল কাটবে।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

পরিবারের বাচ্চাদের সঙ্গে সময় কাটবে, মন থাকবে তাদের যত্নের দিকে।