কলা নয়, আপেল নয়! পুজোর ডালায় এ কোন ফল?

Family Offers Avocados At Puja: কলা নয়, আপেল নয়! পুজোর ডালায় এ কোন ফল? জানতে পেরে চোখ কপালে সবার

বেঙ্গালুরু: পুজোয় ফল দেওয়া খুব সাধারণ ব্যাপার। আপেল, কলা, শশা, পেয়ারা, কমলালেবু নানা ধরনের ফলের মেলা দেখা যায় পুজোর ডালায়। মাঝে মাঝে শুকনো ফলও যোগ করা হয় সেখানে। তাই বলে এমন ফলও পুজোয় দেওয়া হয় কেউ জানতেন? সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। সেখানে দেখা যায় আপেল নয়, কলা নয় বহুমূল্য বিদেশি ফল অ্যাভোগাডো রয়েছে পুজোর ডালায়। সেই দেখে হতবাক নেটিজেনরা। ঈশ্বরকে নৈবেদ্য দিতে এত দামী ফল? উঠছে প্রশ্ন।

X হ্যান্ডলে ধর্মেশ বা অবশ্য বিষয়টি খোলসা করেই লিখেছিলেন। কোথায় পুজো দেওয়া হচ্ছিল সেটি স্পষ্ট নয়। বাড়ি বা মন্দিরে সাজানো পুজোর ডালিতে উঁকি দিচ্ছিল অ্যাভোগাডো। সেই ছবি শেয়ার করে তিনি উল্লেখ করেছেন যে তাঁর বাবা মা-ই ফলগুলিকে “আপগ্রেড” করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ধর্মেশ লিখেছেন,“বাবা-মা শহরে আছেন এবং ঈশ্বরের কাছে তাঁদের অর্ঘ্য কলা থেকে অ্যাভোকাডোতে আপগ্রেড করা হয়েছে”। অর্থাৎ, আগে এই পরিবার পুজোয় কলা দিতেন, এখন দিচ্ছেন  অ্যাভোকাডো!

এমন অপ্রত্যাশিত ঘটনায় হইচই নেট দুনিয়ায়। একজন রসিকতা করে জিজ্ঞাসা করেছেন, মধ্যবিত্ত নন ওঁরা, অ্যাভোকাডো ক্লাস”। আবার কেউ মন্তব্য করেছেন, “ভক্তিও এখন বড়লোকের হাতেই। আমাদের আর সামর্থ্য কী!” দামী ফল নৈবেদ্যয় দেখে তির্যক মন্তব্য করতেও ছাড়লেন না অনেকেই। ভারতীয় মুদ্রায় এক একটি আমদানিকৃত আভোকাডো ফলের এখন সাড়ে ছশোর উপরে দাম। এখনও দেশে চাষ হয় না এই ফল। সেই হেন বিদেশি ফল পুজোয় দেওয়া কেমন পাগলামি? প্রশ্ন ছুড়ে দিলেন নেটিজেনরা। তবে কেউ কেউ লিখলেন, “বেঙ্গালুরুতে কী না হয়! যা অন্য কোথাও কেউ ভাবতেই পারবেন না, এখানে দেখতে পাবেন।” পোস্টটি বহুবার শেয়ার করা হয়েছে এক্স হ্যান্ডলে।

আরও পড়ুন- অবাক কাণ্ড! মারধর করে মাটিতে পুঁতে দেওয়া যুবককে বাঁচাল পথকুকুররা! কী ভাবে