Tag Archives: Actor Dev

Lok Sabha Elections 2024: বিগ ধামাকা সুপারস্টারের! জঙ্গলমহলে দেব, ঝাড়গ্রামে রোড শো-তে ঝড় তুললেন তারকা প্রার্থী

ঝাড়গ্রাম: সবুজের শহর ঝাড়গ্রাম। এবার সেই ঝাড়গ্রামে প্রচার করলেন তারকা প্রার্থী দেব। ছোট শহর, শাল, শিমুল ঘেরা সবুজ শহরে ঝাড়গ্রামে তৃণমূলের প্রার্থী কালীপদ সরেনের সমর্থনে সুবিশাল রোড শো করলেন দীপক অধিকারী ওরফে দেব।মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম শহরে তিনি প্রার্থীকে সঙ্গে নিয়ে প্রচার করেন।

অধিবাসী সংস্কৃতিকে মেনে গলায় হলুদ কাপড় নিয়ে তিনি রোড শো করেন। হেলিকপ্টারে আসতেই জঙ্গলমহলের সংস্কৃতি মেনে তার মাথায় বেঁধে দেওয়া হয় পাগড়ি। এরপর তিনি সুসজ্জিত গাড়িতে চেপে প্রচার করেন।

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

ঝাড়গ্রামের হিন্দু মিশন মাঠ থেকে রোড শো শুরু করেন দেব। বেশ কিছু জায়গায় তিনি সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান। যেন চেনা ছন্দে ঝাড়গ্রামে দেব। ঝাড়গ্রামে এসে যেন এক অন্য মুডে তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই কেন্দ্রে জয় পাবে তৃণমূলই। শুধু তাই নয়, ঘাটাল লোকসভা কেন্দ্রেও হিরণকে হারিয়ে নিজের জয়লাভের কথাও বলেন তিনি।

আরও পড়ুন-  অসহ্য নরকযন্ত্রণা! বিছানা ছেড়ে উঠতেই পারতেন না…! দিনে ৩০টি করে ওষুধ খেতেন এই নায়িকা, মনে হয়েছিল জীবনটাই শেষ, তারপর…

প্রসঙ্গত এবারে জঙ্গলমহল ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থী করেছে কালীপদ সরেনকে। বিপক্ষ দলের প্রার্থী হয়েছেন প্রণত টুডু। এর আগে বিজেপি জয়লাভ করেছিল পার্লামেন্ট নির্বাচনে। পাঁচ বছর ধরে তিনি সাংসদ পদ সামলেছেন। তবে এবারে সবুজের ক্ষেত্রে কোন ফুল ফুটে যা দেখার। তবে একাধিক দাবি দাওয়া রয়েছে জঙ্গলমহলের মানুষের। তবে এদিন বেশ কয়েক হাজার মানুষের জমায়েত হয়েছিল প্রার্থীর সমর্থনে দেবের রোড শো’কে ঘিরে। তবে কি জিতে তা সময় বলবে।

রঞ্জন চন্দ

Loksabha Election 2024: বৃষ্টি মাথায় করে অপেক্ষায় অগণিত, কালনার ধাত্রীগ্রামে দেবের সভায় জনজোয়ার

বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান: কালনার ধাত্রীগ্রামে অভিনেতা তথা রাজনীতিক দেবের জনসভায় উপচে পড়ল ভিড়। বুধবার পূর্ব বর্ধমানের কালনার ধাত্রীগ্রামে জনসভা ছিল অভিনেতা দেবের। অন্যতম অভিনেতা হিসেবে একটা আলাদাই জনপ্রিয়তা রয়েছে দেবের। তাঁর জনসভায় দেখা গেল জনজোয়ার। এদিন বুধবার হেলিকপ্টারে চেপে কালনার ধাত্রীগ্রামে উপস্থিত হন দেব।

