অভিনয়ে তুখোর, দেবের সঙ্গে কাজ!

Bengali Actress: অভিনয়ে তুখোর, দেবের সঙ্গে কাজ! একদিন হঠাৎই উধাও! কোথায় হারিয়ে গেলেন এই নায়িকা

সিরিয়ালে নতুন মুখের মেলায় প্রায় পুরনো অনেক মুখ আমরা ভুলে যাই। বাংলা অভিনয় জগতের সেরকম একজন জনপ্রিয় কলাকুশলী আছেন যিনি বর্তমানে আর কাজ করেন না। একের পর এক ধারাবাহিককে অভিনয় করে তিনি জিতে নিয়েছেন দর্শকদের মন।

সিরিয়ালে নতুন মুখের মেলায় প্রায় পুরনো অনেক মুখ আমরা ভুলে যাই। বাংলা অভিনয় জগতের সেরকম একজন জনপ্রিয় কলাকুশলী আছেন যিনি বর্তমানে আর কাজ করেন না। একের পর এক ধারাবাহিককে অভিনয় করে তিনি জিতে নিয়েছেন দর্শকদের মন।
কখনও সহ-অভিনেত্রী রূপে আবার কখন খলানায়িকার চরিত্রে নিজেকে বারবার মেলে ধরেছেন পর্দার সামনে। তাঁর অভিনয় পর্দায় প্রশংসিত হয়েছে বারবার। প্রতিবারই দর্শকরা মুগ্ধ হয়েছেন তাঁর কাজ দেখে। তিনি বাংলা ধারাবাহিক এবং সিনেমার জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী তিতাস ভৌমিক (Titas Bhowmik)।
কখনও সহ-অভিনেত্রী রূপে আবার কখন খলানায়িকার চরিত্রে নিজেকে বারবার মেলে ধরেছেন পর্দার সামনে। তাঁর অভিনয় পর্দায় প্রশংসিত হয়েছে বারবার। প্রতিবারই দর্শকরা মুগ্ধ হয়েছেন তাঁর কাজ দেখে। তিনি বাংলা ধারাবাহিক এবং সিনেমার জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী তিতাস ভৌমিক (Titas Bhowmik)।
ভুলে যেওনা প্লিজ, ঘরে ফেরার গান, তারে আমি চোখে দেখনি-সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। যদিও তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছিল স্টার জলসার ধারাবাহিক তোমায় আমায় মিলে।
ভুলে যেওনা প্লিজ, ঘরে ফেরার গান, তারে আমি চোখে দেখনি-সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। যদিও তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছিল স্টার জলসার ধারাবাহিক তোমায় আমায় মিলে।
ধারাবাহিককে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী রূপসা চ্যাটার্জী, ঋজু বসু, গৌরব রায় চৌধুরী, তুলিকা বসু সহ বহু জনপ্রিয় তারকারা। এই ধারাবাহিকেই খলনায়িকার ভূমিকায় দেখা গেছিল তাঁকে।
ধারাবাহিককে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী রূপসা চ্যাটার্জী, ঋজু বসু, গৌরব রায় চৌধুরী, তুলিকা বসু সহ বহু জনপ্রিয় তারকারা। এই ধারাবাহিকেই খলনায়িকার ভূমিকায় দেখা গেছিল তাঁকে।
তাঁর চরিত্রটির নাম কাকলি। ধারাবাহিকটিতে তাঁর এই চরিত্রটি বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। হাসি মুখে, মজার ছলে ঊষসীর বিরুদ্ধে করে যাওয়া একের পর এক সরজন্ত্র নজর কেড়েছিল দর্শকদের।
তাঁর চরিত্রটির নাম কাকলি। ধারাবাহিকটিতে তাঁর এই চরিত্রটি বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। হাসি মুখে, মজার ছলে ঊষসীর বিরুদ্ধে করে যাওয়া একের পর এক সরজন্ত্র নজর কেড়েছিল দর্শকদের।
এছাড়াও জয় বাবা লোকনাথ, সন্ন্যাসী রাজা ধারাবাহিকেও অভিনয় করেছিল তিনি। তবে শুধু ছোটপর্দায় নয়, বড় পর্দাতেও তিনি শুরু করেছিলেন অভিনয়। ২০১৫ সালে কাদম্বরী সিনেমায় জ্ঞানদানন্দিনীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
এছাড়াও জয় বাবা লোকনাথ, সন্ন্যাসী রাজা ধারাবাহিকেও অভিনয় করেছিল তিনি। তবে শুধু ছোটপর্দায় নয়, বড় পর্দাতেও তিনি শুরু করেছিলেন অভিনয়। ২০১৫ সালে কাদম্বরী সিনেমায় জ্ঞানদানন্দিনীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
এছাড়াও সুপারস্টার দেব এবং কয়েল মল্লিক অভিনীত পাগলু সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। শেষবার তাঁকে দেখা গেছিল কোড়া পাখি ধারাবাহিককে মেধার চরিত্রে। তবে, তারপর থেকেই আর দেখা যায়নি অভিনেত্রীকে। তাহলে কোথায় হারিয়ে গেলেন তিনি।
এছাড়াও সুপারস্টার দেব এবং কয়েল মল্লিক অভিনীত পাগলু সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। শেষবার তাঁকে দেখা গেছিল কোড়া পাখি ধারাবাহিককে মেধার চরিত্রে। তবে, তারপর থেকেই আর দেখা যায়নি অভিনেত্রীকে। তাহলে কোথায় হারিয়ে গেলেন তিনি।
তিতাস ২০১৪ সালে বিয়ে করেছিলেন অভিনেতা সমদর্শী দত্তকে। তবে চিরস্থায়ী হয়নি তাঁদের সম্পর্ক। চার বছর পরই হয়ে যায় তাঁদের বিবাহ বিচ্ছেদ। তারপর তিনি নিকটবর্তী আত্মীয় এবং বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই সাত পাকে বাঁধা পড়েন স্নেহাশিস দাসের সঙ্গে।
তিতাস ২০১৪ সালে বিয়ে করেছিলেন অভিনেতা সমদর্শী দত্তকে। তবে চিরস্থায়ী হয়নি তাঁদের সম্পর্ক। চার বছর পরই হয়ে যায় তাঁদের বিবাহ বিচ্ছেদ। তারপর তিনি নিকটবর্তী আত্মীয় এবং বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই সাত পাকে বাঁধা পড়েন স্নেহাশিস দাসের সঙ্গে।