এই ব্যক্তিদের স্বাস্থ্য, আর্থিক অবস্থা এবং কর্মজীবনের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। ঋণ নেওয়ার প্রয়োজন হতে পারে বা চাকরি বা ব্যবসায় সমস্যায় পড়তে হতে পারে। আসুন জেনে নিই জুন মাসের প্রথম ১৫ দিন কোন রাশির জাতক জাতিকাদের খুব সাবধান হওয়া দরকার।

Bengali Horoscope: ৭ মে শুভ কী কী ঘটবে? অশুভ কিছু ঘটবে না তো? দেখে নিন রাশিফল

কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।

জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

দিন ভাল যাবে, অর্থযোগ রয়েছে, তবে সেই সঙ্গে অতিরিক্ত খরচের দিকেও রাশ টানতে হবে।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

প্রতিপক্ষ পর্যুদস্ত করার চেষ্টা করবে, উত্তেজিত না হয়ে নিজেকে শান্ত রাখলে কার্যোদ্ধার হবে।

মিথুন: মে ২১ থেকে জুন ২০।

মাঝে মাঝেই মন অশান্ত হয়ে উঠবে, ভবিষ্যতের কথা ভেবে এখন থেকেই সঞ্চয়ে জোর দিন।

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।

একমাত্র লক্ষ্য থাক কাজের দিকে, যা লাভদায়ক নয় তার জন্য সময় নষ্ট না করাই উচিত।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
বন্ধু এবং প্রতিপক্ষ সবাই বিরোধিতা করবে, তবে ব্যক্তিত্বের জোরে আত্মরক্ষা হতে পারে।

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।

তাড়াহুড়ো করলে কাজ হবে না, ধৈর্য অবলম্বন করে চলাটাই দিনের মূল মন্ত্র ।

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

পরিস্থিতি প্রাথমিক ভাবে প্রতিকূল হলেও পরে তা আয়ত্তে আসবে, দিন ভাল যাবে।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।

স্বাস্থ্যের প্রতি মনোযোগী হন, বড় কোনও বিনিয়োগ নিয়ে চিন্তা না করাই উচিত হবে।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

অপ্রত্যাশিত ভাবে দীর্ঘ দিনের প্রতীক্ষা সফল হবে, দিনটি সার্থকতায় পূর্ণ হবে।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

একঘেয়ে জীবনযাপনের ক্লান্তি কাটানোর জন্য যতটা সম্ভব নিজেকে সময় দিন!

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

অন্যেরা আপনার যুক্তি বুঝবে না, বোঝাতে গিয়ে অনর্থক সময় নষ্ট করতে যাবেন না।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

নিজের মনের কথা শুনে চলুন, বিতর্ক থেকে দূরে থাকুন, তবেই দিনটি সুন্দর হয়ে উঠবে।