তিনি যখন অসেন তার বেশ কিছুক্ষণ আগে থেকে হালকা বৃষ্টি হতেও শুরু করে নির্দিষ্ট এলাকায়। ছাতা মাথায় নিয়েই মঞ্চে ওঠেন অভিনেতা দেব। তবে বৃষ্টি হলেও কর্মী সমর্থকদের মধ্যে এক আলাদা উত্তেজনা দেখা যায়। ছাতা মাথায় নিয়ে বৃষ্টিকে উপেক্ষা করে দেবের অপেক্ষায় অপেক্ষারত ছিলেন হাজার হাজার কর্মী সমর্থকেরা।

আরও পড়ুন : ভিড়ে ঠাসা রাস্তায় প্রচার, বীরভূমে রাস্তায় তৃণমূলের প্রচারে ঝড় দেবের

তবে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও বেশ কিছু কথা বলেন দেব। দেব বলেন, “ঘাটালের প্রত্যেকটা মানুষ আমার মানুষ। যে বিজেপি করে, সিপিআইএম করে ,কংগ্রেস করে বা তৃণমূল করে সবাই আমারই মানুষ, দেশের মানুষ, রাজ্যের মানুষ। সবারই বেঁচে থাকার অধিকার আছে। এবং রাজনীতি হারি বা জিতি আমার কাছে কোনও ফ্যাক্টর করে না। আমার কাছে গুরুত্বপূর্ণ মানুষকে বাঁচিয়ে রাখা।”

দেবের বক্তব্য শুনে উচ্ছ্বসিত উপস্থিত জনতা।

Lok Sabha Elections 2024: ভিড়ে ঠাসা রাস্তায় প্রচার, বীরভূমে রাস্তায় তৃণমূলের প্রচারে ঝড় দেবের

বীরভূম: অপেক্ষার আর মাত্র হাতে চারটি দিন। তারপরেই চতুর্থ দফায় বীরভূমের লোকসভা নির্বাচন। মঙ্গলবার তৃতীয় দফায় লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। আর এই লোকসভা নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। এক কথায় সমস্ত রাজনৈতিক দল কেউ কাউকে এক বিন্দু জায়গা ছাড়তে নারাজ। সূর্যের আলো ফোটা থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে তাঁদের প্রচার কর্ম চালাচ্ছেন। রাজনৈতিক ময়দানে কেউ কাউকে এক বিন্দু জায়গা ছাড়তে নারাজ।

লোকসভা নির্বাচনের আগে বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে বীরভূমের সিউড়ি বিধানসভার অন্তর্ভুক্ত বেণীমাধব মোড় থেকে ১-এর পল্লী বরাবাগান পর্যন্তও রোড শো করলেন অভিনেতা এবং রাজনীতিবিদ দীপক অধিকারী (দেব) অভিনেতাকে একবার দেখার জন্য সাধারণ মানুষের সমাগম ঘটে। শহরের প্রায় কয়েক হাজার মানুষ ভিড় জমান। ৮ থেকে ৮০, মহিলা থেকে শুরু করে পুরুষ সকলেই উপস্থিত হন অভিনেতাকে দেখার জন্য।

এ দিন সিউড়িতে অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে সেখান থেকে গাড়িতে চেপে তৃণমূল কংগ্রেসের বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়কে সঙ্গে নিয়ে রোড শো করেন দীপক অধিকারী। আর দেবকে দেখতেই সিউড়ির রাস্তায় উপচে পড়ল সাধারণ মানুষের ভিড়। আর সেই ভিড় সামাল দিতেই কার্যত নাজেহাল অবস্থা পুলিশ প্রশাসনের।

আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা বিভিন্ন ভাবে নিজেদের প্রচার চালাচ্ছেন।কোথাও দেখা যাচ্ছে নতুনত্ব দেওয়াল লিখন আবার কেউ নিজেই গান লিখে সেই গানের শুটিং করে প্রচার করছেন।

সৌভিক রায়

Dev Exclusive Interview: দিলীপ ঘোষ স্বার্থপর, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি দেবের

বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী, মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে নিয়ে বিস্ফোরক দাবি দেবের। দিলীপ ঘোষ স্বার্থপর, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি দেবের। কেন বললেন তিনি এমন? দেখুন সোজাসাপটায় সরাসরি দেবের মুখে।

Dev Exclusive Interview: ‘প্রস্তাব পেলে বিজেপির হয়ে দাঁড়াতাম’, কীসের প্রস্তাব জানেন? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দেব

কলকাতা: লোকসভা নির্বাচনের দামামা বাজার কিছুদিন আগেই শোরগোল পড়েছিল রাজনীতি থেকে বিদায় নিতে চলেছেন দেব। ঘাটালের তৃণমূল সাংসদ দেব যদি রাজনীতিতেই না থাকেন আর তাহলে ঘাটাল মাস্টারপ্ল্যানের ভবিষ্যৎ কী? রাজনীতি থেকে বিদায় না নিয়ে ফের একবার ভোটের ময়দানে নেমেছেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী। নিউজ ১৮ বাংলার এক্সক্লুসিভ ইন্টারভিউতে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা-রাজনীতি নিয়ে মুখ খুললেন অভিনেতা-রাজনীতিক দেব।

ঘাটালে দেবের মামাবাড়ি। ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে তাই একটু বেশিই উদ্যোগী দেব। সংসদেও একাধিকবার তাঁকে এ নিয়ে কথা বলতে দেখা গিয়েছে। এদিন সাক্ষাৎকারে ঘাটাল মাস্টারপ্ল্যান দেবের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে সোজাসাপটা উত্তর দিলেন দেব। তিনি বলেন, ‘সাংসদরা ভগবান না। আমিও ছোটবেলা থেকে শুনছি ঘাটাল মাস্টারপ্ল্যান। আমাকে যদি বিজেপি এসে বলত যে এটা আমরা করে দেব, তাহলে আমি ওই দলেও দাঁড়িয়ে যেতাম। কারণ মানুষের কাজ করতে হবে।’

আরও পড়ুন: গরমে শেষপাতে রোজ টক দই খাচ্ছেন? শরীরে এর ফলে কী হয় জানেন? চমকে যাবেন জানলে

দেব আরও বলেন, ‘কোনও দলে থেকে শোপিস হয়ে থাকব না। যে আমাকে কাজের সুযোগ দেবে আমি তার হয়ে কাজ করব। আমাকে মমতাদি কথা দিয়েছেন। এই মাস্টারপ্ল্যান সত্যিই রাজ্য সরকার করবে। সে কারণেই আমি ফের প্রার্থী হয়ে দাঁড়িয়েছি। দিদির কথাতেই আমি বিশ্বাস রেখেছি।’ প্রতিপক্ষ দলের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে নিয়েও এদিন মুখ খোলেন দেব। তিনি বলেন, ‘হিরণ ভাবছে আমাকে ব্যক্তিগত আক্রমণ করে ভোটে জিতবে। ওরা সবাই জিততে চায়। কিন্তু সবই ৪ জুন পরিষ্কার হয়ে যাবে। এটা আমি পুরোপুরি ঘাটাল লোকসভার মানুষের হাতে ছেড়ে দিয়েছি।’

আরও পড়ুন: বিশ্বের সেরা স্কুলের তালিকায় রয়েছে ভারতের এই স্কুল, পড়লেই কেউ IPS-কেউ IAS অফিসার! কোন স্কুল এটি জানেন?

দেবের কথায়, সৌজন্য এমনিই আসে না। অভিনয় সারাক্ষণ করা যায় না। রাজনীতিতে দশ বছর হয়ে গিয়েছে আমার। বিরোধীদের সামান্য সম্মান জানানোটা কর্তব্যের মধ্যেই পড়ে। কাউকে আক্রমণ না করে কোনও নেতা কথাই বলতে পারে না। দাবি দেবের। মানুষ সারাক্ষণ খুঁত ধরতে ব্যস্ত। ভালটাকে চোখের সামনে রাখাটা জরুরি। কাউকে কুকথা না বলেও কাজ করা যায়। নিউজ ১৮ বাংলায় এক্সক্লুসিভ ইন্টারভিউতে বললেন তৃণমূলের তারকা লোকসভা প্রার্থী দেব।

