ঝাড়গ্রামে মোদি 

Loksabha Election 2024: ঝাড়গ্রাম রক্ষায় গেরুয়া শিবিরের ভরসা মোদি! বিজেপি প্রার্থীর সমর্থনে জঙ্গলমহলে প্রধানমন্ত্রী…

ঝাড়গ্রাম: বঙ্গে একের পর এক সভা করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের পর সোমবার পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে সভা করলেন মোদি। হাজার হাজার কর্মী সমর্থকদের সামনে তিনি ভোট প্রার্থনা করেন প্রার্থীর হয়ে। শুধু তাই নয় ফের একবার বিজেপি সরকার গড়ার আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদি। ছোট্ট জেলা ঝাড়গ্রামে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলীয় কর্মসূচিকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল।

জঙ্গলমহলের সঙ্গে তার যেন একাত্মতা। প্রথমেই বাংলায় বলেন ঝাড়গ্রামবাসীকে আমার নমস্কার। মঞ্চে এসে জড়িয়ে ধরেন ঝাড়গ্রাম লোকসভার বিজেপি প্রার্থী প্রণত টুডুকে। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু পেশায় সরকারি চিকিৎসক। সেই চাকরিতে ইস্তফা দিয়ে ভোটে লড়ছেন বিজেপির টিকিটে। অন্যদিকে তৃণমূলের হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন কালিপদ সোরেন খেরওয়াল। অপরদিকে এই কেন্দ্রে সিপিএম প্রার্থী করেছে জঙ্গলমহলের ‘প্যাড‌উম্যান’ নামে খ্যাত মোনামণি মুর্মু (টুডু) কে। বক্তব্য রাখতে গিয়ে কাশ্মীরে ৩৭০ ধারা চালু সহ একাধিক কেন্দ্র সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

১৯ মে রবিবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের সমর্থনে নরেন্দ্র মোদি সভা করেন খড়গপুরে। ঠিক তার পরের দিন প্রণত টুডুর সমর্থনে আসেন ঝাড়গ্রামে। স্বাভাবিকভাবে নরেন্দ্র মোদির বঙ্গ সফর এবং লোকসভা ধরে ধরে প্রচার নির্বাচনের আগে বেশ প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক মহল।