ফতোরদায় ফুল ফোটালেন স্টেনম্যান, বেঙ্গালুরুকে হারিয়ে জয় ইস্টবেঙ্গলের

এসসি ইস্টবেঙ্গল ১ (স্টেনম্যান ২০’)

বেঙ্গালুরু এফসি ০

#গোয়া: সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে আইএসএলের দ্বিতীয় জয় তুলে নিল এসসি ইস্টবেঙ্গল৷ শনিবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে মাটি স্টেনম্যানের একমাত্র গোলে তিন পয়েন্ট পেল রবি ফাউলারের শিষ্যরা৷

দেখতে গেলে এদিন ইস্টবেঙ্গলের ‘কমপ্লিট’ ফুটবল লাল-হলুদ সমর্থকদের মন ভরিয়ে দিয়েছে৷ লিগের শুরু থেকেই যে ডিফেন্স নিয়ে বারবার কথা হচ্ছিল, সেই ডিফেন্স এদিন অনেকটাই ভরাট দেখাল৷ গত ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে আটকে গিয়েছিল ইস্টবেঙ্গল, ফলে শুরু থেকেই বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ের জন্য মরিয়া ছিলেন ড্যানিয়েল ফক্স অ্যান্ড কোং৷

ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ তুলে আনতে শুরু করে ইস্টবেঙ্গল৷ মাত্র ২০ মিনিটের মাথায় গোলের দেখা পেয়ে যায় তারা৷ দুরন্ত ছন্দে থাকা নারায়ণ দাসের পাস থেকে ছোট্ট টাচে গুরপ্রীতকে পরাস্ত করে একেবারে ফটোফিনিশ গোল করেন জার্মানির বছর ছাব্বিশের মিডফিল্ডার৷

এই গোলের ১০ মিনিটের মধ্যে নারায়ণ ও হরমনপ্রীতের সৌজন্যে আরও দু’টো গোলের সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের৷ ব্রাইট এবং মাঘোমা এদিন বাড়তি দায়িত্ব নিয়ে মাঝমাঠ সামলালেন৷  বিরতির ঠিক আগে মিলন সিং ও এনোবাঘারে সুযোগ কাজে লাগাতে পারলে তিন গোলে এগিয়ে মাঠ ছাড়তে পারত ইস্টবেঙ্গল৷ বিরতিতে ১-০ এগিয়েই মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল৷

দ্বিতীয়ার্ধের ঠিক চার মিনিটের মাথায় সুনীল ছেত্রীর বুলেট শট দেবজিত যদি অনবদ্য সেভ করতে না পারতেন, তাহলে বেঙ্গালুরু সমতায় ফিরিয়ে আনত৷ ১০ মিনিটের মধ্যে আবারও সুনীলের জোরাল শটে এরকম একটা সেভ করে তাক লাগান দেবজিত৷ অন্যদিকে এদিনে ইস্টবেঙ্গলের লাইমলাইটে থাকা ব্রাইট জোড়া সুযোগ পেয়েও গোলের দেখা পাননি৷ শেষের দিকে বেঙ্গালুরু ম্যাচের ফেরা মরিয়া চেষ্টা করেও কাজের কাজ করতে পারেনি৷ এক গোলে জিতেই মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল৷

ওদিকে পরিসংখ্যান বলছে এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ইস্টবেঙ্গল আর বেঙ্গালুরু ১১ বার মুখোমুখি হল৷ ৭ বার জিতল লাল-হলুদ৷ চারবারই জিততে পেরেছেন সুনীলরা৷