Dev Exclusive Interview: ‘একদিন খুলবেই সেই মুখোশটা’, কার মুখোশ, কেন এমন বললেন দেব? দেখুন

সৌজন্য এমনিই আসে না। অভিনয় সারাক্ষণ করা যায় না। রাজনীতিতে দশ বছর হয়ে গিয়েছে আমার। বিরোধীদের সামান্য সম্মান জানানোটা কর্তব্যের মধ্যেই পড়ে। কাউকে আক্রমণ না করে কোনও নেতা কথাই বলতে পারে না। দাবি দেবের। মানুষ সারাক্ষণ খুঁত ধরতে ব্যস্ত। ভালটাকে চোখের সামনে রাখাটা জরুরি। কাউকে কুকথা না বলেও কাজ করা যায়। নিউজ ১৮ বাংলায় এক্সক্লুসিভ ইন্টারভিউতে বললেন তৃণমূলের তারকা লোকসভা প্রার্থী দেব।

Lok Sabha Election 2024: ‘দেবকে হারাবই’, মনোনয়ন জামার পর শুভেন্দুকে পাশে নিয়ে হিরণ

পশ্চিম মেদিনীপুর: ধর্মীয় সংস্কৃতি ও পরম্পরার উদযাপন দেখা গেল বিজেপি প্রার্থীর মনোনয়ন জমায়। বৃহস্পতিবার ঘাটালের তৃণমূল প্রার্থী তথা টলিউড সুপারস্টার দেব মনোনয়ন জমা দিয়েছিলেন। শুক্রবার মনোনয়ন জমা দিলেন ঘাটালে তাঁর প্রতিদ্বন্দ্বী তথা বিজেপি প্রার্থী আরেক টলিউড তারকা হিরন্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। সেই সঙ্গে দিন মেদিনীপুরে জেলাশাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।

পশ্চিম মেদিনীপুর জেলার দুই বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত। শুক্রবার সকালে খড়গপুর থেকে মেদিনীপুরে লোকাল ট্রেনে চেপে আসেন হিরণ। মেদিনীপুর স্টেশন থেকে জজকোর্ট পর্যন্ত টোটো ভাড়া করে পৌঁছন তিনি। সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে জেলাশাসকের কার্যালয়ে এসে মনোনয়ন জমা দেন। শুধু তাই নয়, মনোনয়ন জমা দিতে আসা সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলির পায়ে হাত দিয়ে প্রণাম‌ও করেন হিরণ। বেশ কিছুক্ষণ কথা বলেন বিরোধী দলের প্রার্থীর সঙ্গে।

আর‌ও পড়ুন: মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু

দুই প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মনোনয়ন জমা দেওয়ার পর বাইরে বেরিয়ে হিরণ জানান দেবকে হারিয়ে জয়ের বিষয়ে তিনি ১০০ শতাংশ নিশ্চিত।

এদিকে দুই বিজেপি প্রার্থী ছাড়াও এদিন জেলাশাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী তপন গাঙ্গুলি।

রঞ্জন চন্দ

Dev in Ghatal: ‘আমি রাজনীতি ছেড়ে দেব’, ভোটের মাঝেই এক শর্ত দিলেন অভিনেতা দেব! প্রবল চাঞ্চল্য

ঘাটাল: ‘‘২০২৬ বিধানসভা নির্বাচনের আগে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ যদি শুরু না হয়, আমি রাজনীতি ছেড়ে দেব।’’ এভাবেই নিজের প্রচারে এক সভা থেকে ঘোষণা করলেন তৃণমূল প্রার্থী তথা সুপারস্টার দীপক অধিকারী। শুধু তা-ই নয়, তিনি বলেন, ”যদি মাস্টারপ্ল্যান না হয় তাহলে আপনারাও তৃণমূলকে ভোট দেবেন না।”

