ভাদ্র মাসে মেনে চলুন এই বিশেষ টোটকা 

Bhadra Maas Dos’ and Don’ts: ভাদ্রমাসে এই কাজ করছেন, এত ক্ষতির পাহাড় আপনার সামনে দাঁড়াবে কেঁদেও কুল পাবেন না, কী করবেন তাহলে

ভাদ্র মাসে যে কোনও দিন চালের তৈরি পোলাও কিংবা পায়েস রান্না করা শুভ। সেই রান্না করা পায়েস গরীবে খাইয়ে দিলে এতে সকল আর্থিক দুর্ভোগ কেটে যাবে। আর্থিক উন্নতিতে এই টোটকা বিশেষ উপকারী।
ভাদ্র মাসে যে কোনও দিন চালের তৈরি পোলাও কিংবা পায়েস রান্না করা শুভ। সেই রান্না করা পায়েস গরীবে খাইয়ে দিলে এতে সকল আর্থিক দুর্ভোগ কেটে যাবে। আর্থিক উন্নতিতে এই টোটকা বিশেষ উপকারী।
অনেক সময় অনেকেই নিজের অলঙ্কার অন্য কাউকে ব্যবহার করতে দেয়। কিন্তু, জানেন কি ভাদ্র মাসে নিজের অলঙ্কার অন্য কাউকে ব্যবহার করতে দিতে নেই। এটি অশুভ মনে করা হয়।
অনেক সময় অনেকেই নিজের অলঙ্কার অন্য কাউকে ব্যবহার করতে দেয়। কিন্তু, জানেন কি ভাদ্র মাসে নিজের অলঙ্কার অন্য কাউকে ব্যবহার করতে দিতে নেই। এটি অশুভ মনে করা হয়।
ভাদ্র মাসে শ্রীরাধা রানি জন্মগ্রহণ করেছিলেন বলে বিশ্বাস। তাই এই মাসে রাধা অষ্টমীর ব্রত পালনের মাধ্যমে নিজের সৌভাগ্য ফেরানো যেতে পারে। এই ব্রত পালন করা অতি শুভ।
ভাদ্র মাসে শ্রীরাধা রানি জন্মগ্রহণ করেছিলেন বলে বিশ্বাস। তাই এই মাসে রাধা অষ্টমীর ব্রত পালনের মাধ্যমে নিজের সৌভাগ্য ফেরানো যেতে পারে। এই ব্রত পালন করা অতি শুভ।
ভাদ্র মাসে কাউকে টাকা ধার দেওয়া কিংবা কারোর থেকে টাকা ধার নেওয়া উচিত নয়। এই ভুলেই জীবনে আর্থিক সমস্যা নেমে আসে। অজান্তে এমন অনেক ভুল করে থাকে সকলেই যা থেকে হতে পারে ঘোর অমঙ্গল।
ভাদ্র মাসে কাউকে টাকা ধার দেওয়া কিংবা কারোর থেকে টাকা ধার নেওয়া উচিত নয়। এই ভুলেই জীবনে আর্থিক সমস্যা নেমে আসে। অজান্তে এমন অনেক ভুল করে থাকে সকলেই যা থেকে হতে পারে ঘোর অমঙ্গল।
শাস্ত্র মতে ভাদ্র মাসে মদ, ধূমপান, তামাকসেবন থেকে দূরে থাকা উচিত। তা নাহলে দেবী লক্ষ্মী রুষ্ট হন ও গৃহ ত্যাগ করেন। ফলে ব্যক্তির জীবনে অর্থাভাব দেখা দেয়, অনটনে দিন কাটতে শুরু করে। Input- Susmita Goswami
শাস্ত্র মতে ভাদ্র মাসে মদ, ধূমপান, তামাকসেবন থেকে দূরে থাকা উচিত। তা নাহলে দেবী লক্ষ্মী রুষ্ট হন ও গৃহ ত্যাগ করেন। ফলে ব্যক্তির জীবনে অর্থাভাব দেখা দেয়, অনটনে দিন কাটতে শুরু করে। Input- Susmita Goswami