বুধবার ঘাটালের শ্রীমন্তপুর বাস স্ট্যান্ডে একটি প্রচার সভায় গিয়ে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী বলেন, ‘‘আমি পালিয়ে যাওয়ার ছেলে নই। অনেকেই বলছেন যে, ভোটের প্রতিশ্রুতি, মাস্টারপ্ল্যান হবে না, আপনারা বিশ্বাস করুন আমি পালিয়ে যাওয়ার ছেলে নই। যদি ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু না হয়, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।’’

বুধবার বিকালে ঘাটালের শ্রীমন্তপুর, মনসুকা, বরদা বাণীপীঠ-সহ একাধিক প্রচারসভা করেন দেব ওরফে দীপক অধিকারী।

সুকান্ত চক্রবর্তী

Lok Sabha Election 2024: রচনার ভোট প্রচারে সঙ্গী দেব! বিদায়ী সাংসদ কী পরামর্শ দিলেন Didi No 1-কে

Lok Sabha Election 2024: গত লোকসভায় পান্ডুয়াতে ঘাসফুলকে ছাপিয়ে পদ্ম ফুটেছিল। এবার দেখার এই মেগা র‍্যালি, সেলিব্রিটি কতটা কাজ করে! এর প্রভাব কতটা পড়ে এবার ইভিএম মেশিনে। পদ্মের জায়গায় কি আবারো ঘাস ফুল ফুটবে তার উত্তর পাওয়া যাবে ৪ তারিখ।

Lok Sabha Election 2024: চাই পর্যাপ্ত জল, ভোটে আর কী কী দাবি স্থানীয়দের?

পশ্চিম মেদিনীপুর: দিল্লির মসনদ দখলের লড়াই শুরু হয়ে গিয়েছে। সেই ‘যুদ্ধে’ ঘাটাল কেন্দ্রে জমজমাট তারাকা যুদ্ধ হচ্ছে। যদিও আমজনতার চাহিদা পুরোটাই দৈনন্দিন জীবন কেন্দ্রিক। এই কেন্দ্রের অন্তর্গত দাসপুরের মানুষের মূল দাবিই হল পর্যাপ্ত পানীয় ও সেচের জলের সরবরাহ নিশ্চিত করা। প্রার্থীদের কাছে সেই দাবিই রাখছেন তাঁরা।

ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বিদায়ী সাংসদ তথা টলিউড সুপারস্টার দেব’কে। অপরদিকে বিজেপি প্রার্থী করেছে দলের বিধায়ক তথা টলি তারকা হিরণ’কে। এই লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা জুড়ে বহু মানুষ চাষাবাদের উপর নির্ভর করেন। কিন্তু সেই চাষাবাদ করতে গিয়ে প্রয়োজন জলের। পর্যাপ্ত পানীয় জল ও চাষের জলের দাবি জানাচ্ছেন এখানকার বাসিন্দারা।

আর‌ও পড়ুন: ‘রোমান্টিক’ ফল লিচু চাষে খুলেছে কপাল! পুরোটা জানলে…

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার খুকুড়দহ এলাকায় বহু মানুষ কৃষিকাজ করে জীবন জীবিকা নির্বাহ করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় বিদ্যুতের সমস্যা থাকার কারণে বেশ কয়েক বছর ধরে পানীয় জল ও চাষের জলের সমস্যায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। বারংবার জানানো হয়েছে বিভিন্ন প্রশাসনিক স্তরে তবে সুরাহা হয়নি।

ভোট এলেই প্রচারে আসেন বহু নেতা নেত্রী। কিন্তু ভোট পেরোলেই তথৈবচ অবস্থা থাকে বলে এলাকার মানুষের অভিযোগ। তাই ভোটের আগে স্থানীয় সমস্যার সমাধানের ডাক দিয়েছেন। পানীয় জল ও চাষের পর্যাপ্ত জলের দাবি জানিয়েছেন কৃষি কাজের সঙ্গে যুক্ত মানুষজন।

রঞ্জন চন্দ